বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA WC qualifiers: কাতারের বিরুদ্ধে অনিশ্চিত মনবীর, নতুন স্ট্র্যাটেজি নিয়ে অঙ্ক কষছেন স্টিম্যাচ

FIFA WC qualifiers: কাতারের বিরুদ্ধে অনিশ্চিত মনবীর, নতুন স্ট্র্যাটেজি নিয়ে অঙ্ক কষছেন স্টিম্যাচ

কাতারকে হারাতে পারবে ভারত?

গত বারের এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে চলেছে ইগর স্টিম্যাচের ভারত। ম্যাচের আগে সুনীল ছেত্রীদের জন্য কোচের বার্তা, এই ম্যাচে হারানোর কিছু নেই, বরং অনেক পাওয়ার আছে। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে দলকে।

দিন পাঁচেক আগেই কুয়েতে গিয়ে কুয়েতকে হারিয়ে এসেছে ভারত। আর সেই ম্যাচের একমাত্র গোলদাতা মনবীর সিংয়েরই চোট। তাঁকে সম্ভবত পাওয়া যাবে না মঙ্গলবার কাতারের বিরুদ্ধে ম্যাচে। স্বাভাবিক ভাবেই বেশ চাপে পড়ে গিয়েছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ।

ফিফা ক্রমতালিকায় ৪১ ধাপ এগিয়ে থাকা কাতার এশিয়ার সেরা ফুটবল খেলিয়ে দেশগুলির অন্যতম। গত বিশ্বকাপের আয়োজক দেশ হিসাবে তারা সেই টুর্নামেন্টেও অংশ নেয়। যদিও কোনও ম্যাচই জিততে পারেনি। সাত গোল খেয়ে মাত্র এক গোল দিতে পেরেছিল। তবু ধারেভারে ভারতের চেয়ে অনেক বেশি এগিয়ে কাতার।

এশিয়ার ফুটবলের নিরিখে কাতার বেশ শক্তিশালী দল। গত বারের এএফসি এশিয়ান কাপ তাদের হাতেই উঠেছিল। অবশ্য সেই সাফল্যের তিন মাসের মাথায় বিশ্বকাপের বাছাই পর্বে ভারত তাদের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তাদেরই ঘরের মাঠে। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও যে ভালো, তা বলা যাবে না। এই বছর ১৫টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে জিতেছে তারা। তাও সাবধানী ইগর স্টিম্যাচ। বিশেষ করে মনবীরকে না পাওয়া গেলে ভারত নিঃসন্দেহে চাপে পড়বে।

সোমবার সন্ধ্যায় অনুশীলন করেননি মনবীর। ভারত যদি মনবীরকে না পায়, সে ক্ষেত্রে স্টিম্যাচ ৪-৩-৩-এ দল সাজাতে পারেন। অনিরুদ্ধ থাপা, সুরেশ ওয়াংজাম এবং লালেংমাউইয়া রালতেকে মিডফিল্ড খেলাতে পারেন ক্রোট কোচ। অথবা মাঝমাঠে নামতে পারেন সাহল আব্দুল সামাদ। সুনীল ছেত্রী সামনে খেলতে পারেন। দুই পাশে থাকতে পারেন মহেশ নওরেম এবং উদান্ত সিং।

ম্যাচের আগের দিন সোমবার সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেন, ‘এই ম্যাচে আমাদের হারানোর কিছু নেই। কিন্তু পাওয়ার আছে অনেক কিছু। তাই অল আউট যাওয়াই ভাল। বাইরের বিষয়গুলো তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের পারফরম্যান্সের উপর নিয়ন্ত্রণ আনতে পারি। আমরা শুধু ৯০ মিনিট ধরে নিজেদের সেরাটা দিতে পারি।’

স্টিম্যাচ চান সুনীলরা যেন ধারাবাহিকতা ধরে রাখেন। গতবার কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। একই ঘটনার পুনরাবৃত্তি চান না স্টিম্যাচ। তিনি বলেছেন, ‘কোনও দল যখন পরপর সাফল্য পেতে থাকে, ক্লিন শিট বজায় রেখে না হারে, তার মানেই হল সেই দলের ধারাবাহিকতা রয়েছে। কুয়েতের বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমে ফিরে আমি ছেলেদের বলেছিলান, এই ম্যাচটা এখনই ভুলে যাও। সেলিব্রেশন না করে সেই শক্তি সঞ্চয় করে রাখো। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে এবং আবেগে ভেসে গিয়ে লাভ নেই। সে সব ভুলে যাও। এখন কাতার ম্যাচের প্রস্তুতি শুরু করতে হবে আমাদের। আমাদের সামনে এখন এই একটাই রাস্তা।’

চার বছর আগে যে ম্যাচে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত, সেই ম্যাচে ১১টি অবধারিত গোল বাঁচিয়ে নায়কের ভূমিকা পালন করেছিলেন যিনি, সেই গুরপ্রীত সিং এ দিন কোচের সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন। মঙ্গলবারের ম্যাচ নিয়ে গুরপ্রীত বলেন, ‘আশা করি এ বার আর অত পরিশ্রম করতে হবে না আমাকে। একজন গোলকিপার কম পরিশ্রম করে পুরো পয়েন্ট নেওয়ার স্বপ্নই দেখে। আমি চাই আমার সতীর্থরা ম্যাচটা উপভোগ করুক। স্কোরশিটে নিজেদের নাম লিপিবদ্ধ করো এবং আমাদের জেতাও।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘পাপ বাপকেও ছাড়ে না, সুবিচার করেছেন তারা মা’ দেবাশিসকে তোপ অভিষেকের ২৬ হাজার চাকরিহারার কী হবে? শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট বলিউডের অফার পেয়েও ফিরিয়েছেন ক্যাটরিনা! বললেন, 'আমার বিশ্বাস...' দেবের হয়ে প্রচারের জন্য কাঞ্চনের ডাক, 'কল্যাণ'-বিতর্কের পর ঘাটালে যাবেন কি তিনি টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা 'চকোলেট বোমা ফাটনে সেভি এনএসজি..য্যায়সে কোই যুদ্ধ হো রাহা হ্যায়', তোপ মমতার দুয়ারে রেশন নিয়ে সুপ্রিম কোর্টে ‘বিস্ফোরক হলফনামা’ কেন্দ্রের, ফের দুর্নীতি? MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো টোটোচালক থেকে প্রভাবশালী, শাহজাহানের শাগরেদ আবু তালেবকে তন্ন তন্ন করে খুঁজছে CBI

Latest IPL News

টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো কান্নাকাটি বন্ধ করে নিজেদের ক্ষমতার সেরা ব্যবহার করো, বোলারদের উপদেশ শাস্ত্রীর 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.