গত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে হারের পর আবারও ঘরে মাঠে হতাশাজনক ফল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। অবনমিত ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ গোলে আটকে আবারও পয়েন্ট খোয়াল ওলে গানার সোল্কজায়ারের দল।
সদ্য এক বছরের জন্য ইউনাইটেডের সাথে চুক্তি বাড়িয়েছেন এডিনসন কাভানি। করোনাকালে এ মরশুমে প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে ১০ হাজার দর্শকের সামনে নিজের দক্ষতার পরিচয় দিলেন উরুগুয়ান স্ট্রাইকার। ম্যাচের ১৫ মিনিটের মাথায় ফুলহ্যাম গোলরক্ষক ও প্যারিস সা-জাঁ দলের প্রাক্তন সতীর্থ আলফন্সো আরিওলাকে গোলের থেকে বেশ কিছুটা আগে দেখে প্রায় মাঝমাঠ থেকেই দুরুন্ত শটে গোল করেন কাভানি। ব্রুনো ফার্নান্ডেজের পাস থেকেই প্রিমিয়র লিগ মরশুমে নিজের ১০ নম্বর গোলটি করেন তিনি।
প্রথমার্ধ ১-০ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার মরিয়া প্রচেষ্টা করে কটেজার্সরা। ম্যাচের ঘন্টাখানেকের মাথায় পরপর দু'টি শট আটকে দেন ডেভিড দে হেয়া। তবে ৭৬ মিনিটে ভিএআরের সহায়তায় জো ব্রায়ানের গোলে ম্যাচে সমতা ফেরায় ফুলহ্যাম। ফার্নান্ডেজ বেশ কয়েকটি শট নিয়ে গোল করার চেষ্টা করলেও ১-১ গোলেই ম্যাচ শেষ হয়।
এই ড্রয়ের ফলে টানা তিন ম্যাচ জিততে ব্যর্থ হল ইউনাইটেড। মরশুমের এক ম্যাচ বাকি থাকতে ৭১ পয়েন্ট রেয়েছে কাভানিদের দখলে। তবে লেস্টার সিটি চেলসির বিরুদ্ধে হারায় প্রিমিয়র লিগে দ্বিতীয় স্থানেই শেষ করবে ওলের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।