বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2021-22: প্রিমিয়র লিগে গোলের খাতা খুললেন স্যাঞ্চো, স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টপার চেলসিকে আটকাল ম্যান ইউ

EPL 2021-22: প্রিমিয়র লিগে গোলের খাতা খুললেন স্যাঞ্চো, স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টপার চেলসিকে আটকাল ম্যান ইউ

প্রথম প্রিমিয়র লিগ গোল স্যাঞ্চোর। ছবি- ম্যান ইউ।

ভুলের প্রায়শ্চিত্ত করে চেলসির হার বাঁচালেন জোরগিনহো।

প্রিমিয়র লিগের হাই-ভোল্টেজ ম্যাচে লিগ টপার চেলসিকে তাদের ঘরের মাঠে আটকে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও একসময় জেডন স্যাঞ্চোর প্রথম প্রিমিয়র লিগ গোলের সুবাদে ম্যাচে লিড নিয়েছিল ম্যান ইউ। তবে শেষমেশ চেলসিকে পেনাল্টি উপহার দিয়ে জয়ের সুযোগ হাতছাড়া করে ম্যাঞ্চেস্টার। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দলকে জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ শেষমেশ ১-১ গোলে ড্র হয়।

স্যাঞ্চে-রাশফোর্ড-ফার্নান্ডেজকে দিয়ে ম্যাচ শুরু করালেও ম্যাঞ্চেস্টার এদিন প্রথম একাদশে জায়গা করে দেওয়ার বদলে রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখে দীর্ঘক্ষণ। শেষ পর্যন্ত ম্যাচের ৬৪ মিনিটের মাথায় মাঠে নামার সুযোগ পান সিআর সেভেন। স্যাঞ্চোর বদলে যখন মাঠে নামেন পর্তুগিজ তারকা, তখন ১-০ গোলে এগিয়ে ম্যান ইউ।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করে। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কেউই। ৩১ মিনিটের মাথায় রুডিগারের শট পোস্টে লেগে প্রতিহত না হলে চেলসি প্রথমার্ধেই ম্যাচে লিড নিতে পারত। তা না হওয়ায় প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় ম্যান ইউ। ৫০ মিনিটের মাথায় জোরগিনহোর ভুলের সুযোগ নিয়ে স্যাঞ্চো প্রিমিয়র লিগে নিজের প্রথম গোল করেন। ম্যাঞ্চেস্টার ১-০ গোলে এগিয়ে যায়। ৬৭ মিনিটে অ্যারন ওয়ান নিজেদের বক্সে ফাউল করে বসেন সিলভাকে। ফলে পেনাল্টি পেয়ে যায় চেলসি। ৬৯ মিনিটে স্পট-কিক থেকে গোল করে চেলসিকে ১-১ সমতায় ফেরান জোরগিনহো। ম্যাচের বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় দু'দল ১ পয়েন্ট করে ভাগ করে নেয়।

জিততে না পারলেও লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হয়নি চেলসিকে। তারা ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এক নম্বরেই থেকে যায়। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির সংগ্রহ ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট। ম্যান ইউ ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১০ থেকে ৮ নম্বরে উঠে আসে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

অত ইংরেজি বুঝি না! টালার প্রাক্তন ওসির পাশে দাঁড়ানোর পরে সাফাই CPIM কাউন্সিলরের মাঠে বুঝি, মাঠের বাইরের নয়:- রোহিতের কমিউনিকেশন স্টাইল নিয়ে ঋষভ পন্ত গায়ে উর্দি, মাথায় জোকারের টুপি, TMC নেতার জন্মদিনের পার্টিতে হাজির পুলিশ কর্মী শুক্রর তুলায় প্রবেশ, ৫ রাশির জীবনে বাড়বে প্রেম, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল আগামী সপ্তাহে আরও একটা নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে পণ্ড হতে পারে পুজোর প্রস্তুতি আরজি কর নিয়ে প্রতিবাদ এবার ইন্ডিয়াজ বেস্ট ডান্সারের মঞ্চে, মন্ত্রমুগ্ধ বিচারকার ভয় পেয়েছে বলে নির্লজ্জশ্রী আমাদের ট্যাক্সের টাকায় ২১টা আইনজীবী পুষছে: অপূর্ব দিল্লিতে ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছিলেন গৌতম গম্ভীর- আকাশ চোপড়ার বড় দাবি ছুটি কাটাতে কিমকে নিমন্ত্রণ, নজরে পাকিস্তান, ট্রাম্পকে ‘মারতে চাওয়া’ রায়ান কে? ভাদ্রপদ পূর্ণিমাকে কেন বিশেষ মানা হয়? জেনে নিন এই দিন স্নান দান পুজোর শুভ সময়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.