ক্লেটন সিলভা স্বমহিমায় ফিরতেই জয় পেল ইস্টবেঙ্গল। আগের মরশুমে যেখানে শেষ করেছিলেন, এদিন যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। জোড়া গোল করে চলতি আইএসএলে লাল হলুদকে প্রথম জয় এনে দিলেন ক্লেটন। শনিবার যুবভারতীতে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল।
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে অসংখ্য় গোলের সুযোগ নষ্ট করার খেসারত ইস্টবেঙ্গল দিয়েছিল গোলশূন্য ড্র করে। তবে শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে গোলও এল, সঙ্গে এল জয়ও। এই প্রথম বার আইএসএলের কোনও ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারাল ইস্টবেঙ্গল।
তবে ইস্টবঙ্গল চলতি আইএসএলের প্রথম জয় পেলেও, খুশি হতে পারছেন না কার্লেস কুয়াদ্রাত। এখনও দলের ভুলভ্রান্তি নিয়ে চিন্তায় রয়েছেন লাল-হলুদ কোচ। শনিবার ম্যাচের পর তিনি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘এই ম্যাচে আমরা অনেক অনিচ্ছাকৃত ভুল করেছি। চাপের মুখে ছেলেরা ভুল পাস করছে। আক্রমণে ওঠার সময়ও এটা হচ্ছে। আমাদের এগুলো শোধরাতে হবে। এই ম্যাচে আমাদের সামনে বেশি সুযোগ আসেনি। তবে ফুটবলে এমন হয়েই থাকে। ড্রেসিংরুমে আমরা আলোচনা করছিলাম যে, আমাদের আরও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে হবে। গত মরশুমে ওদের বিরুদ্ধে এক গোলের ব্যবধানে হেরেছিলাম আমরা। তবে এখন আর সে রকম খেললে চলবে না। ম্যাচ একশো মিনিট পর্যন্ত গড়ালেও আমাদের সেই একশো মিনিটই ফোকাসড থাকতে হবে।’
আরও পড়ুন: জয়ের খাতা খুলেই পয়েন্ট টেবলে বড় লাফ ইস্টবেঙ্গলের, বাকি দলগুলির হাল কী?
শনিবার ম্যাচের ফল নির্দিষ্ট সময় পর্যন্ত ১-১ ছিল। সকলে ধরেই নিয়েছিলেন, এই ম্যাচটিতেও ড্র করতে চলেছে ইস্টবেঙ্গল। ঠিক সেই সময়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে সেটপিস থেকে গোল করে ম্যাচ জেতান ক্লেটন। ম্যাচের পর কুয়াদ্রাত তাই বলছিলেন, ‘এটা ঠিকই যে একটা সেট পিস একটা ম্যাচের ফল তৈরি করে দিতে পারে। তাই সেট পিসে আমাদের আরও উন্নতি করতেই হবে। কিন্তু ওপেন প্লে-তেও আমাদের আরও সাবধান থাকতে হবে। আমরা জয়ের গোল করার পরেও, কিন্তু ওরা ২-২ করে ফেলতে পারত। ভবিষ্যতে সে সুযোগ দিলে চলবে না। তবে আমি দলের ফলে খুশি। তিন পয়েন্টটা খুবই প্রয়োজন ছিল। এই মরশুমে আটটা ম্যাচ খেলে আমরা এখনA পর্যন্ত একটা মাত্র হেরেছি। এই জন্য আরও বেশি খুশি’
বয়সের ভারে যে ক্লাস মরে না, শনিবার সেটা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ব্রাজিলিয়ান ক্লেটন। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন কেন তিনি টুর্নামেন্টের সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম। পুরো ম্যাচ ফিট না থাকায় আগের ম্যাচে পরিবর্ত হিসাবে ক্লেটনকে নামিয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু এদিন সিভেরিওর চোখে সংক্রমণ হওয়ায়, প্রথম একাদশে স্থান পান ক্লেটন সিলভা। পুরো নব্বই মিনিট মাঠে থাকলে যে তিনি একাই ম্যাচের রং বদলে দিতে পারেন, সেটা আরও একবার বুঝিয়ে দিলেন।
ম্যাচের পর ক্লেটন বলেন, ‘অনেক দিন পরে গোল করতে পেরে খুবই ভালো লাগছে। এই জায়গায় আসার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই। অবশেষে নিজের স্বাভাবিক ছন্দে ফিরে এবং দলকে জেতাতে পেরে ভালো লাগছে।’ এরই সঙ্গে তিনি যোগ করেন, ‘দলের মানসিকতায় অনেক বদল এসেছে। গত মরশুমে যে মানসিকতা ছিল, এই মরশুমে তার চেয়ে অন্যরকম মানসিকতা নিয়ে খেলছি আমরা। নতুন কোচ এবং সাপোর্ট স্টাফ আসায় এই পরিবর্তন এসেছে। এতে ভালোই হয়েছে এবং আশা করি, আরও ভালো হবে।’
ক্লেটনের ছন্দে ফেরায় স্বাভাবিক ভাবেই খুশি কোচ কুয়াদ্রাতও। তিনি বলেছেন, ‘ক্লেটনকে বেঙ্গালুরু এফসি-তে প্রথম আমি এনেছিলাম। আমি ভাগ্যবান যে ওকে ইস্টবেঙ্গলে এসে আবার পেয়েছি। গত মরশুমে ও দলের জন্য কী করেছে, তা আমরা সকলেই জানি। ও শুরুটা যে ভাবে করল, সেটাই দুর্দান্ত। আমার মনে হয় দল এখন ঠিক পথেই এগোচ্ছে এবং আমরা প্রতিপক্ষ হিসেবে ক্রমশ আরও কঠিন হয়ে উঠছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।