ইতিমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে রাশিয়া। এর ফলে বিশ্বের পরিস্থিতি আগামী দিনে অনেকটাই বদলে যেতে চলেছে। এই যুদ্ধের প্রভাব ক্রীড়াজগতেও পড়তে শুরু করেছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এ মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা অবধারিতভাবে বদলাতে চলেছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) উয়েফার তরফে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভাগ্য। ২৮ মে জেনিট সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ব্রিটিশ সরকারের তরফে আগেই উয়েফেকা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্থানান্তরিত করার আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরাও উয়েফার উদ্দেশ্যে এক চিঠি লেখে। চিঠিতে ফাইনাল স্থানান্তরিত তো বটেই, উয়েফাকে রাশিয়ান গ্যাস প্রতিষ্ঠান গ্যাজপ্রমের সঙ্গে চুক্তিও বাতিল করার কথা লেখা হয়।
ইউরোপা লিগে এখনও জেনিট এবং লোকোমোটিভ মস্কো, দুই রাশিয়ান দল রয়েছে। বর্তমান পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার রিয়াল বেটিসের সঙ্গে জেনিটের ম্যাচ হচ্ছেই। তবে শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মার্চে বিশ্বকাপ যোগ্যতাপর্বেরও ম্যাচ হওয়ার কথা রাশিয়ায়। ২৪ মার্চ পোল্যান্ড মুখোমুখি হবে রাশিয়ার। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ফিফাকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে পোলিশ এফএ।
সুইডেনের এফর তরফেও এই বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। চেক প্রজাতন্ত্রের সঙ্গে সুইডেনের ম্যাচের জয়ী দল পোল্যান্ড-রাশিয়া ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য মুখোমুখি হবে। সুইডিশ এফএর চেয়ারম্যান কোনো রাখঢাক না করেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাশিয়াতে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলা ‘কল্পনাতীত’। সব মিলিয়ে আসন্ন সময়ে রাশিয়ার হাত থেকে মোটামুটি সমস্ত আন্তর্জাতিক স্তরের ফুটবল ম্যাচ আয়োজনের অধিকার ছিনিয়ে নেওয়া হতে পারে। অন্তত বর্তমানে এমনটাই মনে করা হচ্ছে।