বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > শুধু হেডেই ১৪৫টি গোল সিআরসেভেনের, গার্ড মুলারের রেকর্ড ভেঙে বড় নজির রোনাল্ডোর

শুধু হেডেই ১৪৫টি গোল সিআরসেভেনের, গার্ড মুলারের রেকর্ড ভেঙে বড় নজির রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

হেডে গোল করেই অসাধারণ রেকর্ড গড়ে ফেলেছেন পর্তুগালের তারকা রোনাল্ডো। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেডে রোনাল্ডো ১৪৫তম গোল করে ফেললেন। ভেঙে দিলেন তারকা ফুটবলার গার্ড মুলারের রেকর্ড।

অবশেষে গোলে ফিরলেন সিআরসেভেন। তিনি যেন মাঝে গোল করাই ভুলে গিয়েছিলেন। আল নাসেরে আসার পর থেকে সময়টা মোটেও ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে শেষ ৬টি ম্যাচে মাত্র একটি গোল করেছেন। আল নাসের তার মধ্যে ১টিতে জিতেছে। ৩টি ম্যাচ ড্র করেছে, হেরেছি বাকি ২টিতে।

এই ৬ ম্যাচে আল নাসের প্রতিপক্ষের জালে ৭ বার বল পাঠিয়েছে। অথচ পর্তুগিজ তারকার পায়ে ছিল শুধুই খরা। অবশেষে সেই গোলের খরা কাটালেন রোনাল্ডো। সেই সঙ্গে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতল আল নাসেরও। ৭৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন রোনাল্ডো।

আরও পড়ুন: নতুন ভূমিকায় মোহনবাগানে যোগ দিচ্ছেন ক্লিফোর্ড

আর এই গোলের হাত ধরেই অসাধারণ একটি রেকর্ডও গড়ে ফেলেছেন পর্তুগালের তারকা। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে উড়ে আসা একটি ক্রস ধরে। দুর্দান্ত হেডে তিনি গোলটি করেন। আর রেকর্ডটা করেছেন এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেডে রোনাল্ডো ১৪৫তম গোল করে ফেললেন। হেড থেকে এত গোল এর আগে কেউ কখনও করতে পারেননি।

হেড থেকে সবচেয়ে বেশি গোল করায় রেকর্ড বইয়ে রোনাল্ডো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে করেছেন ১৪৪টি গোল। আর হেডে পেলে করেছিলেন ১২৪টি গোল।

আরও পড়ুন: মণিপুরের হিংসায় বাড়ি পুড়ে ছাই, স্বপ্নও ভেঙে চুরমার তারকা ফুটবলারের

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের এই আসরে আল নাসরের এটি ছিল প্রথম জয়। এর আগে গত শুক্রবার সৌদি ক্লাব আল শাবাবের সঙ্গে গ্রুপ ‘সি’তে নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল আল নাসের। এ দিন সেই ম্যাচের শুরুর একাদশে রোনাল্ডোকে রাখাই হয়নি। ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই করলেন বাজিমাত। রোনাল্ডো তাঁর গোলের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, ‘গুড উইন। গোল করতে পেরে ভালো লাগছে। আমাদের গ্রুপে শীর্ষে রয়েছি।’

আল নাসেরের হয়ে প্রথম গোলটি করেন টালিস্কা। খেলার বয়স তখন ৪২ মিনিট। দ্বিতীয়ার্ধে ইউএস মোনাস্তির সমতা ফেরায়। আলি লাজামি আত্মঘাতী গোল করে বসেন। ৭৪ মিনিটে রোনাল্ডো ২-১ করেন। শেষ লগ্নে জোড়া গোল করে আল নাসের ব্যবধান বাড়ায়। ম্যাচ জিতে নেয় ৪-১ গোলে।

এদিনের জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে চলে গেল আল নাসের। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে আল শাবাব। তৃতীয় স্থানে থাকা মিশরীয় ক্লাব জামালেকের পয়েন্ট ৩। ২ ম্যাচের ২টিতেই হেরেছে মোনাস্তির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রতি বছর পাঠ্যপুস্তক পর্যালোচনা করতে হবে NCERTকে, নির্দেশ দিল শিক্ষামন্ত্রক 'তৃণমূল 'ভুল' সংশোধন করে যোগ্যদের…'সুপ্রিম রায়ের পরেই নয়া সাফাই কুণালের ‘যোগ্যদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে দল,’ চাকরিহারাদের বার্তা অভিষেকের মাসিমা কেমন আছেন? আরামবাগে BJP বিধায়কের বাড়িতে TMC প্রার্থী, টুক করে প্রণাম! লেবু দিয়ে খালি পেটে খান ছাতুর শরবত! পাবেন এই ১০ উপকার আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ বিয়ের পর রাতুলের সঙ্গে মধুচন্দ্রিমাতেও রূপাঞ্জনার সঙ্গী ছেলে রিয়ান, কোথায় যাচ্ছে হেলিপ্যাডে নেমেই আগে এই ফলবিক্রেতা মহিলার সঙ্গে দেখা করলেন মোদী! কেন? India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েই আত্মবিশ্বাসী রচনা, বললেন, ‘জয় নিশ্চিত…’

Latest IPL News

আমার মন খারাপ হয়ে গিয়েছিল… শতরান মিস করা নয়, এই কারণে চাপে ছিলেন রুতুরাজ India's T20 World Cup squad: হার্দিককে বুড়ো আঙুল দেখিয়ে সহ-অধিনায়ক হবেন পন্ত? IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.