বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Durand Cup 2023: উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়! থাকছে একাধিক চমক

Durand Cup 2023: উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়! থাকছে একাধিক চমক

ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচের প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি-টুইটার)

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। এবার কলকাতায় শুরু হচ্ছে আসন্ন ডুরান্ড কাপের আসর। মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বাংলাদেশ আর্মি ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩ অগস্ট থেকে শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। এবার কলকাতায় শুরু হচ্ছে আসন্ন ডুরান্ড কাপের আসর। মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বাংলাদেশ আর্মি ফুটবল দলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। এবার কলকাতার সবথেকে উঁচু বহুতল দ্য ৪২ থেকে ঝাঁপ দিয়ে ডুরান্ডের ট্রফি উন্মোচন করা হয়েছিল। এবারের ডুরান্ড কাপে বেশ কিছু চমক থাকবে। কারণ আয়োজকরা টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে কোনও খামতি রাখতে চান না। এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেছেন আয়োজকরা।

ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মোহনবাগান সুপার জায়ান্টস বনাম বাংলাদেশ আর্মির মধ্যে ম্যাচে উপস্থিত থাকবেন একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এছাড়াও মাঠে উপস্থিত থাকবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে। প্রথম ম্যাচের বিনামূল্যের টিকিট পাওয়া যাবে ৩১ জুলাই মোহনবাগান তাঁবুতে। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দেওয়া হচ্ছে টিকিট। ডুরান্ড কাপের প্রথম ম্য়াচটি বিকেল পাঁচটায় আয়োজিত হবে। প্রথমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। আধ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হবে ম্যাচ। তবে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর তিনটে থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ভারতের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকবে ভারতীয় আর্মির বিভিন্ন শাখার প্রদর্শন। যেখানে দেখানো হবে মাদ্রাজ রেজিমেন্টের দ্বারা পারফর্ম করা কেরালার কালারিপায়াট্টু খেলা এবং পঞ্জাব রেজিমেন্টের দ্বারা পারফর্ম করা পঞ্জাবের গাটকা। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দুই দলের প্লেয়ারদের আলাপ করিয়ে দেওয়া হবে। তারপরেই শুরু হবে এবারের ডুরান্ড কাপের আসর। এবার মোট তিনটে শহরে আয়োজিত হবে ডুরান্ড কাপের সবকটি ম্যাচ। কলকাতা, গুয়াহাটি ও কোকরাঝাড়ে আয়োজিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্টটি ৩ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এশিয়ার অন্যতম পুরনো টুর্নামেন্ট ডুরান্ড। এই প্রথম ২৪ দলের টুর্নামেন্টটি আয়োজন করা হবে। মোট ৬টা গ্রুপ দল গুলোকে বাগ করা হয়েছে। প্রতিটা গ্রুপে রয়েছে চারটে করে দল। ১৯টা ভারতীয় ফুটবলের মুল ধরার দল এবং ভারত, নেপাল ও বাংলাদেশের পাঁচটা সেনাবাহিনীর দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ২৭ বছরে প্রথমবার কোনও বিদেশি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটা গ্রুপের শীর্ষ স্থানে থাকা দুটো দল পরের রাউন্ডে প্রবেশ করবে যেটা হবে নকআউট রাউন্ড। গতবার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দিকেও সকলের নজর থাকবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন