দিল্লি প্রিমিয়র লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। ইতিমধ্যেই বহু ফুটবলপ্রেমী এই বিষয়টিকে নিয়ে সরব হয়েছেন। অনেকেই প্রথম থেকে দাবি করেছিলেন যেন পুরো বিষয়টি তদন্ত করা হোক এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। জল গড়ায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পর্যন্ত এবং অবশেষে মাঠে নামলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
চলতি মাসের, অর্থাৎ ফেব্রুয়ারির ১৯ তারিখে তিনি একটি জরুরী বৈঠক ডাকেন এই প্রসঙ্গে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় অ্যান্টি-করাপশন বিউরোর (এসিবি) সাহায্য নেওয়া হবে ঘটনা তদন্ত করার জন্য। অবশেষে বুধবার, অর্থাৎ ২১ ফেব্রুয়ারি, তিনি এসিবি প্রধান মধুর ভর্মাকে আরজি করেন পুরো ঘটনাটি তদন্ত করে দেখার জন্য। এআইএফএফ চান যে যে ক্লাবগুলি ম্যাচ গড়াপেটার সঙ্গে যুক্ত তাদের যেন দ্রুত শাস্তি হয় এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে পুরো বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখবে। এসিবিও জানিয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের কথা।
সোমবার, অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি, দিল্লি প্রিমিয়র লিগের একটি ম্যাচে আহবাব এফসি মুখোমুখি হয় রেঞ্জার এফসির। আহবাব এফসি তা জিতে নেয় ৪-২ গোলে। তবে এই ম্যাচে হয় দুটি 'ওন গোল', যা রীতিমতো লোকের মনে সৃষ্টি করে সন্দেহ। এরপরই এআইএফএফ দিল্লি ফুটবলের প্রধান অনুজ গুপ্তাকে তলব করেছে ম্যাচ প্রসঙ্গে এবং পাঠানো হয়েছে নোটিস। এরপরই একটি জরুরী বৈঠক বসে বুধবার এআইএফএফের তরফ থেকে এবং সিদ্ধান্ত নেওয়া হয় এসিবিকে দ্বারা তদন্ত করানোর। সেই অনুযায়ী বুধবার সভাপতি কল্যাণ চৌবে এসিবি প্রধান মধুর ভর্মাকে আরজি করেন পুরো ঘটনার তদন্তের।
জানা গিয়েছে যে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে সন্দেহ করছেন যে টুর্নামেন্টের ১১টি ম্যাচ গড়াপেটা হয়েছে এবং চান যেই ক্লাবগুলি এই অপরাধের সঙ্গে যুক্ত, তারা যেন দ্রুত শাস্তি পায়। এআইএফএফ জানিয়েছে যে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। পুরো ঘটনা সম্পর্কে এসিবি প্রধান মধুর ভর্মা বলেছেন, 'আমাদের কাছে বিভিন্ন সূত্র, এমনকি এআইএফএফ ও দিল্লি ফুটবল সংস্থার কাছ থেকে খবর এসেছে যে টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা হয়েছে। আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখছি এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কড়া শাস্তি দেওয়া হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।