শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় প্রিমিয়ার লিগে জয়ের মুখ দেখল সবকটি বড় দল। জয় পেল চেলসি, ম্যাঞ্চেস্টার সিটি এবং টটেনহ্যাম। প্রিমিয়ার লিগ সাক্ষী থাকল ফের হালান্ডের গোলের। বলা যায় সেই পরিচিত দৃশ্য আবারও ধরা পড়ল ক্যামেরাতে। প্রতিপক্ষ যে দলই হোক, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলার অভ্যাস ধরে রাখল সিটির ফুটবলাররা। সিটি ৪-০ গোলে বিধ্বস্ত করল সাউদাম্পটনকে। অন্যদিকে ৩-০ গোলে উলভসকে উড়িয়ে দিল চেলসি। ব্রাইটনের বিরুদ্ধে ১-০ গোলে জিতল টটেনহ্যাম।
ম্যাঞ্চেস্টার সিটি গত তিন ম্যাচে ১৪ গোল করেছিল। ফলে সাউদাম্পটন প্রথম থেকেই চাপে ছিল সিটির জয়রথ আটকানোর বিষয়ে। পাশাপাশি ৮ ম্যাচে ১৪ গোল করা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড আবারও গোল করলেন। ফলে তাঁকে আটকানোটাও ছিল বড় চ্যালেঞ্জ। ম্যান সিটি এই ম্যাচে চার গোল করে। যার একটি করেছেন হালান্ড। অন্য তিনটি গোল করেছেন ফিল ফোডেন, জোয়াও কানসেলো ও রিয়াদ মাহরেজ।
আরও পড়ুন… সুনীলদের জন্য খারাপ খবর, সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকায় দুই ধাপ নামল ভারত
ম্যাচে সিটির প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০ মিনিট পর্যন্ত। লিগে সিটির সর্বশেষ ম্যাচে হালান্ডের সঙ্গে হ্যাটট্রিক করেছিলেন ফোডনও। সেই ফোডেনের সহায়তায় কানসেলো আজ করেন দলের প্রথম গোল। সিটি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৩২ মিনিটে। প্রথম গোলে সহায়তা করা ফোডেনই করলেন দ্বিতীয় গোল। এই গোলে তাকে সহায়তা করেন ডি ব্রুইনা। মাহরেজ ম্যাচের ৪৯ মিনিটে দলের হয়ে ফের গোল করেন। তাঁর এই গোলে সহায়তা করেন রদ্রি। নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড ৬৫ মিনিটে গোল করেন। প্রিমিয়ার লিগে এটি হালান্ডের ৯ ম্যাচে ১৫তম গোল। উল্লেখ্য গত মরশুমে লিগে সিটির সর্বোচ্চ গোলদাতা কেভিন ডি ব্রুইনা করেছিলেন সমসংখ্যক গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মরশুমে এটি হালান্ডের ২০তম গোল।
আরও পড়ুন… মেসি ও রোনাল্ডোর রাজত্বে ইতি! নম্বর 'ওয়ান' হলেন বিশ্বকাপজয়ী এমবাপে
লিগের অন্য ম্যাচে চেলসি উলভসকে হারিয়েছে ৩-০ গোলে। তবে এদিন প্রথম গোল পেতে চেলসিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) উলভসের বিরুদ্ধে গোল করে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন পুলিসিক। দুটি গোলেই সহায়তা করেন ম্যাসন মাউন্ট। ম্যাচের শেষ মুহূর্তে ৮৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন আর্মান্দো বোরহা। অন্যদিকে ম্যাচের ২২ মিনিটে হ্যারি কেনের করা একমাত্র গোলে টটেনহ্যাম হারিয়েছে ব্রাইটনকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।