ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) হাত ছাড়তে চলেছে ডিজনি প্লাস হটস্টার। 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত কর্তারা জানিয়েছেন যে লাগাতার লোকসান এবং দর্শকের সংখ্যা (ভিউয়ারশিপ) কমে যাওয়ায় ডিজনি প্লাস হটস্টারের তরফে ২০২২-২৩ মরশুমের শেষেই আইএসএলের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর থেকেই নয়া সম্প্রচারকারী সংস্থার সন্ধান চালাচ্ছে আইএসএল। আর যে দৌড়ে মুকেশ আম্বানিদের ভায়োকম১৮ অনেকটা এগিয়ে আছে বলে সংশ্লিষ্ট মহলের মত। কারণ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের (এফএসডিএল) ৬৫ শতাংশ মালিকানা আছে। সেই পরিস্থিতিতে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া বা জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের মতো সংস্থা হয়ত সম্প্রচার স্বত্ব পাওয়ার দৌড়ে নামবেও না বলে সংশ্লিষ্ট মহলের মত।
'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, গত তিনটি মরশুমে একবারও লাভের মুখ দেখেনি এফএসডিএল। বছরের শেষে ‘লাল’ হয়ে থেকেছে মুনাফার পরিসংখ্যান। পড়েছে লোকসানের মুখে। ২০২১-২২ সালে ৪৬ কোটি টাকা লোকসান হয়েছিল। ২০২০-২১ সালে ক্ষতির অঙ্কটা ছিল ১৩ কোটি টাকা। ২০১৯-২০ সালে ২৭ কোটি টাকা লোকসান হয়েছিল এফএসডিএলের। যে এফএসডিএলের (সমর্থন আছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের) হাতেই আইএসএল আছে। আপাতত এফএসডিএলের ৬৫ শতাংশ মালিকানা আছে আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাতে। ডিজনি স্টারের হাতে এফএসডিএলের ৩৫ শতাংশ শেয়ার আছে।
আরও পড়ুন: প্রথম ৩ দিনই মোহনবাগানের ISL টিমের রুদ্ধদ্বার প্রস্তুতি, পিছিয়ে দিল মোহনবাগানের লিগের ম্যাচ
ওই প্রতিবেদন অনুযায়ী, এক দশকের যে চুক্তি হয়েছিল, সেটার মেয়াদ শেষ হতে যাওয়ায় আইএসএলের সম্প্রচার স্বত্ব বেচে দেওয়ার জন্য এফএসডিএলকে অনুরোধ করেছে ডিজনি স্টার। নাম গোপন রাখার শর্তে বিষয়টির সঙ্গে অবহিত এক কর্তা বলেছেন যে ‘সম্প্রচার এবং মিডিয়া স্বত্ব নিয়ে ডিজনি স্টার হটস্টার এবং আইএসএলের মধ্যে যে চুক্তি ছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আগামী মরশুমের (২০২৩-২৪ সাল) জন্য সেই চুক্তি পুনর্নবীকরণ করতে চাইছে না স্টার এবং দু’পক্ষই হাত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।'
কোন সংস্থার হাতে আইএসএলের সম্প্রচার স্বত্ব যেতে পারে?
'লাইভ মিন্ট'-র প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট মহলের মতে, যেহেতু রিলায়েন্সের হাতে এফএসডিএলের ৬৫ শতাংশ শেয়ার আছে, তাই নয়া মরশুমে ভারতের ফুটবল লিগ সম্প্রচার স্বত্ব যে ভায়োকম১৮-র হাতে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। বিশেষত এখন বিভিন্নরকম খেলার সম্প্রচারের ক্ষেত্রে কার্যত একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চাইছেন আম্বানিরা। গতবারই প্রচুর টাকা দিয়ে আইপিএলের ডিজিটাল স্বস্ত কিনে নিয়েছে।
সেই পরিস্থিতিতে সোনি বা জিয়ের মতো সংস্থা সম্প্রচার স্বত্ব কেনার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না বলে সংশ্লিষ্ট মহলের মত। যা নিয়ে কিছুটা উদ্বেগে আছে বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, আইপিএলের স্বত্ব কেনার জন্য যখন বিভিন্ন সংস্থা কয়েকশো কোটি টাকা খরচ করতেও প্রস্তুত, তখন আইএসএলের ক্ষেত্রে আগেভাগেই হাত ছেড়ে দেওয়ায় সম্প্রচার স্বত্ব অনেক কম টাকায় বিক্রি হয়ে যেতে পারে। সেই পরিস্থতিতে ভারতে ফুটবলের উন্নয়নের ক্ষেত্রে যে পরিমাণ টাকা খরচ করা হত, সেটা কমে যেতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।