এখনও পর্যন্ত আটে আট হয়েছে, এবার নাকি নয়ে নয় করতে তৈরি মোহনবাগান। আইএসএল হোক, কিমবা ডুরান্ড, বড় ম্যাচ মানেই এখন জিতবে মোহনবাগান। এমনটাই দাবি মোহনবাগান সমর্থকদের। তাদের মতে শনিবারের ডার্বিতেই নয়ে নয় করবে ফেরান্দোর দল। তবে দর্শকরা এমন ভাবলেও এই বিষয় নিয়ে আগাম কোনও কথা বলতে চান না মোহনবাগানের কোচ। আসলে দেড় মরশুম কলকাতার বড় ক্লাবে কাটিয়ে ফেলেছেন তিনি। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন কোচ তিনি। চলতি মরশুমের পরিসংখ্যান অনুযায়ী, ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে মোহনবাগান। ডার্বি ড্র করলেই শেষ আটের টিকিট পাকা হয়ে যাবে তাদের। এমন অবস্থায় বাস্তবের মাটিতে পা রেখে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বলেন, ‘এটা ভিন্ন ম্যাচ। অতীতে পড়ে থাকতে চাই না। ফুটবলে আবেগ একই থাকলেও, আগের ম্যাচের রেজাল্ট অতীত হয়ে গিয়েছে। প্রত্যেক ম্যাচই কঠিন। ডুরান্ড কাপ, এএফসির সব ম্যাচই ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাই আবারও বলছি, আগের মরশুম অতীত। আগের ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছি মানে এই নয় যে পরের ম্যাচেও সেটা থাকবে।’
এবারের ইস্টবেঙ্গল দলের প্রশংসা করলেন বাগানের কোচ। ইস্টবেঙ্গল দল নিয়ে মোহনবাগানের কোচ ফেরান্দো বলেন, ‘ইস্টবেঙ্গল এবার ভালো ফুটবলার সই করিয়েছে। ওরা দু'জন বিদেশিকে নিয়েছে যাদের আমি গোয়া থেকে চিনি। তাই দলটা যথেষ্ট ভালো। প্রতিনিয়ত উন্নতি করছে। তবে ওরাও আমাদের মতোই ১-২ সপ্তাহ আগে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করেছে। আমরা হাতে আরও একটু সময় পেলে ভালো হতো। তবে আমাদের দলেও কোয়ালিটি ফুটবলার আছে। আমরাও নিজেদের ছন্দে খেলার চেষ্টা করব।’
প্রথম একাদশ যে বাছা কঠিন সেটাও স্বীকার করে নেন স্প্যানিশ কোচ। গতকাল কলকাতা লিগের ম্যাচে প্রথম আঠারোয় ছিলেন না সুহেল ভাট। পঞ্জাব ম্যাচে হালকা চোট পেয়েছিলেন বাগানের উঠতি তারকা। ডার্বিতে কি শুরু থেকে পাওয়া যাবে এবারের কলকাতা লিগের এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতাকে? ফেরান্দো বলেন, 'আমরা আশাবাদী। এখনও ২৪ ঘণ্টার বেশি সময় বাকি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।' আশা করা হচ্ছে, ডার্বিতে প্রথম একাদশেই থাকতে পারেন সুহেল।
মোহনবাগানের স্প্যানিশ কোচ মরশুমের শুরু থেকে দাবি করছেন, গুরুত্বের বিচারে সবার আগে এএফসি। কিন্তু ডার্বির আগে দলের দুই নবাগত বিদেশি জেসন কামিন্স এবং আর্মান্দো সাদিকুকে নথিভুক্ত করেছে মোহনবাগান। তাহলে কি ডার্বিতেই কলকাতা ময়দানে অভিষেক হবে দুই তারকা বিদেশির? ফেরান্দো বলেন, ‘আমাদের কাছে এএফসি কাপের ম্যাচ গুরুত্বপূর্ণ। খেলতে খেলতে প্লেয়াররা উন্নতি করছে। কেউ ৫৫ মিনিট খেলার জন্য তৈরি, কাউকে আবার ২০ মিনিটের বেশি খেলানো যাচ্ছে না। তাই আমরা সমস্ত বিকল্প খোলা রেখেছি।’
শনিবার মরশুমের প্রথম ডার্বিতে আক্রমনাত্মক ফুটবলের প্রতিশ্রুতি দিলেন মোহনবাগান কোচ। তিন পয়েন্ট জন্যই ঝাঁপাবে মোহনবাগান। নিজে ব্যক্তিগতভাবে এএফসিকে গুরুত্ব দিলেও সমর্থকদের কথা ভেবে ডার্বি জয়ের জন্য অলআউট যাবে সবুজ মেরুন। এই প্রসঙ্গে ফেরান্দো বলেন, ‘ডার্বি কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের আবেগ এবং অনুভূতির কথা আমি জানি। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।