দিন দু'য়েক আগেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের আট কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। আজ কোয়ার্টার ফাইনাল, তথা সেমিফাইনালের ড্রও নির্ধারণ করে ফেলল উয়েফা। এক নজরে দেখে নিন কোন দল কাদের বিরুদ্ধে নামতে চলেছে।
1/5এপ্রিলের প্রথম দুই সপ্তাহেই আয়োজিত হবে আট দলের কোয়ার্টার ফাইনালের আটটি ম্যাচ (দু'টি করে লেগ)।
2/5একেবারে দুই ভিন্ন ঘরানা এবং ভিন্ন স্বাদের ফুটবল খেলা দুই দল ম্যাঞ্চেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ আটে একে অপরের মুখোমুখি হবে। গত বারের ফাইনালিস্ট সিটি এবং অ্যাটলেটিকো, দুই দলই কিন্তু নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের লক্ষ্যে অগ্রসর হচ্ছে।
3/5সম্ভবত কোয়ার্টারের সবথেকে ভাল টাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মধ্যে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হওয়ার সম্ভাবনা প্রবল। সিটি-অ্যাটলেটি ম্যাচে জয়ীদের বিরুদ্ধে এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে।
4/5ছয় বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা বায়ার্ন মিউনিখ কোয়ার্টার মুখোমুখি হবে এই মরশুমে একের পর এক বড় দলগুলিকে মাত দেওয়া স্পেনের ভিয়ারিয়ালের বিরুদ্ধে।
5/5ছয় বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা আরেক দল লিভারপুল খেলবে বেনফিকার বিরুদ্ধে। বায়ার্ন-ভিয়ারিয়াল ম্যাচের বিজেতার সঙ্গে এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে মাঠে নামবে।