পয়লা বৈশাখের আগেই আইএফএতে এসেছে লক্ষ্মীর দেখা। বিভিন্ন সংবাদমাধ্যমেই বে়ড়িয়েছে সরাসরি প্রথম ডিভিশন লিগে খেলতে চেয়ে টাকা ঢালতে প্রস্তুত টেকনো ইন্ডিয়া গ্রুপ। এছাড়াও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন করেছিল আইএফএর অ্যাফিলিয়েশন। অর্থাৎ তারাও বাংলার ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ছাতার তলায় আসতে বদ্ধপরিকর। অবশ্য ঋনের বোঝা মাথায় থাকা আইএফএ-র খুব একটা সমস্যা মেটেনি তা বলাই যায়। কারণ হামেশাই কলকাতার বড় ক্লাবগুলো তাদের প্রাপ্য টাকা না দিলে কলকাতা লিগে না খেলার হুমকি দেয়। সেই নিয়েই চলতে হয় তাদের। কলকাতা লিগে তো তিন প্রধানকে এক সঙ্গে খেলাতে গিয়ে ঠিকভাবে গতবার লিগই শেষ করা হয়নি আইএফএর।
আরও পড়ুন-গড়াপেটা ইস্যুতে বেসামাল IFA, সিদ্ধান্ত ঘেরে ক্ষোভ অন্দরমহলেই
এরই মধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে নিয়ে জমকালো প্রতিযোগিতার আয়োজন করছে বাংলার ফুটবলের সর্বোচ্চ আইএফএ। এবারে ১২টি বিশ্ববিদ্যালয় আইএফএ-র অনুমোদন পেতে আবেদন জানিয়েছিল, তা পেয়েও গেছে। শহরের তো বটেই রাজ্যে বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই তালিকায়। এর মধ্যে রয়েছে শহরে অভিজাত জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। কলকাতা লিগ শেষ কয়েক বছর ধরেই ধুঁকছে টাকা পয়সার অভাবে। সমর্থকরাও খুব বেশি মাঠমুখি নয় বাংলার ফুটবলকে বাঁচাতে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খেলতে চাওয়ায় নতুন করে অক্সিজেন পাচ্ছে আইএফএ।
আরও পড়ুন-IPL2024: 'ওদের বিরুদ্ধে বোলিং করতে চাই না', কাদের কথা বললেন প্যাট কামিন্স
বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যদি এক প্রতিযোগিতা শুরু করা যায় সেক্ষেত্রে সমর্থকদের অভাব পড়বে না। কারণ প্রীয় দলের খেলা মিস করা গেলেও, কলেজের দলের খেলার প্রতি প্রত্যেক ছাত্র ছাত্রীর একটা আলাদা আবেগ কাজ করে। আর সেটা যদি সঠিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেখে বানানো যায় তাহলেও তো সোনায় সোহাগা। তেমনই চিন্তাভাবনা রয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের।
HT বাংলাকে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানান,’বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফুটবলের জন্য এগিয়ে এসেছে এটা একটা বড় ব্যাপার। বাংলার ফুটবলে যুবদের অংশগ্রহন বাড়লে, তা আখেরে ভালো দিক। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো ছিলই। এবার জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, শিবপুর বিই কলেজ, জেআইএস ও এসএনইউ আইএফএর অনুমোদন পেল। তারা একসঙ্গে খেললে অতীতে বিদ্যাসাগর কাপের মতো প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে আইএফএ। এখনও সবটাই আলোচনার পর্যায় রয়েছে। গভার্নিং বডিতে পরবর্তী সময় আলোচনা হবে এসব নিয়ে। তবে জেভিরার্স বনাম প্রেসিডেন্সির খেলা কিন্তু একটা ডার্বির ফিল দেবে সেটা বলাই যায়। এছাড়াও যে বিশ্ববিদ্যালয়গুলোয় পড়াশোনা নিয়ে রেষারেষি রয়েছে, ফুটবল নিয়ে প্রতিযোগিতা হলে তাও জমবে’। এখনও প্রাথমিক স্তরে চিন্তাভাবনা থাকলেও, হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে এই টুর্নামেন্ট করতে পারে আইএফএ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।