ফের মোহনবাগানে ফিরছেন আন্তোনিও লোপেজ হাবাস। সবুজ-মেরুনকে চ্যাম্পিয়ন করা কোচ এবার আসছেন বাগানের টেকনিক্যাল ডিরেক্টর হয়ে। বসানো হচ্ছে জুয়ান ফেরান্দোর ঘাড়ে। ফেরান্দোকে কোচ করে রাখা হলেও, স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল বিভাগে যুব দলেরও দেখভাল করবেন হাবাস।
এর আগে হাবাসের কোচিংয়ে দু’বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে আর এটিকে মোহনবাগান। ২০১৪ আর ২০১৯–২০ মরশুমে। তবে এখন মোহনবাগানের থেকে সরে গিয়েছে এটিকে। জুয়ান ফেরান্দোর কোচিংয়ে ২০২২-২৩ আইএসএলে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরেই নাম পরিবর্তন করা হয়েছে। এখন সবুজ-মেরুন ব্রিগেডের নাম মোহনবাগান সুপার জায়ান্টস।
আরও পড়ুন: জোসেলুর শেষ মুহূর্তের গোলে ইতালিকে হারিয়ে ফাইনালে স্পেন
তবে প্রশ্ন উঠেছে, ফেরান্দো দলের কোচ থাকা সত্ত্বেও কেন হাবাসকে আনা হচ্ছে? জুয়ান ফেরান্দো গত বার দলকে চ্যাম্পিয়ন করেছেন, তার পরেও কেন হাবাসকে তাঁর ঘাড়ে বসানো হচ্ছে? চলতি সপ্তাহেই জুয়ান ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি করেছে মোহনবাগান। তার পর শুক্রবারের ঘোষণা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। মনে করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টে দুই স্প্যানিশ মস্তিষ্ক থাকায় সুবিধা হবে। তেমনই হাবাসকে দিয়ে কোচ ফেরান্দোকে বেশ খানিকটা চাপেও রাখা যাবে।
মোহনবাগান সুপার জায়ান্টসের তরফে জানানো হয়েছে, সিনিয়র দলের পাশাপাশি বিভিন্ন বয়সভিত্তিক দলের পরামর্শদাতার ভূমিকায় থাকবেন হাবাস। সমস্ত টিমকেই পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে পরামর্শ দেবেন। কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগানের ডেভেলোপমেন্ট টিম। বিভিন্ন দল তৈরির কাজও চলছে। ভারতীয় ফুটবল এবং কলকাতায় অতীতে কাজ করার ফলে হাবাসের অভিজ্ঞতাকে সব ক্ষেত্রেই কাজে লাগাতে চাইছে সবুজ মেরুন।
এই বছর ইস্টবেঙ্গলে স্টিফেন কনস্ট্যান্টাইনের বদলে পরবর্তী কোচ হওয়ার দৌড়ে হাবাস একটা সময় হট ফেভারিট ছিলেন। কিন্তু কার্লস কুয়াদ্রাত রাজি হয়ে যাওয়ায় হাবাসের আর লাল-হলুদের কোচ হওয়া হয়নি। তবে তিনি ফিরলেন নিজের পুরনো ক্লাবেই।
বাগানে যোগ দিয়ে উচ্ছ্বসিত হাবাস নিজেও বলেছেন, ‘আমি সম্মানিত এবং খুশি এটা ভেবে যে, দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাে আবার কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। কোচিং জীবনের সেরা সময়টা কলকাতায় কেটেছে। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যে ভাবে আমাকে স্বাগত জানিয়েছিলেন, তা ভোলার নয়। এ বার আমি মোহনবাগান সুপার জায়ান্টসের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগানের ফুটবল স্ট্র্যাটেজি থেকে উন্নতির জন্য ম্য়ানেজমেন্ট এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে কাজ করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।