রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর পরে কোনও কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে আর্সেনাল। কার্যত চোখের পলকে আর্সেনালের জালে বল জড়িয়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোল স্কোরারদের তালিকায় নাম লিখিয়ে ফেলেন ফিলিপ বিলিং। যদিও ড্যানিশ মিডফিল্ডারের এমন দুর্দান্ত নজিরের দিনেও এএফসি বোর্নমাউথকে মাঠ ছাড়তে হয় ম্যাচ হেরে।
অথচ ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত জোড়া গোলে এগিয়ে ছিল বোর্নমাউথ। যখন মনে হতে শুরু করে যে, ঘরের মাঠে হারতে চলেছে আর্সেনাল, ঠিক তখনই পালটা লড়াই শুরু করে গানার্সরা। ০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষমেশ আর্সেনাল ম্যাচ জেতে ৩-২ গোলে।
আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডের মাথায় গোল করেন ফিলিপ। প্রিমিয়র লিগের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে কম সময়ে গোল করার সর্বকালীন রেকর্ড রয়েছে শেন লংয়ের নামে। ২০১৯ সালে সাউদাম্পটনের হয়ে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ৭.৬৯ সেকেন্ডে গোল করেন আইরিশ ফরোয়ার্ড।
প্রিমিয়র লিগের ইতিহাসে সব থেকে কম সময়ে করা পাঁচ গোল:-
১. সাউদাম্পটনের হয়ে ২০১৯ সালে ওয়াটফোর্ডের বিরুদ্ধে ৭.৬৯ সেকেন্ডে গোল করেন শেন লং।
২. এএফসি বোর্নমাউথের হয়ে ২০২৩ সালে আর্সেনালের বিরুদ্ধে ৯.১১ সেকেন্ডে গোল করেন ফিলিপ বিলিং।
৩. টটেনহ্যামের হয়ে ২০২০ সালে ব্র্যাডফোর্ড সিটির বিরুদ্ধে৯.৮২ সেকেন্ডে গোল করেন লেডলি কিং।
৪. নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ২০০৩ সালে ম্য়াঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ১০.৫২ সেকেন্ডে গোল করেন অ্যালান শিয়েরার।
৫. টটেনহ্যামের হয়ে ২০১৮ সালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ১০.৫৪ সেকেন্ডে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন।
আরও পড়ুন:- MI vs GG WPL 2023: ৪ উইকেট বাংলার সাইকার, ১৪৩ রানের বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের
আর্সেনাল বনাম বোর্নমাউথ ম্যাচের গতিপ্রকৃতি:-
১. ম্যাচের প্রথম মিনিটেই ফিলিপের গোলে ১-০ গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। প্রথমার্থে তারা এক গোলে এগিয়ে থাকে।
২. বিরতির পরেই দ্বিতীয়বার আর্সেনালের জালে বল জড়ায় বোর্নমাউথ। ৫৭ মিনিটে মার্কোস সেনেসির গোলে ব্যবধান বাড়িয়ে ২-০ করে তারা।
৩. ম্যাচের ৬২ মিনিটের প্রথমবার বোর্নমাউথের জালে বল জড়ায় আর্সেনাল। থমাসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে তারা।
৪. ম্যাচের ৭০ মিনিটে বেন হোয়াইটের গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় আর্সেনাল।
৫. ইনজুরি টাইমে ম্যাচের জয়সূচর গোল করে আর্সেনাল। ৯০+৭ মিনিটে বোর্নমাউথের জালে বল জড়ান নেলসন। শেষমেষ ৩-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আর্সেনাল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।