শুভব্রত মুখার্জি
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই ক্রিকেট খেলিয়ে দেশের ২২ গজ এবং মাঠের বাইরের প্রতিদ্বন্দ্বিতা এক শতকেরও পুরনো। সুযোগ পেলে কোনপক্ষই কোনপক্ষকে ছেড়ে কথা বলে না। চলতি অ্যাসেজ সিরিজে এমনিতেই ব্যাকফুটে রয়েছে ইংল্যান্ড। ২-০ ফলে পিছিয়ে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে পুরনো অ্যাসেজের স্মৃতিকে সামনে এনে ইংল্যান্ডের প্রিমিয়র পেসার স্টুয়ার্ট ব্রডকে খোঁচা দিতে ছাড়লেন না কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে ২০১৩ সালের একটি ভিডিও পোস্ট করেন ওয়ার্ন। যেখানে দেখা যায় অজি বাঁ- হাতি স্পিনার অ্যাস্টন এগার বোলিং করছেন। আর তাঁর বলে ব্রড কাট করতে যান। ব্রডের ব্যাটের কাণায় লেগে বল উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের গ্লাভসে লেগে প্রথম স্লিপে দাঁড়ানো মাইকেল ক্লার্ক ধরার পরেও আলিম দার আউট দেননি। যদিও টিভি রিপ্লেতে বিষয়টি স্পষ্টভাবেই ধরা পড়ে যায়। ট্রেন্টব্রিজ,নটিংহ্যামে সেবার অ্যাসেজের প্রথম টেস্টে এই ঘটনা ঘটার পরেও ব্রড তাঁর ক্রিজ ছাড়েননি। আর বিষয়টি নিয়ে ব্রডকে পরোক্ষ কটাক্ষ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি আলিম দারকে তুলোধোনা করেছেন ওয়ার্ন।
শুভব্রত মুখার্জি
ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই ক্রিকেট খেলিয়ে দেশের ২২ গজ এবং মাঠের বাইরের প্রতিদ্বন্দ্বিতা এক শতকেরও পুরনো। সুযোগ পেলে কোনপক্ষই কোনপক্ষকে ছেড়ে কথা বলে না। চলতি অ্যাসেজ সিরিজে এমনিতেই ব্যাকফুটে রয়েছে ইংল্যান্ড। ২-০ ফলে পিছিয়ে তারা। এই অবস্থায় দাঁড়িয়ে পুরনো অ্যাসেজের স্মৃতিকে সামনে এনে ইংল্যান্ডের প্রিমিয়র পেসার স্টুয়ার্ট ব্রডকে খোঁচা দিতে ছাড়লেন না কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে ২০১৩ সালের একটি ভিডিও পোস্ট করেন ওয়ার্ন। যেখানে দেখা যায় অজি বাঁ- হাতি স্পিনার অ্যাস্টন এগার বোলিং করছেন। আর তাঁর বলে ব্রড কাট করতে যান। ব্রডের ব্যাটের কাণায় লেগে বল উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের গ্লাভসে লেগে প্রথম স্লিপে দাঁড়ানো মাইকেল ক্লার্ক ধরার পরেও আলিম দার আউট দেননি। যদিও টিভি রিপ্লেতে বিষয়টি স্পষ্টভাবেই ধরা পড়ে যায়। ট্রেন্টব্রিজ,নটিংহ্যামে সেবার অ্যাসেজের প্রথম টেস্টে এই ঘটনা ঘটার পরেও ব্রড তাঁর ক্রিজ ছাড়েননি। আর বিষয়টি নিয়ে ব্রডকে পরোক্ষ কটাক্ষ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি আলিম দারকে তুলোধোনা করেছেন ওয়ার্ন।|#+|
ইটারে কটাক্ষের সুরে ভিডিয়ো পোস্ট করে ওয়ার্ন লেখেন, 'এই ঘটনার পরেও ব্রডের ক্রিজ ছেড়ে বেরিয়ে না যাওয়ার বিষয়টিকে আপনাকে কুর্নিশ জানাতেই হবে। সিরিয়াস 'কাহুনাসের' প্রদর্শন করেছে (হাসি)। ঘটনাটি দেখিয়ে দেয় কতটা খারাপ আম্পায়ার ছিলেন আলিম দার এবং ও কতগুলো ভুল সিদ্ধান্ত দিয়েছে।' উল্লেখ্য, সেই সময় ব্রড ৩৭ রানে ব্যাট করছিলেন। পরবর্তীতে তিনি ৬৫ রান করে আউট হন। ইংল্যান্ড ৩৭৫ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরা ২৯৬ রানে অলআউট হয়ে গেলে ১৪ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।