বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League: কোন দল কাদের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে মাঠে নামছে? জানাল UEFA

Champions League: কোন দল কাদের বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে মাঠে নামছে? জানাল UEFA

দিন দু'য়েক আগেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের আট কোয়ার্টার ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। আজ কোয়ার্টার ফাইনাল, তথা সেমিফাইনালের ড্রও নির্ধারণ করে ফেলল উয়েফা। এক নজরে দেখে নিন কোন দল কাদের বিরুদ্ধে নামতে চলেছে।