বাংলা নিউজ > ময়দান > পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! ফরাসি ওপেন জয়ীদের হারিয়ে Miami Open 2024 জিতল বোপান্না-এবডেন জুটি

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক! ফরাসি ওপেন জয়ীদের হারিয়ে Miami Open 2024 জিতল বোপান্না-এবডেন জুটি

মায়ায়ি মাস্টার্স জিতল বোপান্না-এবডেন জুটি (ছবি- গেটি) (Getty Images via AFP)

বছরের শুরুতেই সবথেকে বয়স্ক ক্রীড়াবিদ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাব জিতে হইচই ফেলে দিয়েছিলেন। বয়স্কতম খেলোয়াড় হিসেবে জিতেছিলেন গ্রান্ড স্ল্যাম ডাবলস খেতাব। তাঁর অস্ট্রেলিয়ার পার্টনার ম্যাথু এবডেনকে নিয়ে জিতেছিলেন এই শিরোপা। এই বছরে এটা তাদের দ্বিতীয় শিরোপা জয়।

শুভব্রত মুখার্জি: চলতি বছরে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন বয়স কেবলমাত্র একটা সংখ্যা। বছরের শুরুতেই সবথেকে বয়স্ক ক্রীড়াবিদ হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাব জিতে হইচই ফেলে দিয়েছিলেন। বয়স্কতম খেলোয়াড় হিসেবে জিতেছিলেন গ্রান্ড স্ল্যাম ডাবলস খেতাব। তাঁর অস্ট্রেলিয়ার পার্টনার ম্যাথু এবডেনকে নিয়ে জিতেছিলেন এই শিরোপা। তারপরে এই জুটি যেন কিছুটা বর্ণহীন ছিল। তাদেরকে ফের একবার ছন্দে পাওয়া গেল শনিবার। এদিন মায়ামি মাস্টার্সের খেতাব জিতলেন এই ইন্দো-অজি জুটি। এই বছরে এটা তাদের দ্বিতীয় শিরোপা জয়।

আরও পড়ুন… MLS: আগুনে মেজাজে মেসি-সুয়ারেজ, ৫-০ অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিল ইন্টার মায়ামি

ফাইনালে ইন্দো-অজি জুটি মুখোমুখি হয়েছিল শেষ ফরাসি ওপেনের পুরুষ ডাবলসের খেতাবজয়ী ইভান ডডিচ এবং অস্টিন ক্রাইচেক জুটির। এদিনের ম্যাচে প্রথম সেট হেরে পিছিয়ে গিয়েছিলেন বোপান্নারা। তবে হাল ছেড়ে দেননি তাঁরা। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন। ম্যাচে দুরন্ত কামব্যাক করে শিরোপা জয় নিশ্চিত করেছে তারা। ম্যাচের ফল ভারতীয়-অজি জুটির পক্ষে ৬-৭, ৬-৩, ১০-৬।

আরও পড়ুন… Ronaldo vs Messi: হচ্ছে না মেসি বনাম রোনাল্ডোর লড়াই! Al-Nassr কোচ জানালেন খেলবেন না CR7

এদিন প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই জুটির। অবশেষে টাইব্রেকারে এই সেট জিতে নেন ডডিচ-ক্রাইচেক জুটি। দ্বিতীয় সেটে দারুন কামব্যাক করে ভারতীয় জুটি। ৬-৩ ফলে সেট জিতে ম্যাচে সমতা ফেরায় তারা। এরপর ম্যাচ টাইব্রেকারে নিশ্চিত করেন শিরোপা জয়।

আরও পড়ুন… জাপানের ক্লাবের বিরুদ্ধে মাঠে নেমেও মায়ামিকে জেতাতে পারলেন না মেসি! হংকংয়ের ভক্তদের কাছে ক্ষমা চাইলেন LM10

ঐতিহাসিক এই মায়ামি মাস্টার্সের শিরোপা জয় ঘটনাচক্রে রোহন বোপান্নার কেরিয়ারের ২৬ তম এটিপি শিরোপা জয়। পাশাপাশি এটি তাঁর কেরিয়ারের ষষ্ঠ মাস্টার্স প্রতিযোগিতা জয়। বোপান্না-এবডেন জুটির আবার এটি দ্বিতীয় মাস্টার্স শিরোপা জয়। পাশাপাশি এই পারফরম্যান্সের পরে যখন ফের এটিপি তাদের ডাবলসের ক্রমতালিকা প্রকাশ করবে তখন ফের শীর্ষে থাকা নিশ্চিত করেছেন বোপান্না। সেমিফাইনালে এই ভারতীয়-অজি জুটি হারিয়েছিল টুর্নামেন্টের চতুর্থ বাছাই জুটি মার্সেল‌ গ্রানোলার্স এবং হোরাসিও জেবাল্লস জুটিকে। এরপরেই ফাইনালে ভারতীয়-অজি জুটি মুখোমুখি হয়েছিল দ্বিতীয় বাছাই ডডিচ-ক্রাইচেক জুটির বিরুদ্ধে। আর সেই ম্যাচেই পিছিয়ে পড়ে লড়ে ফিরে এসে ম্যাচ জেতার পাশাপাশি টুর্নামেন্টের শিরোপাও জিতে নিল বোপান্না- এবডেন জুটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.