বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > অনিচ্ছাকৃত জার্সি ছুড়ে ফেলেছি, মার্জনা করবেন- ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের অঙ্কিত

অনিচ্ছাকৃত জার্সি ছুড়ে ফেলেছি, মার্জনা করবেন- ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের অঙ্কিত

নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন অঙ্কিত মুখোপাধ্যায় (ছবি-ফেসবুক)

অঙ্কিত মুখোপাধ্যায় লেখেন, ‘আমার এই আচরণ অনেককেই আঘাত দিয়েছে। আমাকে তারা ভুল বুঝেছেন। ওই কাজটা অনিচ্ছাকৃত করে ফেলেছি। এর মানে কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ রয়েছে বা তাদের বিষোদগার করেছি তা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই আমি এতদূর পৌঁছেছি।’

শুক্রবার সন্ধেয় জার্সি ছুড়ে বিতর্কে জড়িয়েছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার অঙ্কিত মুখোপাধ্যায়। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের ১৬ মিনিটে অঙ্কিতকে তুলে নেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর পরিবর্তে নামান মহম্মদ রাকিবকে। খেলা শুরু হওয়ার পর পরই তাঁকে কেন তুলে নিলেন কনস্ট্যান্টাইন, সেটা কারও বোধগম্য হয়নি। অঙ্কিত নিজেও ভাবেননি বোধহয় তাঁকে নামানোর পর পরেই তুলে নেওয়া হবে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই খুশি ছিলেন না অঙ্কিত। এরপরে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। জার্সি খুলে ছুড়ে ফেলেন বঙ্গতনয়। সেই ঘটনার ভিডিয়ো সরাসরি ধরা পড়ে ক্যামেরায় এবং তারপরে সেটি টিভির পর্দায় ভেসে ওঠে।

আরও পড়ুন…  ঝামেলা লেগেছিল বিরাট-রোহিতের মধ্যে, কষে ধমক দেন রবি শাস্ত্রী, ফাঁস হল পুরো ঘটনা

এরপরই রেগে যায় লাল-হলুদ সমর্থকদেরা। ক্লাবের জার্সিকে এভাবে অপমানিত হতে দেখে সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন লাল হলুদ সমর্থকেরা। কারণ এই জার্সির সঙ্গে মিশে রয়েছে অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকের আবেগ। তারা অনেকেই যে এটিকে মায়ের সমান অপমানের সমান বলে মনে করেছেন। দলের জার্সিকে ওভাবে ছুড়তে দেখায় কেউই ভালো ভাবে ঘটনাকে মেনে নিতে পারেননি। এমনকি কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও ম্যাচের পর অঙ্কিতের এ হেন আচরণের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এমনকি ইস্টবেঙ্গলের অঙ্কিতের ভবিষ্যৎ নিয়েও সংশয় প্রকাশ করেন লাল-হলুদের ব্রিটিশ কোচ।

তবে এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজের আচরণের জন্য ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের ফুটবলার অঙ্কিত মুখোপাধ্য়ায়। সোশ্যাল মিডিয়ায় নিজের ভুল স্বীকার করে নিয়েছেন অঙ্কিত। বাঙালি ডিফেন্ডার জার্সি ছোড়ার অপরাধে অনুতপ্ত। তিনি লেখেন, ‘আমার এই আচরণ অনেককেই আঘাত দিয়েছে। আমাকে তারা ভুল বুঝেছেন। আমি কখনও ক্লাবের সমর্থকদের অসম্মান করতে চাইনি। ম্যাচে আমাকে বসিয়ে দেওয়া হয়, যে আঘাত পেয়েছিলাম, সেই কারণেই রেগে গিয়েছি। ওই মুহূর্তে রাগের সময় মাথা ঠিক ছিল না। তাই ওই কাজটা অনিচ্ছাকৃত করে ফেলেছি। এর মানে কোনও ব্যক্তি বা ক্লাবের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ রয়েছে বা তাদের বিষোদগার করেছি তা নয়। ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই আমি এতদূর পৌঁছেছি।’

আরও পড়ুন… ভারতের পিচ নিয়ে কটাক্ষ হিলির, পালটা জবাব দিলেন সচিনদের প্রাক্তন কোচ

এরই সঙ্গে অঙ্কিত মুখোপাধ্যায় লেখেন, ‘এই ক্লাবেই আমি পেশাদার ফুটবলজীবন শুরু করেছিলাম। আমার গোটা পরিবার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ, ঋণী। ইস্টবেঙ্গল ক্লাবকে অসম্মান করার কথা আমি কল্পনাতেও করতে পারব না। ১৪ বছর বয়স থেকে আমার সত্তায় ইস্টবেঙ্গল। আমার প্রাণের রং লাল-হলুদ। ওই বয়সেই আমি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলি। আমার তাৎক্ষণিক সম্পূর্ণ রাগের মাথায় দেওয়া প্রতিক্রিয়ার জন্য যাঁরা আমাকে ভুল বুঝে মনোকষ্ট পেয়েছেন, যন্ত্রণাবিদ্ধ হয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এমন কোনও কাজ করব না যাতে ক্লাবের ভাবমূর্তি নষ্ট হয়। আমায় মার্জনা করবেন।’

কেরলের আক্রমণভাগের ফুটবলার দিয়ামান্তাকোস দিমিত্রিয়স বারবার বিপাকে ফেলছিলেন অঙ্কিতকে। তাঁর দিক দিয়ে একাধিক বার বল নিয়ে উপরে উঠেছেন দিমিত্রিয়স। যার ফলে অঙ্কিতকে আর বেশিক্ষণ খেলানোর ঝুঁকি নেননি স্টিফেন। কারণ যে ভাবে অঙ্কিতকে গতিতে পরাস্ত করছিলেন গ্রিসের ফরোয়ার্ডটি, তাতে বিপদের গন্ধ পেয়েছিলেন ব্রিটিশ কোচ। মহম্মদ রাকিব পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামার পর বর অনেক বেশি নির্ভরতা দিয়েছেন।

অঙ্কিতের কাণ্ডে বিরক্ত লাল-হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনও। এই ঘটনার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অঙ্কিতের হ্যামস্ট্রিং সমস্যা ছিল। তা সত্ত্বেও ও খেলতে চেয়েছিল। কিন্তু পরে খুব বাজে কতগুলো ভুল করে। যার ফলে আমরা গোল খেয়ে যেতে পারতাম। কিন্তু ও যে আচরণ করেছে মাঠে, সে জন্য ক্লাব নিশ্চয়ই ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই নিয়ে দ্বিতীয় বার এমন করল ও। জানি না, এর পরে ভবিষ্যতে ও ইস্টবেঙ্গলে থাকবে কি না।’

শুক্রবার কেরালা ব্লাস্টার্সকে ১-০ হারিয়ে নতুন বছরের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্লেটন সিলভা। আইএসএলের মঞ্চে প্রথম বার কেরালাকে হারাল লাল-হলুদ। তবে চার ম্যাচ পর জয়ে ফিরলেও, কাঁটা হয়ে থাকল অঙ্কিতের এই জঘন্য আচরণ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…'

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.