নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েই এই মরশুমে মোহনবাগান এসজি ছাড়তে বাধ্য হন প্রীতম কোটাল। আব্দুল সামাদের সঙ্গে প্রীতম কোটালের সোয়াপ ডিল করেছিল মোহনবাগান। প্রীতমকে কেরালা ব্লাস্টার্সে পাঠিয়ে দিয়ে সামাদকে দলে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। এই বিষয়টি কিন্তু হজম করতে পারেননি বাংলার তারকা ডিফেন্ডার।
গত মরশুম পর্যন্ত মোহনবাগান রক্ষণের স্তম্ভ ছিলেন প্রীতম। এবার সেই প্রীতমের ঘাড়েই দায়িত্ব থাকবে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সদের আটকানোর। যে কারণে মোহনবাগানের প্রাক্তনী প্রীতমের কাছে বুধবারের ম্যাচটি নিঃসন্দেহে খুবই ‘স্পেশ্যাল’।
ডিসেম্বরে প্রথম লেগে কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে দিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচে ৭২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন প্রীতম। কিন্তু একটিও গোল করতে দেননি বাগানকে। এবার ঘরের মাঠেও ফের হাবাস ব্রিগেডকে আটকে দিতে মরিয়া থাকবেন প্রীতম।
ম্যাচের আগের দিন মঙ্গলবার কোচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রীতম বলেন, ‘আমাদের কাছে এখন প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। মোহনবাগানের বিরুদ্ধে আরও একটি ম্যাচ খেলতে হবে। ওরা ভালো দল। গত সাত দিন ধরে অনুশীলনের পর আমরাও প্রস্তুত। ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার জন্য নিজেদের সেরাটা দিতে তৈরি আছি আমরা।’
আরও পড়ুন: এই প্রথম নয়, ক্লেটন আগেও পেনাল্টি মিস করেছে- বিরক্তি কি গোপন করতে পারলেন না কুয়াদ্রাত?
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘গত ছ'-সাত দিনে আমরা ভালো অনুশীলন করেছি। মোহনবাগানের বিরুদ্ধে আমাদের রক্ষণ শক্তিশালী রাখতে হবে। তবে শুধু দিমিত্রি, সাদিকু বা কামিন্সকে নিয়ে ভাবছি না। ওদের আরও ভালো ভালো খেলোয়াড় রয়েছে। আমরা এগারো জন লড়ব, ওদের এগারো জনের বিরুদ্ধে। যেমন এগারো জন মিলেই ডিফেন্স করব, তেমনই এগারো জন মিলেই আক্রমণে উঠব। দলের সবাইকে মাথা ঠাণ্ডা রেখে দল হিসেবে লড়াই চালিয়ে যেতে হবে। আশা করি, তা হলেই সাফল্য আসবে’
তাঁর কথার মধ্যেই আত্মবিশ্বাসের সুর ছিল স্পষ্ট। এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্সের হয়ে ১৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে অভিজ্ঞ বঙ্গ তারকার। তার মধ্যে ১৩টিতেই প্রথম এগারোয় ছিলেন। দু'টি ম্যাচে বেঞ্চ থেকে নামেন। গত ম্যাচেও তিনি রিজার্ভেই ছিলেন। ৭২ মিনিটের পর মাঠে নামেন। এখনও পর্যন্ত চারটি ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছেন তিনি। চলতি লিগে এখনও পর্যন্ত ২৭টি ইন্টারসেপশন, পাঁচটি ব্লক, ২৩টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর ঝুলিতে। তিনটি গোলের সুযোগও তৈরি করেছেন। কিন্তু গোল পাননি এবং একটিও অ্যাসিস্ট করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।