বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: নিশ্চিত জয় হাতছাড়া হল সুনীলদের, নর্থইস্টের বিরুদ্ধে আত্মঘাতী গোল করে ড্র বেঙ্গালুরুর

ISL 2023-24: নিশ্চিত জয় হাতছাড়া হল সুনীলদের, নর্থইস্টের বিরুদ্ধে আত্মঘাতী গোল করে ড্র বেঙ্গালুরুর

বল দখলের লড়াইয়ে দুই দলের ফুটবলাররা। ছবি-আইএসএল মিডিয়া

এগিয়ে গিয়েও সামান্য ভুলের খেসারত দিতে হল বেঙ্গালুরুকে। আত্মঘাতী গোলে নর্থইস্টের বিরুদ্ধে ড্র করতে হল সুনীল ছেত্রীদের।

রবিবার একটি টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী থাকল বেঙ্গালুরুর ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম। 'আইএসএল ২০২৩-২৪'য়ে বেঙ্গালুরু এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচ ড্র হল। স্কোরলাইন ১-১। মাত্র সামান্য একটি ভুলের জন্য জয় হাতছাড়া হলো বেঙ্গালুরুর। 'সেম সাইড গোল' হওয়ায় সমতা ফেরায় নর্থ ইস্ট। এদিন শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে বেঙ্গালুরু। বিপক্ষকে বেশ চাপে রাখার চেষ্টা চালায়। পাশাপাশি পালটা দিতে থাকে নর্থ ইস্টও। জমে ওঠে দুই দলের খেলা।

প্রথমার্ধেই ৩৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সুনীল ছেত্রী দ্রুত গোল করে দলকে এগিয়ে দেন। কিন্ত শেষ পর্যন্ত তা কোনও কাজে লাগল না। প্রথমার্ধের ইনজুরি টাইমে অ্যালেক্সজান্ডার জোভানোবিচের হেডে হওয়া 'ওন গোল' ভেস্তে দিলো সুনীল ছেত্রীর পরিশ্রম। এদিন দুই দলের তরফ থেকেই উঠে আসে মারকাটারি ফুটবল। হোম গ্রাউন্ডে বেঙ্গালুরুর সমর্থকদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

রবিবার হোম ম্যাচে খেলতে নেমেছিল বেঙ্গালুরু। এদিন দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও স্টেডিয়াম ভর্তি দর্শক ছাড়া ফুটবল কিছুইনা, এই সম্পর্কে আগে জানিয়েছিলেন নর্থইস্ট ইউনাইটেডের মালিক জন আব্রাহাম। তিনি বলেছিলেন, 'আমি এই ক্লাবকে নিয়ে অনেক চিন্তাভাবনা করি এবং করেও চলেছি। ফুটবল আমার প্রিয় খেলার মধ্যে একটা। অনেক উপর-নিচ দেখেছি ঠিকই, কিন্তু সফরটা আমাদের সত্যিই দুর্দান্ত রয়েছে। গ্যালারি ভর্তি দর্শক ছাড়া ফুটবল কিছুই না। আমরা আমাদের ফ্যানেদের কৃতজ্ঞতা জানাতে চাই কারণ দিনের শেষে ওরাই সবকিছু। ওদের আনন্দ দেওয়ার জন্যই আমাদের মাঠে খেলতে নামি।'

প্রসঙ্গত, এদিন ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিট দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল আসে নর্থইস্ট ইউনাইটেড এফসির থেকে। তবে দ্রুত সুনীল ছেত্রীর গোল ম্যাচে ফিরিয়ে আনে বেঙ্গালুরুকে। এরপর প্রথমার্ধে লাগাতার আক্রমণ করতে থাকে দুই দল। কিন্তু এই অর্ধের শেষের দিকে অ্যালেক্সজান্ডার জভানোবিচের হেডে হওয়া 'ওন গোল' হতাশ করে দেয় বেঙ্গালুরুর সমর্থকদের। ম্যাচে ফিরে আসে নর্থইস্ট ইউনাইটেড এফসি। এরপর দ্বিতীয়ার্ধে জমজমাটি ফুটবল হওয়া সত্বেও দুই পক্ষ থেকেই কোনও গোল আসেনি। উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা হন ৩৯ বছর বয়সী সুনীল ছেত্রী। এরপর বেঙ্গালুরুর পরবর্তী ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে এবং নর্থইস্টের পরবর্তী ম্যাচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত সেবি প্রধান মাধবী বুচের বিরুদ্ধে হিন্ডেনবার্গের কটাক্ষ নিয়ে নির্মলা সীতারমন মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা টেস্ট সিরিজ শুরুর আগে বিশেষ ফিল্ডিং অনুশীলন! টি দিলীপের সামনে ফার্স্ট বিরাটের দল প্রবল বর্ষণে রাজ্যের নানান প্রান্তে জল-যন্ত্রণা, প্রকাশ্যে করুণ পরিস্থিতি হলি সুন্দরীদের ফ্যাশন কা জলওয়া! খোলামেলা পোশাকে এমির রেড কার্পেটে নজরকাড়া কারা? সুদীপার ‘রান্নাঘর’-এ এবার কনীনিকা, ‘শো কীভাবে সাকসেসফুল হবে…’ চিন্তায় অভিনেত্রী!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.