চার বছরের প্রতিশোধ স্পৃহা পূর্ণ হল গতকাল শুক্রবারে বৃষ্টি মুখর সন্ধ্যায়। চার বছর আগে ডুরান্ড কাপে কেরলের গোকুলামের কাছে হেরে ইস্টবেঙ্গল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। অবশেষে এত বছর পর সেই প্রতিশোধ তারা পূরণ করতে পেরেছে। শুক্রবারে বৃষ্টি ভেজা ম্যাচে যুবভারতীতে গোকুলামকে হারিয়ে শেষ চারে উঠল কার্লেস কুয়াদ্রাতের দল। তিনি এমনভাবে পরিকল্পনা করে মাঠে নামিয়েছিলেন যার ফলে শেষ হাসি তারাই হাসলো। হয়তো শুক্রবার আবহাওয়া মোটেও ভালো ছিল না। কিন্তু লাল হলুদকে সমর্থন করতে যুবভারতীতে উপস্থিত ছিলেন কয়েকশো দর্শক। তাদেরকে নিরাশ করেনি লাল-হলুদের ফুটবলাররা।
খেলা তখন সবে শুরু। লাল হলুদ সমর্থকেরা সবে নিজেদের মতো করে খেলা উপভোগ করার জন্য গুছিয়ে বসছেন। আর ঠিক সেই সময়ই প্রথম লক্ষ্যভেদ লাল হলুদের। প্রথম গোল করেন জর্ডন। মাত্র ৪২ সেকেন্ডের মাথায় ইস্টবেঙ্গল এগিয়ে যায়। চার বছর পর নতুন কোচের অধীনে ডার্বি জিতেছে তারা। কোচ বদলানোর পর বদলে গিয়েছে ইস্টবেঙ্গলের দলের খোলনচে। এই কৃতিত্ব যেমন ইস্টবেঙ্গল ফুটবলারদের ঠিক তেমন ভাবেই কোচ কার্লোসেরও।
ইস্টবেঙ্গলের হয়ে দায়িত্ব নেওয়ার পরে এই বিদেশী কোচ জানিয়েছিলেন, প্রথমবারেই দলকে বর্তমান অবস্থা থেকে তুলে ধরতে কিছুটা সময় লাগবে। তবে প্রচেষ্টা করে যাবেন তিনি। তখনই তার গলায় দৃঢ় এবং ধীরে চলার নীতি প্রকাশ পায়। এইবার সেই লক্ষ্যেই ধীরে ধীরে এগোচ্ছেন তিনি। ডুরান্ডের কাপের সেমিফাইনালে পৌঁছে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'এই ম্যাচে জয় অবশ্যই আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে তুলবে। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ড্র করার পর সেমিফাইনালে উঠতে পেরে খুব ভালো লাগছে। ডার্বি জয় আমাদের দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সেটাই এখন কাজে লাগছে। আশা করছি এই ধারাবাহিকতা আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের দলের ছেলেরাও নিজেদের সেরাটা দিচ্ছে।'
স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল শিবিরে এখন খুশির হাওয়া। বৃষ্টির মাঝেও তাদের মশাল জ্বলেছে। আগামী মঙ্গলবার সেমিফাইনালে তারা মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের। এখন দেখার সেই ম্যাচ জিতে ফাইনালের দিকে পা বাড়াতে পারে কিনা কুয়াদ্রাতের শিষ্যরা। তবে ডুরান্ড যে আইএসএলের জন্য প্রস্তুতি হিসাবে কাজে লাগাচ্ছে লাল-হলুদ শিবির তা বলার অপেক্ষা রাখে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।