বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: বিরতির পর ছেলেরা রক্ষণাত্মক হয়ে পড়ে- ডার্বি জিতে একে ওঠার পরেও রেগে লাল হাবাস

ISL 2023-24: বিরতির পর ছেলেরা রক্ষণাত্মক হয়ে পড়ে- ডার্বি জিতে একে ওঠার পরেও রেগে লাল হাবাস

আন্তোনিয়ো লোপেজ হাবাস।

রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-১ হারিয়ে লিগ শিল্ড জয়ের আশা আরও বাড়িয়ে দিয়েছে হাবাস বাহিনী। আইএসএলের পয়েন্ট টেবলের একে উঠে এসেছে মোহনবাগান। এত কিছুর পরেও অবশ্য কোচ হাবাস খুশি নন। দলের পারফরম্যান্স নিয়ে তিনি গভীর চিন্তায় রয়েছেন।

আন্তোনিয়ো লোপেজ হাবাসের কোচিংয়ে মোহনবাগান এসজি-র যেন পুরো ভোল বদলে গিয়েছে। যেখানে বছর শেষে টানা তিন ম্যাচ হেরে চাকরি হারিয়েছিলেন জুয়ান ফেরান্দো, সেখানে নতুন বছরে অপরাজিত বাগান ব্রিগেড। উঠে পড়েছে পয়েন্ট টেবলের মগডালেও। রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৩-১ হারিয়ে লিগ শিল্ড জয়ের আশা আরও বাড়িয়ে দিয়েছে হাবাস বাহিনী।

এত কিছুর পরেও অবশ্য কোচ হাবাস খুশি নন। দলের পারফরম্যান্স নিয়ে তিনি গভীর চিন্তায় রয়েছেন। রবিবার ম্যাচের পরে তিনি বলেন, ‘প্রথমার্ধের খেলা যদি বিশ্লেষণ করেন, তা হলে দেখবেন, আমরা তখন আরও গোল পেতে পারতাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা পুরো বদলে গেল। আমরা তখন শুধু ডিফেন্স করতে ব্যস্ত ছিলাম। কিন্তু তখনও আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত ছিল। প্রতিপক্ষকে তখনও চাপে রাখা প্রয়োজন ছিল। জানি না কেন এমন হল। বিরতিতে কিন্তু ছেলেদের বলেছিলাম দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে চাপে রাখতে হবে। কিন্তু জানি না, কেন ওরা তা পারল না। তবে আমাদের এই নিয়ে আরও পরিশ্রম করতে হবে ও উন্নতি করতে হবে।’

রবিবার প্রথমার্ধে মোহনবাগানের আক্রমণে ঝড় তোলার প্রসঙ্গ উঠতেই হাবাস পুরনো যন্ত্রণার কথা টেনে এনে বলেন, ‘২০১৯-২০-তে আমার দলকে সবাই রক্ষণাত্মক দলের তকমা দিয়ে দিয়েছিল। আমি নাকি শুধু রক্ষণাত্মক ফুটবলই খেলাই। এখন আমার দল যখন আক্রমণাত্মক ফুটবল খেলছে, তখনও কেন প্রশ্ন উঠছে জানি না। ২০১৫ সালে এর চেয়েও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আমার দল। যখন আক্রমণাত্মক খেলার দরকার পড়ে, তখন তো সে রকম খেলতেই হবে। আবার যে ম্যাচে রক্ষণাত্মক ফুটবল খেলা প্রয়োজন, তখন ডিফেন্স করতেই হবে।’

এ দিন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ অসাধারণ কিপিং করেন। ক্লেটন সিলভার পেনাল্টি বাঁচানো ছাড়াও, তাঁরই আর একটি হেড, যেটি অবধারিত গোল ছিল, সেটি বাঁচিয়ে দেন কাইথ। সবুজ-মেরুন কোচের গলাতেও তাই বিশালের প্রশংসা। তিনি বলেন, ‘আমাদের দলের গোলকিপার অসাধারণ। ও এদিন অসাধারণ পারফরম্যান্স করেছে। প্রথম ৪৫ মিনিট আমরাই ভালো খেলেছি। পরের ৪৫ মিনিটও সেই খেলাটা ধরে রাখা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি। এই জায়গাটাতে আরও উন্নতি করতে হবে আমাদের।’

বুধবারই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। এক নম্বর জায়গা ধরে রাখতে হলে, সোজা হিসেবে এই ম্যাচেও জয় পেতে হবে। তবে এই ম্যাচের আগে প্রস্তুতির সময় কম পাবে মোহনবাগান। আর এটাই চিন্তায় রেখেছে হাবাসকে। স্প্যানিশ কোচ বলেছেন, ‘কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটাও আমাদের জিততে হবে। কিন্তু সে জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বিমানে ও বিমানবন্দরে। ডার্বির আগে তাও সময় পেয়েছিলাম। কিন্তু পরের ম্যাচের আগে আমাদের ছ’ঘণ্টার বিমানযাত্রা করতে হবে। তবু খেলতে তো হবেই। দল বাছাইয়ের জন্য রোটেশন পদ্ধতি অবলম্বন করতেই হবে।’

সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের সামনে এখন কেরালার বিরুদ্ধে ম্যাচ এবং শুধু তাদের নিয়েই ভাবব এখন। সেই ম্যাচের জন্য দলের ছেলেদের ফের চাঙ্গা করে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। ম্যাচ ধরে ধরে এগোতে চাই আমরা। এখন ফাইনাল বা অন্য ম্যাচ নিয়ে ভাবার প্রশ্নই ওঠে না। যখন ফাইনালের সময় আসবে, তখন ভাবব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'বাথরুমেও শিকল…', আমেরিকা থেকে সন্তানকে নিয়ে যেভাবে ফিরেছেন অবৈধবাসী লাভপ্রীত ভালোবাসা ফুটে উঠুক গোলাপের মতো, রোজ ডে’তে সঙ্গীকে বানিয়ে খাওয়ান এই ‘গোলাপ কেক’ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন বুমরাহ? উত্তর মিলতে পারে ২৪ ঘন্টার মধ্যেই! ডেটে যাওয়ার আগে কী কী মাথায় রাখবেন? প্রেম বাড়ানোর জন্য রইল টিপস সঙ্গীকে আবেগে ভরান, গোলাপ দিবসে বলে ফেলুন কয়েক প্রেমের কথা 'সুস্মিতার প্রেমিক' তকমায় পরিচিত হতে বিরক্ত হতেন? কী বললেন রোমান? শোনা যায় প্রেম ছিল দুঙ্গারপুরের রাজার সাথে! করেননি বিয়ে,তবু কেন সিঁদুর পরতেন লতা প্রতিদিন ডাবের জল পান করলে কী হয়? জেনে নিন ৬টি কথা ৪০এ পা দিয়েছেন রোনাল্ডো, একঝলকে তাঁর কিছু বিরল রেকর্ড টাটা সন্সের প্রধান হলেও উইলে নেই নোয়েলের নাম, সৎ ভাইকে নিয়ে কী ভাবতেন রতন?

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.