বাংলাদেশের ক্লাবকে ছাপিয়ে কি এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠতে পারবে ভারতের ক্লাব? সোমবার হতে চলেছে সেই ফয়সালা। সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামের মাঠে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামছে ভারতের ওড়িশা এফসি। ওই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে যে এএফসি কাপের গ্রুপ 'ডি' থেকে কোন দল ইন্টার-জোনাল সেমিফাইনালে যাবে। আর সেই ম্যাচের এতটা গুরুত্ব থাকলেও গ্রুপের অপর ম্যাচটির কোনও গুরুত্বই নেই। যে ম্যাচে মলদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। মালেতে সেই ম্যাচ হতে চলেছে গ্রুপের শেষ দুটি স্থানে থাকা ক্লাবের মধ্যে।
এএফসি কাপের গ্রুপ 'ডি'-র পয়েন্ট তালিকা
কীভাবে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠবে ওড়িশা?
অর্থাৎ গ্রুপ ‘ডি’-র যা অবস্থা, তাতে শেষ ম্যাচে জিততেই হবে ওড়িশাকে। তাছাড়া অন্য কোনও ফল হলে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা। কারণ সেক্ষেত্রে ছয় ম্যাচে ওড়িশার পয়েন্ট হবে ১২। আর ১০ পয়েন্টেই আটকে থাকবে বসুন্ধরা।
আরও পড়ুন: বসুন্ধরার জেতার খবরেই ‘ঘেঁটে ঘ’ মোহনবাগান, ওড়িশার কাছে হারের পর অকপট ফেরান্দো
কিন্তু ওড়িশা হেরে গেলে বা ড্র করলে বসুন্ধরা এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে চলে যাবে। ওড়িশা যদি হেরে যায়, তাহলে ছয় ম্যাচের পরে বসুন্ধরা পয়েন্ট হবে ১৩। নয় পয়েন্টেই আটকে থাকবে ওড়িশা। স্বভাবতই এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠে যাবে বসুন্ধরা। আর দু'দলের ম্যাচ ড্র হলে বসুন্ধরার ঝুলিতে থাকবে ১১ পয়েন্ট। সেক্ষেত্রে ওড়িশার পয়েন্ট হবে ১০। এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশের ক্লাব।
গ্রুপের ‘লাস্ট বয়’ হতে পারে মোহনবাগান?
সোমবার মালেতে মোহনবাগান যে ম্যাচটা খেলবে, সেটার ছিটেফোঁটা কোনও গুরুত্ব নেই। কারণ সবুজ-মেরুন ব্রিগেড শেষ ম্যাচে জিতলেও তৃতীয় স্থানের উপরে শেষ করতে পারবে না। আর মাজিয়া জিতে গেলেও তিন নম্বরেই শেষ করবে মোহনবাগান। কারণ মাজিয়ার ধরাছোঁয়ার বাইরে আছে সবুজ-মেরুন। ফলে জুয়ান ফেরান্দোদের কাছে সোমবারের ম্যাচটা নেহাতই এএফসি কাপের ফেয়ারওয়েল ম্যাচ।
গ্রুপ ‘ডি’-র যে দুটি ম্যাচ বাকি আছে, সেই দুটি ম্যাচের সময়সূচি
১) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ১১ ডিসেম্বর, বিকেল ৩ টে ৩০ মিনিট, মালে।
২) ওড়িশা এফসি বনাম বসুন্ধরা কিংস: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভুবনেশ্বর।
আরও পড়ুন: MBSG vs OFC, AFC Cup: বাগানের রক্ষণ নিয়ে ছেলেখেলা, ৫-২ জিতল ওড়িশা, আশা শেষ ফেরান্দো ব্রিগেডের
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।