গত রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার। এবার আবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে তারা।কোয়ার্টার ফাইনালে কাতার বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে স্থান অধিকার করেছে ক্রোয়েশিয়া। ব্রাজিল ম্যাচে টাই-ব্রেকারে জয় লাভ করে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে প্রতিপক্ষ মেসির আর্জেন্তিনা।
বাঁ-পায়ের জাদুকর যে কোনও ম্যাচে তফাৎ গড়ে দিতে পারেন তা ভালো করেই জানেন ক্রোয়েশিয়ার কোচ ও খেলোয়াড়রা। তবে তারা শুধু মেসিকে গুরুত্ব দিতে নারাজ। বরং মেসিকে আটকানোর চেষ্টা করবে না ক্রোয়েশিয়া।
রবিবার সাংবাদিক বৈঠকে ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেট্রোকোভিচ বলেন, ‘মেসিকে আটকানোর জন্য আমরা সেই ভাবে বিশেষ কোনও পরিকল্পনা করিনি। সাধারণত কোনও ব্যক্তি নয় বিপক্ষ দলকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমরা আর্জেন্তিনাকে দল হিসাবে আটকানোর চেষ্টা করব । শুধু মেসিকে না। মেসি ছাড়াও অনেক ভালো ফুটবলার রয়েছে এই আর্জেন্তিনার দলে। আর্জেন্তিনাকে থামাতেই হবে।’
অন্যদিকে, একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। টপকেছেন মারাদোনাকে। নকআউটে নিজের প্রথম গোল করেছেন। সেইসঙ্গে গোল করিয়েছেনও। দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল। তৈরি রয়েছে ক্রোয়েশিয়াও। ব্রুনো বলেন, ‘মাঝমাঠে আমাদের নির্ভরযোগ্য খেলোয়াড় রয়েছে যা আমাদের অনেক সুবিধা দেবে। বিপক্ষকে গুরুত্ব দিচ্ছি। তবে আমাদের দলেও বিশ্বের অন্যতম সেরা গোলকিপার রয়েছে। বিশ্বকাপে অনেক গোল বাঁচিয়েছে। তবে প্রতপক্ষ যখন আর্জেন্তিনা তাই একটু দেখে শুনে খেলতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।