বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: এরিকসেনকে সামনে রেখে লেখা হচ্ছে নতুন ডেনিশ রূপকথা

EURO 2020: এরিকসেনকে সামনে রেখে লেখা হচ্ছে নতুন ডেনিশ রূপকথা

সেমিফাইনালে জায়গা পাকা করার পরে ডেনমার্ক (ছবি:রয়টার্স) (Pool via REUTERS)

দলের অধিনায়ক সিমোন কায়ের বলেছেন তাঁদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এরিকসেন।

এবারের ইউরো জয়ের জন্য ডেনমার্ক কি ফেভারিট! ফুটবল বিশেষজ্ঞরা সকলেই হয়তো এই বিষয়ে একমত হবেন, চেক রিপাবলিক ম্যাচের আগে পর্যন্ত সকলেরই মত হয়তো একই হত, সকলেই বলতেন না। তাহলে কীভাবে, কার জন্য লেখা হচ্ছে ফুটবল মাঠের এই ডেনিশ রূপকথা। ডেনমার্ক শিবিরে কান পাতলেই এর উত্তর পাওয়া যাবে। এবারের ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে এরিকসেন হার্ট অ্যাটাক করে হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে যেতে হয়ে তাঁকে। সেই ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেনিশরা হেরে গেলেও এখন তাঁরা উঠে গেছে সেমিফাইনালে। দলের অধিনায়ক সিমোন কায়ের বলেছেন তাঁদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এরিকসেন।

ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে (ছবি:গেটি ইমেজ)
ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে (ছবি:গেটি ইমেজ)

এবারের ইউরোত ডেনিশরা এতটা ভালো খেলবে বলে ধারনা করতে পারেননি অনেকেই। হঠাৎ করে তাদের এত ভালো ফুটবল উপহার দেওয়ার রহস্য কী সেটা চেকদের হারিয়ে সেমিফাইনালে ওঠার পর জানিয়েছেন দলের অধিনায়ক সিমোন কায়ের। এরিকসেনের হঠাৎই অসুস্থ হওয়ার বিষয়টি তাদের জন্য বিশেষ প্রেরণা দিয়েছে। এরিকসেনের জন্যই তারা নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছেন। শেষ ষোলোর ম্যাচ শেষে সিমোন কায়ের বলেছেন, 'এরিকসেনের অসুস্থতা দলটিকে বিশেষ কী যেন দিয়েছে। এই ঘটনার পর আমরা বুঝতে পেরেছি যে আমাদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য কেউ না কেউ আছে। এটা আমাদের নিরাপত্তা দিয়েছে এবং অবশ্যই ক্রিশ্চিয়ানকেও একটা ভালো অনুভূতি দিয়েছে।'

ক্রিশ্চিয়ান এরিকসেনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে (ছবি: গেটি ইমেজ)
ক্রিশ্চিয়ান এরিকসেনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে (ছবি: গেটি ইমেজ)

স্বপ্ন দেখতে শুরু করেছে ডেনমার্ক। স্বপ্ন দেখতে দোষ কিসের। এ কারণেই হয়তো সেমিফাইনালে ওঠার পর এখন ফাইনালেরও স্বপ্ন দেখছে ডেনমার্ক। তাদের দলের অধিনায়ক জানান, 'এটা ঠিক যে ফাইনালে জায়গা করে নেওয়াটা বিরাট ব্যাপার। কিন্তু আমরা ওয়েম্বলিতে ফাইনালের স্বপ্ন দেখছি। তবে এটা বলাও মিথ্যা হবে যে আমরা এর যোগ্য।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন