বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL Final: তৃতীয়বারেও ব্যর্থ কেরালা, পেনাল্টিতে ৩-১ জিতে ট্রফি তুলল হায়দরাবাদ
খেতাব জিতে কোচ ম্যানুয়েল মার্কেজকে নিয়ে সেলিব্রেশন হায়দরাবাদ তারকাদের। ছবি- আইএসএল।

ISL Final: তৃতীয়বারেও ব্যর্থ কেরালা, পেনাল্টিতে ৩-১ জিতে ট্রফি তুলল হায়দরাবাদ

এক্সট্রা টাইম শেষে ম্যাচের স্কোর ছিল ১-১।

আশা ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের, ২০২১-২২ মরশুমে কেরালা ব্লাস্টার্স বনাম হায়দরাবাদের ফাইনাল ম্যাচ একেবারেই হতাশ করল না। প্রথমার্ধে কেরালা বেশি ভাল খেললেও গোল করতে কোনও দলই সফল হয়নি। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের পথ বেছে নেয় হায়দরাবাদ। তবে খেলার গতির বিরুদ্ধে ৬৭ মিনিটে রাহুল কেপির গোলে লিড নেয় কেরালা। যখন মনে হচ্ছিল কেরালা হয়তো নিজেদের প্রথম খেতাব জিতবে, ঠিক তখনই নির্ধারিত ৯০ মিনিটের দুই মিনিট আগে বুলেট শটে হায়দরাবাদের হয়ে গোল করেন সাহিল তাভোরা। এক্সট্রা টাইমেও দুই দলকে আলাদা করা না যাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টিতে চারটির মধ্যে তিনটি শট বাঁচিয়ে দিয়ে ম্যাচের হিরো হায়দরাবাদ গোলকিপার কাট্টিমানি। পেনাল্টি ৩-১ ব্যবধানে হায়দরাবাদের পক্ষে শেষ হয়। তৃতীয় ফাইনাল শেষেও খালি হাতে ফিরতে হচ্ছে কেরালাকে।

20 Mar 2022, 10:58:45 PM IST

ম্যাচ সেরা কাট্টিমানি

পেনাল্টিতে তিনটি সেভ করার জন্য ম্যাচ সেরা হলেন লক্ষ্মীকান্ত কাট্টিমানি।

20 Mar 2022, 10:20:29 PM IST

নাজরিরিরিরিররিরিরি! চ্যাম্পিয়ন হায়দরাবাদ

অভিজ্ঞ হোলিচরণ নাজরি হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে দিয়ে নিজামের শহরকে প্রথম খেতাব এনে দিলেন। তৃতীয় বারও ফাইনালে পৌঁছে হতাশাই জুটল কেরালা ভাগ্যে। হায়দরাবাদ পেনাল্টিতে ৩-১ জিতল।

20 Mar 2022, 10:19:17 PM IST

চারে তিন, তৃতীয় সেভ কাট্টিমানি

কেরালার হয়ে জিকসন সিংও বল জালে জড়াতে পারলেন না। তৃতীয় সেভ করলেন কাট্টিমানি। পরের শট হায়দরাবাদ ফুটবলার গোল করলেই কাপ তাদের।

20 Mar 2022, 10:17:52 PM IST

কুল লাইক কামারা

চাপের মুখে তুখর পেনাল্টি খাসা কামারার। কেরালার গোলরক্ষক গিল ডাইভ না মারলেও তুখরভাবে সাইড নেটিংয়ে বল জালে জড়িয়ে দেন কামারা। উভয় দল তিনটি করে পেনাল্টি নেওয়ার পর হায়দরাবাদ এগিয়ে ২-১।

20 Mar 2022, 10:16:34 PM IST

পেনাল্টি থেকে প্রথম গোল কেরালার

কাট্টিমানিকে ভুল দিকে পাঠিয়ে কেরালার হয়ে প্রথম গোল করলেন আয়ুষ অধিকারী।

20 Mar 2022, 10:15:18 PM IST

সিভেরিয়োর মিস

হায়দরাবাদকে পেনাল্টি শুট আউটে ২-০ এগিয়ে দেওয়ার সুযোগ ছিল হাভি সিভেরিয়োর কাছে। তবে গোলের বহু উপর দিয়ে তাঁর শট চলে যায়। এখনও অবশ্য ১-০ এগিয়ে হায়দরাবাদ।

20 Mar 2022, 10:13:42 PM IST

দুইয়ে দুই, লাগাতার দুই পেনাল্টি বাঁচালেন কাট্টিমানি

নিশুর প্রথম শট কাট্টিমানি বাঁচিয়ে দিলেও, তাঁর একটি পাও গোললাইনে না থাকায় রেফারি নিশুকে পুনরায় পেনাল্টি নিতে বলেন। আবারও একই  দিকে একইভাবে শট নেন নিশু এবং কাট্টিমানিও তা বাঁচিয়ে দেন।

20 Mar 2022, 10:10:35 PM IST

অ্যাডভানটেজ হায়দরাবাদ

প্রথম পেনাল্টিতে গোল করে হায়দরাবাদকে এগিয়ে দিলেন দলের অধিনায়ক জাও ভিক্টর।

20 Mar 2022, 10:09:36 PM IST

কাট্টিমানির পেনাল্টি সেভ

পেনাল্টি শুট আউটে কেরালার লেসকোভিচের প্রথম শটই বাঁচিয়ে দিলেন কাট্টিমানি।

20 Mar 2022, 10:03:17 PM IST

পেনাল্টি শুট আউট

১২০ মিনিটও আলাদা করা গেল না দুই দলকে। এক্সট্রা টাইম শেষেও স্কোর ১-১। পেনাল্টিতে নির্ধারিত হবে এ মরশুমের বিজয়ী দল।

20 Mar 2022, 10:02:17 PM IST

১১৯ মিনিট- পেনাল্টির দিকে এগোচ্ছে ম্যাচ

এক্সট্রা টাইমের নির্ধারিত সময়ের আর ৬০ সেকেন্ড বাকি। সম্ভাব্য পেনাল্টির দিকে এগোচ্ছে ফাইনাল

20 Mar 2022, 09:57:49 PM IST

১১৩ মিনিট- হলুদ কার্ড

হলুদ কার্ড দেখলেন কেরালার আয়ুষ।

20 Mar 2022, 09:57:06 PM IST

১১১ মিনিট- ভাজকেজকে তুলে নিল কেরালা

সকলকে খানিকটা অবাক করেই দলের গোলস্কোরার ভাজকেজকে তুলে নিলেন কেরালা কোচ ইভান। ম্যাচ পেনাল্টিতে গেলে ভাজকেজের অনুপস্থিতি কিন্তু ভোগাতে পারে তাদের। তাঁর বদলে মাঠে নামলেন ভিন্সি ব্যারেটো। 

20 Mar 2022, 09:54:57 PM IST

১০৯ মিনিট- লেসকোভিচের গোললাইন ক্লিয়ারেন্স 

দারুণ ফুটবল খেলে পেনাল্টি বক্সে একদম ফাঁকায় গোল করার বিশাল সুযোগ পেয়ে গিয়েছিলেন ওগবেচে। তাঁর শট গিলকে পরাস্ত করে দিলেও, একেবারে ঠিক সময়ে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা লেসকোভিচ গোললাইন ক্লিয়ারেন্স করে কেরালাকে বাঁচান।

20 Mar 2022, 09:52:33 PM IST

১০৮ মিনিট- সুইপার কিপার কাট্টিমানি

মাঝমাঠ থেকে লুনার বলে গোল করার বড় সুযোগ পেতে পারতেন ভাজকেজ। তবে হায়দরাবাদ গোলরক্ষক কাট্টিমানি তড়িঘড়ি বক্সের বাইরে বেরিয়ে এসে হেডে বল ক্লিয়ার করে দেন। 

20 Mar 2022, 09:49:01 PM IST

এক্সট্রা টাইমের দ্বিতীয়ার্ধ শুরু

আর ১৫ মিনিটে দুই দলের মধ্য পার্থক্য গড়ার গোল না এলে, ম্যাচ পৌঁছবে পেনাল্টিতে। কোনও দল কি পারবে এই ১৫ মিনিটে গোল করতে? 

20 Mar 2022, 09:45:44 PM IST

১০৫ মিনিট- এক্সট্রা টাইমের হাফ টাইম

এক্সট্রা টাইমের প্রথম ১৫ মিনিটের খেলা শেষে। এই অর্ধে কেরালাই বেশি ভাল খেলেছে। তবে ম্যাচের স্কোর এখনও ১-১।

20 Mar 2022, 09:44:37 PM IST

১০১ মিনিট- দ্বিতীয়বার বারে মারল কেরালা

এই ম্যাচে দ্বিতীয়বার কেরালা ফুটবলারের শট বারে লাগল। জিকসন পেনাল্টি বক্সের মধ্যে দারুণ লাফ দিয়ে বল হেড করেন। কাট্টিমানি পরাস্ত হয়ে গেলেও, বল বারে লেগে ফিরে আসে।

20 Mar 2022, 09:40:17 PM IST

৯৮ মিনিট- কেরালার বদল

ভুটিয়ার বদলে কেরালার হয়ে আয়ুষ অধিকারী মাঠে নামলেন।

20 Mar 2022, 09:39:26 PM IST

৯৭ মিনিট- ওগবেচের বাইসাইকেল কিক

থ্রো-ইন থেকে দ্বিতীয় পোস্টে একটু জায়গা পেয়েছিলেন ওগবেচে। সুযোগ পেয়েই বাইসাইকেল গোল করার প্রয়াশ করেন ওগবেচে। তবে তাঁর শট গোলের একটু বাইরে দিয়ে বেরিয়ে যায়।

20 Mar 2022, 09:37:44 PM IST

৯৫ মিনিট- সুযোগ নষ্ট হায়দরাবাদের

তাভোরার পাস থেকে বক্সের বাইরে থেকে হলেও হায়দরাবাদের হয়ে খুব একটা খারাপ সুযোগ পাননি হোলিচরণ নাজরি। তবে চাঁর শট গোলে তিনি গোলে রাখতে পারেননি।

20 Mar 2022, 09:35:18 PM IST

৯১ মিনিট- কেরালার বদল

দিয়াজের বদলে কেরালা ব্লাস্টার্সের হয়ে মাঠে নামলেন চেঞ্চো।

20 Mar 2022, 09:34:31 PM IST

এক্সট্রা টাইমের খেলা শুরু

নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩০ মিনিট এক্সট্রা টাইমের খেলা শুরু।

20 Mar 2022, 09:29:59 PM IST

নির্ধারিত সময়ের খেলা শেষ

কেরালার হয়ে রাহুল কেপির গোলের জবাবে তাভোরার তুখর শটে ম্যাচে সমতায় ফেরে হায়দরাবাদ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হল ১-১ গোলে সমতায়। সুতরাং, তৃতীয় বার এক্সট্রা টাইমে পৌঁছল আইএসএল ফাইনাল।

20 Mar 2022, 09:27:29 PM IST

৯০+১ মিনিট- ভাজকেজের সুযোগ নষ্ট

হেডারের মাধ্যমে কেরালাকে ম্যাচ জেতানোর সুযোগ পেয়েছিলেন ভাজকেজ, তবে তাঁর হেডার তেকাঠির উপর দিয়ে চলে যায়। 

20 Mar 2022, 09:25:35 PM IST

চার মিনিট অতিরিক্ত

৯০ মিনিটের শেষে অতিরিক্ত চার মিনিট যোগ করা হল।

20 Mar 2022, 09:24:24 PM IST

৮৮ মিনিট- অবিশ্বাস্য, অনবদ্য, অকল্পনীয়! তাভোরা, গোওওওওল!

নির্ধারিত সময়ের তিন মিনিট আগে মরশুমের ফাইনালের সম্ভবত মরশুমের সেরা গোলটি করে ফেললেন সাহিল তাভোরা। অন্তত ২৫-৩০ গজ দূর থেকে তাঁর বুলেট শট, গিলকে নড়ারই তেমন সুযোগ দেয়নি। ম্যাচে সমতায় ফিরল হায়দরাবাদ। স্কোর ১-১।

20 Mar 2022, 09:20:05 PM IST

৮৬ মিনিট- হায়দরাবাদের জোড়া বদল

গোলের খোঁজে থাকা হায়দরাবাদের হয়ে হুয়ানান ও ইয়াসিরের বদলে খাসা কামারা ও অ্যারন ডি'সিলভা মাঠে নামলেন।

20 Mar 2022, 09:17:29 PM IST

৮৫ মিনিট- ফের দুর্বল গোলকিপিং কাট্টিমানির

ফাইনালের চাপে নড়বড়ে দেখাচ্ছে কাট্টিমানিকে। গোলের ক্ষেত্রে তো তাঁর ভুল ছিলই, এবার লুনা ফ্রি-কিক থেকেও একটা সহজ সেভ করতে গিয়ে বল আবার পেনাল্টি বক্সে লেসকোভিচের দিকেই ঠেলে দেন তিনি। লেসকোভিচ পায়ে বল আটকে যায়। পা ঠিক করে শট মারতে মারতেই হায়দরাবাদ রক্ষণ তা ব্লক করে দেন।

20 Mar 2022, 09:13:17 PM IST

৮১ মিনিট- কেরালার বদল

গোলদাতা রাহুল কেপিকে তুলে নিয়ে তুলনামূলক রক্ষণাত্মক নিশু কুমারকে নামালেন কেরালা কোচ ইভান ভুকোমানোভিচ।

20 Mar 2022, 09:11:47 PM IST

৮০ মিনিট- হলুদ কার্ড

ওগেবেচের বিরুদ্ধে লেট ট্যাকেল করে হলুদ কার্ড দেখলেন কেরালার দিয়াজ।

20 Mar 2022, 09:07:04 PM IST

৭৫ মিনিট- অবিশ্বাস্য গিল

ওগবেচের ফ্রি-কিক থেকে এক অসামান্য সেভ করলেন কেরালা গোলরক্ষক গিল। তবে তারপর ফিরতি বল হুয়ানানের পায়ে পৌঁছে গিয়েছিল। ঝাঁপিয়ে পড়ে হুয়ানানের শট রুখে দেন গোলদাতা রাহুল কেপি। দুর্ধর্ষ ফুটবল!

20 Mar 2022, 09:02:40 PM IST

৭১ মিনিট- জোড়া বদল হায়দরাবাদের

খেলার গতির বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরেই জোড়া বদল ঘটালেন মার্কেজ। সৌভিক চক্রবর্তী ও অনিকেত যাদবের বদলে মাঠে নামলেন সাহিল তাভোরা ও হোলিচরণ নাজরি।

20 Mar 2022, 09:00:35 PM IST

৬৮ মিনিট- গোওওওওওলললললল!

অবশেষে গোলের দেখা মিলল। খেলার গতির সম্পূর্ণ বিপরীতে পেনাল্টি বক্সের বাইরে থেকে একটি শট নেন রাহুল কেপি। শটে এমন কিছু জোর ছিল না। তবে অদ্ভুতভাবে মরশুমে সবথেকে বেশি শট সেভ করা হায়দরাবাদ গোলরক্ষক বল ধরতে গিয়েও ব্যর্থ হন। তাঁর হাতে লেগেই বল জালে জড়িয়ে গেল। কেরালা ১-০ গোলে এগিয়ে গেল।

20 Mar 2022, 08:58:02 PM IST

৬৫ মিনিট- ফ্রন্টফুটে হায়দরাবাদ

হু হু করে বারবার আক্রমণে উঠে আসছে হায়দরাবাদ। ওগবেচে ধীরে ধীরে খেলার উপর নিজের প্রভাব তৈরি করতে শুরু করেছেন। 

20 Mar 2022, 08:51:57 PM IST

৬০ মিনিট- এখনও গোলের দেখা নেই

প্রথমার্ধের শুরুতে কেরালা দাপট দেখালে, দ্বিতীয়ার্ধের শুরুতে দাপট দেখাচ্ছে হায়দরাবাদ। তবে ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে গেলেও গোলের দেখা নেই।

20 Mar 2022, 08:46:54 PM IST

৫৫ মিনিট- ওগবেচের অদ্ভুত মিস

ডান দিক থেকে আশিসের ক্রস থেকে দুর্ধর্ষ টাচ নিয়ে গোটা কেরালা রক্ষণকে বোকা বানাতে সক্ষম হয়েছিলেন ওগবেচে। পেনাল্টি বক্সের মধ্যে একেবারে গিলের সামনেও পৌঁছে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে জিকসন ঝাঁপিয়ে পড়ায় হয়তো তাঁর একাগ্রতা সামান্য নষ্ট হয়। তাড়াহুড়ো করতে গিয়ে বল গোলের উপর দিয়ে বের করে দেন ওগবেচে। এমন জায়গা থেকে সাধারণত গোল মিস করেন না লিগের সর্বোচ্চ স্কোরার। ভাগ্য ভাল বলতে হবে কেরালার।

20 Mar 2022, 08:42:21 PM IST

৪৯ মিনিট- হায়দরাবাদ অধিনায়কের ভাল প্রয়াশ

প্রথমার্ধের শেষটা ভালভাবে করেছিল হায়দরাবাদ, দ্বিতীয়ার্ধের শুরুটাও দারুণ করল নিজামের শহর। দুই মিনিটে পরপর দুইটি সুযোগ তৈরি করল হায়দরাবাদ। প্রথমবার আকাশ মিশ্রর দুরন্ত রান গিলের সুবাদে আটকে যাওয়ার পর, অধিনায়ক জাও ভিক্টরের দূরপাল্লার শটও বাঁচিয়ে দিলেন গিল। ফিরতি কর্ণার কাজে লাগাতে পারেনি হায়দরাবাদ।

20 Mar 2022, 08:37:43 PM IST

৪৮ মিনিট- হাই ভোল্টেজ স্টার্ট

একেবারে টপ গিয়ারে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেছে দুই দল। শুরু থেকেই এন্ড টু এন্ড খেলা হচ্ছে। 

20 Mar 2022, 08:36:38 PM IST

দ্বিতীয়ার্ধের খেলা শুরু

রোমাঞ্চক ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা শুরু। কোন দল আগে গোলের দরজা খুলবে?

20 Mar 2022, 08:22:29 PM IST

হাফ টাইম

ঘটনাবহুল প্রথমার্ধ শেষ হল গোলশূন্য। ম্যাচের শুরুটা একটু মন্থর হলেও, সময় গড়াতেই দুই দলই আক্রমণে উঠে আসে। তবে এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সই বেশি ভাল ফুটবল খেলেছে।

20 Mar 2022, 08:21:18 PM IST

৪৫+২ মিনিট- গিলের দুরন্ত সেভ

এই মরশুমে এখনও অবধি সুপার সাব সিভেরিয়োর চারটি গোল করেছেন। আবারও তিনি হায়দরাবাদকে এগিয়ে দেওয়ার বড় সুযোগ পেয়েছিলেন। ইয়াসিরের ফ্রি-কিক থেকে দ্বিতীয় পোস্টে তাঁর রান কেউ ট্রেকই করেনি। অনেকটা ফাঁকা জায়গা পেয়ে জোরালো হেডারও নেন সিভেরিয়ো, তবে গিল তুখর রিফ্লেক্স দেখিয়ে শট বাঁচিয়ে দেন। এই কারণেই তো গিল এখনও অবধি সবথেকে বেশি ক্লিনশিট রেখেছেন। 

20 Mar 2022, 08:18:30 PM IST

৩ মিনিট ইনজুরি টাইম 

নির্ধারিত ৪৫ মিনিট শেষে তিন মিনিটের ইনজুরি টাইম যোগ করা হল।

20 Mar 2022, 08:17:37 PM IST

৪১ মিনিট- ভুটিয়ার শট

কেরালার হয়ে ভুটিয়া দূরপাল্লার এক শট নিয়ে গোলের প্রয়াশ করেছিলেন বটে, তবে তা অনেক উপর দিয়ে চলে যায়।

20 Mar 2022, 08:15:10 PM IST

৩৯ মিনিট- বারে মারলেন ভাজকেজ

ম্যাচের এখনও পর্যন্ত সবচেয়ে বড় সুযোগ পেয়েছিলেন কেরালার ভাজকেজ। পেনাল্টি বক্সের মধ্যে থেকে তাঁর জোরালো শট বারে লেগে ফিরে আসে। অপরদিকে, একই মুভে প্রতিআক্রমণে ছোটে হায়দরাবাদও। তবে সিভেরিয়োর পাস ওগবেচের পায়ে পৌঁছনোর আগেই তা কেরালা ডিফেন্ডাররা ব্লক করে দেন।

20 Mar 2022, 08:11:51 PM IST

৩৯ মিনিট- হায়দরাবাদের বদল

সদ্য চোট সারিয়ে মাঠে নামা চিয়ানেজের গত রান দেখেই বোঝা যাচ্ছিল, তিনি ফিট নন। তাই তাঁর বদলে হাভি সিভেরিয়োকে মাঠে নামাল হায়দরাবাদ।

20 Mar 2022, 08:10:33 PM IST

৩৭ মিনিট- সুযোগ নষ্ট

হায়দরাবাদ রক্ষণে ব্লক থেকে সোজাসুজি মাঝমাঠে ওগবেচে হয়ে উইংয়ে চিয়ানেজের পায়ে বল চলে এসেছিল। তবে তিনি অনেকটা জায়গা পেয়েও নিজের গতির ব্যবহার করতে পারেননি। তাঁর ক্রসও ওগবেচের মাথার বদলে গোলের বাইরে বেরিয়ে যায়।

20 Mar 2022, 08:07:59 PM IST

৩৩ মিনিট- হায়দরাবাদের প্রথম ভাল আক্রমণ

বাঁ-দিকের উইং ধরে প্রথমবার বেশ খানিকটা উপরে উঠার সুযোগ পেয়েছিলেন অনিকেত যাদব। ওগবেচে, আকাশ মিশ্ররা মিলে মুভটা সার্থক করার চেষ্টা করলেও, শেষমেশ আশিস রাই নিজের ক্রস নিয়ন্ত্রণে রাখতে পারেননি এবং তা থেকে বল সোজা কেরালা গোলরক্ষক প্রভসুখন গিলের দস্তানায় চলে যায়।

20 Mar 2022, 08:04:14 PM IST

৩০ মিনিট- লুনার দুর্বল শট

হায়দরাবাদ পেনাল্টি বক্সের অনেক বাইরে থেকে এক দূরপাল্লার শট নিয়েছিলেন আদ্রিয়ান লুনা। তবে তাঁর শটে তেমন জোর না থাকায়, তা হায়দরাবাদ গোলরক্ষক কাট্টিমানি সহজেই দস্তানাবদ্ধ করেন।

20 Mar 2022, 08:01:53 PM IST

২৭ মিনিট- গোলশূন্য ম্যাচে কেরালার দাপট

কেরালা বারংবার উইং ধরে হায়দরাবাদের রক্ষণ ভাঙার চেষ্টা করলেও এখনও তা বিফল হয়েছে। তবে এখনও অবধি ৬৩.৩৭ শতাংশ সময় কেরালা বল নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে, যা ম্যাচে তাদের দাপটই প্রমাণ করে। এথনও স্কোরলাইন কিন্তু গোলশূন্যই।

20 Mar 2022, 07:55:33 PM IST

২৩ মিনিট- মরিয়া ক্লিয়ারেন্স মিশ্রর

মাঝমাঠ থেকে প্রথমে ভুটিয়া এবং পরে ভাজকেজ দুর্ধর্ষ এক টাচ নিয়ে পেনাল্টি বক্সের মধ্যে নিজের জন্য খানিকটা জায়গা তৈরি করে নিয়েছিলেন। তবে ভাজকেজ গোলে শট নেওয়ার আগেই হায়দরাবাদের হয়ে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন আকাশ মিশ্র।

20 Mar 2022, 07:52:49 PM IST

২০ মিনিট- ম্যাচ গোলশূন্য

ফাইনালে এখনও দুই দলের কেউই গোল করতে সক্ষম হয়নি। হায়দরাবাদ সাধারণত শুরুতে গোল করতে দক্ষ হলেও, কেরালার চাপে তেমন বলই পাচ্ছেন না ওগবেচেরা। এখনও অবধি কেরালাকে বেশি ভাল দেখিয়েছে।

20 Mar 2022, 07:47:45 PM IST

১৪ মিনিট- বড় সুযোগ হাতছাড়া দিয়াজের

জান দিকে থ্রো-ইন থেকে হরমনজ্যোৎ খাবরা একটা দারুণ ক্রস বাড়িয়েছিলেন। পেনাল্টি বক্সের মধ্যে অনেকটা ফাঁকা জায়গা পেলেও, হেডার মিসটাইম করেন জর্জ পেরেইরা দিয়াজ। গোলের বড় সুযোগ হাতছাড়া করল কেরালা।

20 Mar 2022, 07:41:15 PM IST

১০ মিনিট, খেলার ফল ০-০

দুটো দলই গোলের মুখ খুলতে চাইছে।  কেরালা-হায়দরাবাদ দু দলই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। সৌভিক গোলে শট রেখেছিলেন কিন্তু গোলরক্ষকের হাতে বল চলে যায়।

20 Mar 2022, 07:36:10 PM IST

ম্যাচের প্রথম কার্ড

ম্যাচের পাঁচ মিনিটে পকেট থেকে হলুদ কার্ড বের করলেন রেফারি ক্রিস্টল জন।  স্ট্রং ট্যাকেল করে লহুদ কার্ড দেখলেন সন্দীপ।

20 Mar 2022, 07:33:18 PM IST

শুরু ফাইনাল ফাইট

ইন্ডিয়ান সুপার লিগ পাবে তাদের নতুন চ্যাম্পিয়নকে।  ফাতোর্দার পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামের মুখোমুখি হায়দরাবাদ ও কেরালা। 

20 Mar 2022, 07:26:44 PM IST

২৩০ পরে ISL-এ মাঠে দর্শক

২৩০ দিন পরে মাঠে প্রবেশ করলেন ফুটবল সমর্থকেরা। বহুদিন পরে যেন ইন্ডিয়ান সুপার লিগের গ্যালারি আবার তার প্রাণ খুঁজে পেল।  

20 Mar 2022, 06:45:18 PM IST

ঘোষিত হল দুই দল 

সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথম একাদশ থেকে দুই বদল কেরালা ব্লাস্টার্স দলে, আয়ুষ অধিকারী ও নিশু কুমারের বদল মাঝমাঠে এলেন জিকসন সিং ও রাহুল কেপি।চোটের কবলে পড়া সাহাল আব্দুল সামাদ ফিট না হওয়ায় স্কোয়াডে নেই।অপরদিকে, এটিকে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথম একাদশ থেকে দু'টি বদল করল হায়দরাবাদ। নিম দর্জের বদলে ডিফেন্সে ফিরে এলেন আশিস রাই আর আক্রমণ বিভাগে হাভি সিভোরিয়োর বদলে এলেন জোয়েল চিয়ানেজে।

20 Mar 2022, 06:35:33 PM IST

উপস্থিত হায়দরাবাদ এফসিও 

20 Mar 2022, 06:34:43 PM IST

ফতোরদায় এসে পড়েছে কেরালা ব্লাস্টার্স

20 Mar 2022, 06:24:47 PM IST

হেড-টু-হেড রেকর্ড

এখনও অবধি ছয় বার সাক্ষাৎকারে দুই দলের একটি ম্যাচও ড্র হয়নি। দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে। এ মরশুমেও উভয়ই একটি করে জয় পেয়েছে। প্রথম ম্যাচে ১-০ জিতেছিল কেরালা। দ্বিতীয় ম্যাচে ২-১ জয় পায় মার্কেজের হায়দরাবাদ।

20 Mar 2022, 06:15:48 PM IST

সাম্প্রতিক ফর্ম

সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৩-২ জিতলেও, শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দু'টিতে হেরেছে হায়দরাবাদ এফসি। অপরদিকে, সেমিতে দুই লেগ মিলিয়ে ২-১ জয়সমেত শেষ পাঁচ ম্যাচ অপরাজিত কেরালা ব্লাস্টার্স।

20 Mar 2022, 06:01:29 PM IST

সেমিফাইনালের ফলাফল

সেমিফাইনালের প্রথম লেগে সাহাল আব্দুল সামাদের গোলে জামশেদপুরকে হারায় কেরালা। দ্বিতীয় লেগে আদ্রিয়ান লুনা কেরালাকে এগিয়ে দিলেও প্রণয় হালদার জামশেদপুরের হয়ে গোল শোধ করে ম্যাচ ১-১ করে। তবে দ্বিতীয় লেগ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে ২-১ জিতে ফাইনালে পৌঁছয় কেরালা।হায়দরাবাদ অপরদিকে প্রথম লেগে সিংহভাগ কাজটা করে রেখেছিল। রয় কৃষ্ণর গোলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে পিছিয়ে পড়লেও, বার্থোলোমিউ ওগবেচে, মহম্মদ ইয়াসির ও হাভি সিভেরিয়োর গোলে ৩-১ প্রথম লেগ জেতে তারা। দ্বিতীয় লেগে রয় কৃষ্ণ এক গোল করে মোহনবাগানকে ম্যাচ জেতালেও, দুই লেগ মিলিয়ে ৩-২ জিতে ফাইনালে পৌঁছয় হায়দরাবাদ এফসি। 

20 Mar 2022, 06:01:29 PM IST

গ্রুপ পর্বে অবস্থান

২০ ম্যাচের মরশুমে ১১টি জয় ও পাঁচটি ড্রয়ের মাধ্যমে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে শেষ করেছিল ম্যানুয়েল মার্কেজের হায়দরাবাদ এফসি। অপরদিকে, নয়টি জয় ও সাতটি ড্রয়ের সুবাদে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চতুর্থ স্থানে ছিল ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে

Latest IPL News

সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.