দুবাইয়ে তখন ১০ উইকেটে হারের যন্ত্রণায় ছটফট করছিল বিরাট কোহলির ভারত। সেই সময়ে দুবাই থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ফুজাইরা সিটিতে ফুল ফোটাচ্ছিলেন রহিম আলিরা। অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে শক্তিশালী ওমানকে ২-১ হারিয়ে চমকে দিল ভারতীয় ফুটবল দল।
ফিফা ক্রমতালিকায় ৭৭ নম্বরে রয়েছে ওমান। ওমানে চেয়ে ২৯ ধাপ পিছিয়ে ভারত রয়েছে ১০৬ নম্বরে। কিন্তু ওমানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ফুটবলাররা রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন। যার জেরে ওমান কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ম্যাচের ছয় মিনিটের মাথায় নিজেদের পেনাল্টি বক্সে বিক্রম প্রতাপ সিংকে ফাউল করেন ইউসুফ। পেনাল্টি থেকে ১-০ করেন বাংলার রহিম আলি।
রহিম আলি শুধু গোল করেননি। গোল করিয়েওছেন। প্রথম গোল পাওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় ভারত। ম্যাচের ৩৮ মিনিট নামাদ রহিমের বাড়ানো পাস থেকেই ২-০ করেন বিক্রম প্রতাপ সিং। এর পরে অবশ্য আর গোলের মুখ খুলতে পারেনি ভারত।
গোলশোধের বহু চেষ্টা করেছে ওমান। কিন্তু গোলরক্ষক ধীরজ সিং তিনকাঠির তলায় দুরন্ত লড়াই করেন। তবে ম্যাচের একেবারে শেষের দিকে ৮৯ মিনিটে আবদুল্লার ক্রস থেকে ১-২ করেন ওমানের ওয়ালেদ। ম্যাচের পরে রহিম আলি বলেন, ‘অসাধারণ জয় এটা। সতীর্থদের ধন্যবাদ। প্রত্যেকেই দুর্দান্ত খেলেছে। পরের দু’টি ম্যাচেও ছন্দ ধরে রাখতে চাই। আরও পরিশ্রম করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।