চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে দিল অ্যাতলেতিকো মাদ্রিদ। দল খুব ভালো খেলতে পারেনি, স্বীকার করে নিলেন বরুশিয়ার কোচ। পরিসংখ্যান বলছে অ্যাওয়ে ম্যাচেও বল পজিশন ৬৭ শতাংশ ছিল জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দখলেই। অথচ ২-১ গোলে সেই ম্যাচ জিতে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে মাঠ জুড়ে খেলেও এক পয়েন্ট বের করতে পারেনি জার্মান দল।
ম্যাচের ৪ মিনিটেই রডরিগো ডি পলের গোলে এগিয়ে যায় অ্যাতলেতিকো।জার্মান দলটির রক্ষণভাগের ফুটবলারদের ভুলে বল পেয়ে যান আর্জেন্তাইন মিডফিল্ডার। জোড়ালো শটে স্প্যানিশ দলের হয়ে গোল করে যান ডি পল। তিন মিনিট পরই উইটসেলের শট বাঁচিয়ে দেন ডর্টমুন্ডের গোলরক্ষক কোবেল। ৩২ মিনিটে অ্যান্তোনিও গ্রিয়েজম্যানের পাশ থেকে দলের দ্বিতীয় গোল করেন যান লিনো। তবে তাঁর আগেই হলুদ কার্ড দেখেন তিনি, যার ফলে ফিরতি লেগের ম্যাচে খেলা হবে না তাঁর।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মরিয়া হয়ে ঝাঁপায় বরুশিয়া। এরই মধ্যে গোলমুখে শাটার ফেলে দেওয়ার চেষ্টা করেন মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। এরই মধ্যে ৮১ মিনিটে বরুশিয়ার হয়ে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে মাঠে নামা সেবাস্তিয়ান হালার। এরপর ম্যাচের শেষ লগ্নে বরুশিয়ার দুটি আক্রমন বারে লেগে প্রতিহত হয়, নাহলে ফলাফল অন্যরকম হতেই পারত। শেষমেষ ২-১ গোলে জিতেই মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।
ম্যাচ শেষে ডি পল বলছেন, ‘পরের লেগের জন্য আমরা তৈরি থাকব। আশা করব অ্যাতলেতিকো মাদ্রিদকে সেমিফাইনালে তুলব। যদিও কাজটা জটিল, তবুও আমরা আমাদের সেরাটা দেব।’ ২০১৭ সালের পর থেকে আর শেষ চারে পৌঁছায়নি দিয়েগো সিমিওনের দল।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চাইছেন লারা, স্যামসনকে দিয়ে ওপেন করানোর দাবি আম্বাতির
২০১২-১৩ মরশুমের পর ডর্টমুন্ডকে শেষ চারে নিয়ে যেতে চান বর্তমান অধিনায়ক এমরে ক্যান। ম্যাচ শেষে তিনি বলছেন, ‘এখানে ফুটবল খেলা খুব একটা সহজ কাজ নয়, কারণ অ্যাতলেতিকো খুব ভালো ডিফেন্স করে। কিছু কিছু জায়গায় আমাদের টেক্কা দিয়েছে তারা। কিন্তু আমরা এই ফলাফল পরের লেগে বদলানোর চেষ্টা করব’।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
মাদ্রিদের হয়ে খেলা ফরাসি তারকা গ্রিয়েজম্যান বলছেন, ‘ম্যাচে যে আমরা খুব দাপট দেখিয়েছি সেটা নয়। কারণ দ্বিতীয়ার্ধে ওরাই বল পজিশনে বেশি ছিল। আক্রমণেও আসার চেষ্টা করেছে। তবে আমরা তৃতীয় গোলও পেতে পারতাম। কিন্তু সত্যি কথা এটাই, যে ওরা দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে’।
আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়ার’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
ডর্টমুন্ডের কোচ এডিন টেরজিক বলছেন, ‘আমরা ম্যাচে কিছু ভুল করেছি। তবে দ্রুত সেটা কাটিয়ে ওঠাই আসল। আমরা অন্তত ম্যাচটা ড্র করার যোগ্য ছিলাম। তবে এখনও রাস্তা খোলা আছে। দ্বিতীয় লেগে সেরাটা দিতে হবে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।