মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজের বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশন সচিব কুশল দাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন রঞ্জিত বাজাজ। এমন অবস্থায় মিনার্ভা পঞ্জাবের কর্ণধার নিজের টুইটার হ্যান্ডেলে কুশল দাসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন। এরপরেই নড়েচড়ে বসে ফেডারেশন। তাদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়ে রঞ্জিত বাজাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে,‘রঞ্জিত বাজাজ নিজের টুইটার হ্যান্ডেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাসের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তা আমাদের নজরে এসেছে। তার করা সমস্ত অভিযোগ মিথ্যা এবং বানানো।তার কাছে এই বিষয়ে কোনও তথ্য প্রমাণ নেই। সেই কারণে ২০১৩ সালের পিওএসএইচ নিয়ম অনুযায়ী তার পাঠানো আর কোনও প্রমাণ অথবা চিঠি সর্বভারতীয় ফুটবল সংস্থা গ্রহণ করবে না।’
AIFF-এর বিবৃতি পড়তে এখানে ক্লিক করুন…
এই বিবৃতিতে আরও বলা হয়,‘সর্বভারতীয় ফুটবল সংস্থা সমস্ত রকম কঠোর নিয়ম মেনে চলে এবং তাঁর কর্মীদের সব রকম ভাবে রক্ষা করে। রঞ্জিত বাজাজ কুশল দাসের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন সেগুলি শুধু মিথ্যে। এর পাশাপাশি এগুলির ফলে কুশল দাস ও সমস্ত ভারতীয় ফুটবল মহলকেই ছোট করা হয়েছে। এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।