বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা বোধ হয় এরকমই হয়। দলের ক্রিকেটারকে প্রশংসায় করতে গিয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন তিনি নিজেই বল করতে চাইবেন না অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডকে। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ছন্দে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ দল। ১১ বল বাকি থাকতেই মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে নিজামের শহরের দল ।
দুরন্ত ইনিংস খেলেছেন ওপেনার অভিষেক শর্মা। প্রথম দিকের কয়েকটা ম্যাচে মায়াঙ্ক আগারওয়ালকে সুযোগ দিলেও ওপেনিংয়ে তিনি ব্যর্থ হয়েছেন। বরং অত্যাধিক চাপ এসে পড়ছিল ট্রাভিস হেডের ওপর। তাই অস্ট্রেলিয়ান হেডের উপর থেকে চাপ কমাতেই অভিষেককে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। আর সেই সিদ্ধান্ত ক্লিক করে যেতেই কার্যত দিশেহারা হয়ে পড়ে চেন্নাই বোলাররা । টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক। উইকেট কিছুটা স্লো থাকায় ধরে নিয়েছিলেন টার্গেট তাড়া করার কাজটাই তাদের কাছে সুবিধা হবে। সেই মতো চেন্নাই দলকে ১৬৫ রানের মধ্যেই আটকে দিয়েছিলেন সানরাইজার্স বোলাররা।
জবাবে ব্যাট করতে এসে মারকাটারি ইনিংস খেলেন ওপেনার অভিষেক শর্মা। ওপেন করতে নেমে ট্রাভিস হেডের সঙ্গে জুটিতে মাত্র ২.৩ ওভারের মধ্যেই ৪৬ রান করে ফেলে সানরাইজার্সের দুই ওপেনার। ১২ বলে ৩৭ রানের দুরন্ত ক্যামিও আসে অভিষেকের ব্যাট থেকে। ওপর ওপেনার হেডও করে ফেলেন ৩১ রান। এই মুহূর্তে তার দলের দুই ওপেনার যে ফর্মে রয়েছেন তাতে তাদেরকে বল করতেই চান না প্যাট কামিন্স। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ম্যাচ জয়ের পরই লিগ টেবিলে ৫ নম্বরে উঠে এলো হায়দ্রাবাদ দল। ৪ ম্যাচ থেকে তাদের পয়েন্ট সংখ্যা ৪।
তাদের ঘরের মাঠে মহেন্দ্র সিং ধোনির প্রতি বিপুল জনসমর্থন দেখে স্তম্ভিত কামিন্স। ভারতীয়রা কিভাবে তাদের বিশ্বকাপজয়ী অধিনায়ককে সমর্থন করেন তা দেখে অবাক কামিন্স। চেন্নাই ইনিংসের শেষ লগ্নে মাত্র ২টি বলের জন্য খেলতে নেমেছিলেন এমএসডি। আর তাতেই কার্যত ধোনির স্লোগানে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম চত্বর। যা দেখে সাংবাদিক সম্মেলনে এসে কামিন্স বলেন,'আজকে গোটা স্টেডিয়াম ধোনির জন্য পাগল ছিল। যখন ধোনি মাঠে নামলো সেই মুহূর্তটা ছিল আমার শোনা কোন ক্রিকেট ম্যাচের সবথেকে জোরালো স্লোগান। এত জোরে স্লোগান এর আগে কখনো অভিজ্ঞতা হয়নি আমার'। এভাবেই মহেন্দ্র সিংহ ধোনির প্রতি সমর্থনকে ব্যাখ্যা করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। হায়দরাবাদের পরের ম্যাচ মঙ্গলবার পঞ্জাব কিংসের বিপক্ষে। সেই ম্যাচ অবশ্য পঞ্জাবের ঘরের মাঠে খেলবে হেড - অভিষেকরা।