এশিয়া কাপে নিজেদের খেতাব ডিফেন্ড করতে পারেনি ভারতীয় হকি দল। তবে প্রো লিগে রোমহর্ষক এক ম্যাচে দুরন্ত কামব্যাক ও গোলকিপার শ্রীজেশের অসাধারণ কামব্যাকে ভর করে অলিম্পিক চ্যাম্পিয়ন বেলজিয়ামকে মাত দিল ভারতীয় দল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে ৫-৪ জেতে ভারত।
ম্যাচের শুরুতে ভারতই বেশি সুযোগ পাচ্ছিল তবে পেনাল্টি কর্ণার কাজে লাগাতে পারেনি ভারত। আকাশদীপও গোল করার ভাল সুযোগ পেয়ে ঠিকভাবে গোলে শট নিতে ব্যর্থ হন। প্রথম কোয়ার্টার গোলশূন্যই শেষ হয়। গোলকিপার শ্রীজেশকে শুরু থেকেই দারুণ ফর্মে দেখাচ্ছিল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই বেলজিয়ামের বিরুদ্ধে লিড নিতে সক্ষম হয় ভারত। ১৮ মিনিটে অভিষেকের শট প্রথমে বেলজিয়াম গোলকিপার আটকে দিলেও, ফিরতি বল জালে জড়িয়ে দেন শামসের সিং। তবে তিন মিনিট পরেই সেড্রিক চারলিয়ার বেলজিয়ামকে সমতায় ফেরান।
তৃতীয় কোয়ার্টারে ৩৬ মিনিটে সাইমন গোওনার্ডের আগুনে শটে লিড নিয়ে নেয় অলিম্পিক চ্যাম্পিয়নরা। শ্রীজেশ অসামান্য দুইটি সেভ করে বেলজিয়ামকে রুখে রাখেন। তবে নিকোলাস ডে কারপেল পেনাল্টি কর্ণার থেকে আরও এক জোরালো শটে ৩-১ এগিয়ে দেয় বেলজিয়ামকে। আট মিনিট বাকি থাকতে ভারতীয় দল নিশ্চিত পরাজয়ের দিকে এগচ্ছিল। তবে প্রথমে মনপ্রীত সিংয়ের জেতা পেনাল্টি থেকে হরমনপ্রীত ভারতের হয়ে ব্যবধান কমান এবং নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে জার্মানপ্রীত শর্ট কর্ণার থেকে ভারতের কামব্যাক সম্পূর্ণ করেন।
৩-৩ গোলে ম্য়াচ সমতায় শেষ হওয়ার পর তা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেও অনবদ্য শ্রীজেশ। পেনাল্টির স্কোর ৪-৪ থাকার সময় বেলজিয়ামের হয়ে ডে কারপেলের পঞ্চম পেনাল্টি বাঁচিয়ে দেন। আকাশদীপ সিং ভারতের হয়ে গোল করায় পেনাল্টিতে ৫-৪ স্কোরে অলিম্পিকের সোনাজয়ী দলকে হারায় ব্রোঞ্জ জয়ী ভারতীয় দল। এই ম্যাচে নিঃসন্দেহে ভারতের নায়ক শ্রীজেশ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।