বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup: সুর্নিদিষ্ট পরিকল্পনা না থাকলে ম্যাচ কঠিন হয়- মাজিয়ার বিরুদ্ধে সাবধানী মোহনবাগান কোচ ফেরান্দো

AFC Cup: সুর্নিদিষ্ট পরিকল্পনা না থাকলে ম্যাচ কঠিন হয়- মাজিয়ার বিরুদ্ধে সাবধানী মোহনবাগান কোচ ফেরান্দো

মোহনবাগানের অনুশীলন।

মাজিয়া আর মোহনবাগান সব মিলিয়ে মোট ছ’বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে কলকাতার দল। মাজিয়া জিতেছে দু’বার। বাগান চাইবে, তাদের সাম্প্রতিক জয়ের ধারা এএফসি কাপের ম্যাচেও বজায় রাখতে।

আইএসএলের শুরুটা ধামাকাদার করেছে মোহনবাগান। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আইএসএলে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করে রেখেছে। তবে এবার তাদের ফোকাস একটু সরাতে হচ্ছে আইএসএল থেকে। কারণ সোমবার এএফসি কাপের ম্যাচ রয়েছে। যে ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের।

মোহনবাগান এই মরশুমে এখনও পর্যন্ত বেশ ভালো ছন্দে রয়েছে। তারা ডুরান্ড কাপ জিতেছে। আইএসএলেও ভালে খেলছে। সেখানে মাজিয়াও কিন্তু তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতে কলকাতায় পা রেখেছে। সুতরাং, তারাও যে দুর্বল দল, এ কথা একেবারেই বলা যায় না।

গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায় বাগান ব্রিগেড।

আরও পড়ুন: ছেলেরা ভুল পাস করেছে, আক্রমণও কম হয়েছে- হায়দরাবাদ ম্যাচ জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

তাই এই বছর আইএসএলের পাশাপাশি এএফসি কাপকেও বাড়তি গুরুত্ব দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, ‘আইএসএলে এবারও চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভালো ফল করার।’

এএফসি কাপের গ্রুপ ‘ডি’তে রয়েছে মোহনবাগান। এই গ্রুপের শীর্ষস্থান দখল করে রেখেছে জুয়ান ফেরান্দোর ছেলেরাই। এই গ্রুপে মোহনবাগানের সঙ্গে রয়েছে ওডিশা এফসি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মাজিয়া এসআরসি।

আরও পড়ুন: শুধুমাত্র কম্বোডিয়ার বিরুদ্ধে WC বাছাই পর্বের ম্যাচের জন্যই ইস্টবেঙ্গল এবং ভারতের প্রাক্তন কোচকে দায়িত্ব দিল পাকিস্তান

মাঠে নামার আগে বরাবরের মতোই সতর্ক সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। রবিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘মাজিয়ার বিরুদ্ধে ম্যাচটি সহজ হবে না জানি। কিন্তু যেহেতু আমরা ঘরের মাঠে খেলব, তাই তিন পয়েন্ট জিততেই হবে আমাদের। আমাদের এই সপ্তাহে দু'টি ম্যাচ খেলতে হবে। তবে এই মুহূর্তে এই ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা পুরোপুরি তৈরি। এই টুর্নামেন্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে প্রত্যেক ম্যাচে নামা খুবই জরুরি। না হলে ম্যাচ জেতা কঠিন হবে। এই ম্যাচে দলের খেলোয়াড়দের শারীরিক দিকের চেয়ে মানসিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ। মানসিক ভাবে তারা কতটা তরতাজা হয়ে মাঠে নামবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। সেরাটা উজাড় করে দিতে হবে আমাদের।’

মাজিয়াকে সমীহ করছেন স্প্যানিশ কোচ। বলেছেন, ‘মাজিয়া আগের চেয়ে অনেক উন্নতি করেছে। বসুন্ধরা কিংসের মতো দলকে হারিয়ে দিয়েছে। যে খেলোয়াড়রা এখন খেলছে ওদের দলে, তারা যথেষ্ট ভাল মানের। তবে ওদের নিয়ে বেশি না ভেবে নিজেদের দলেই বেশি মনোনিবেশ করতে চাই। নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে, সেটা নিয়েই বেশি ভাবছি এখন।’

মাজিয়া আর মোহনবাগান সব মিলিয়ে মোট ছ’বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে তিনটি ম্যাচ জিতেছে কলকাতার দল। মাজিয়া জিতেছে দু’বার। বাগান চাইবে, তাদের সাম্প্রতিক জয়ের ধারা এএফসি কাপের ম্যাচেও বজায় রাখতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের আখের রস, লস্যিতে মাছের বরফ, অভিযানে বেরিয়ে হাতেনাতে ধরলেন পুর কর্তারা ‘যদি বিপদে পড়ি, ওয়াটার ব্রেক হয়, তাহলেও…’ অন্তঃসত্ত্বাকালীন সময়েও একা রূপাঞ্জনা রাজা-মহারাজাদের বিরুদ্ধে সরব কিন্তু নবাব-বাদশাহদের নিয়ে চুপ, রাহুলকে তোপ মোদীর হামলার জবাবে হামলাই হবে, এক ইঞ্চি জমি ছাড়ব না, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের মনোমালিন্যের জেরে ১৪ বছরের দূরত্ব,কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম ছবি ‘অযোগ্য' রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? শুধু কলকাতা নয়, ঘামছে বেঙ্গালুরুও! গরমের তাণ্ডব কবে কাটবে?রইল আবহাওয়ার পূর্বাভাস 'চাক দুম দুম' গানে ফিরল পুরনো স্মৃতি, ফের পর্দায় একসঙ্গে মাধুরী-করিশ্মা অক্ষয় তৃতীয়ায় শুভ ধন যোগের সংযোগ, সোনার মতো ভাগ্য চমকাবে ৩ রাশির

Latest IPL News

স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.