গত মরশুম শেষের জল্পনা দেখা দেয় আর পিএসজির জার্সি গায়ে দেখা যাবে না কিলিয়ান এমবাপেকে। মেসির পথ অনুসরণ করে তিনিও নাকি পিএসজি ছাড়তে চলেছে। গোটা ফুটবল বিশ্বে এই জল্পনা দেখা দিতে শুরু করে। এমনকী পিএসজি কর্তা এও জানিয়ে দেন, তারা কোনও ভাবেই বিশ্বের সেরা ফুটবলারকে কম দামে ছেড়ে দেবে না। ফলে বেশ টানাপোড়েন দেখা দেয়।
যদিও এমবাপে এখনও পর্যন্ত কোনও দলেই সই করেননি। যেহেতু ২০২৪ পর্যন্ত পিএসজির সঙ্গেই চুক্তি রয়েছে এমবাপের। তাই এখনও পর্যন্ত সরকারি ভাবে পিএসজিতেই রয়েছেন এমবাপে। যদিও এই তারকা ফুটবলারকে দলে নিতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। কথাও হয় তাঁর এজেন্টের সঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত সই করেননি এমবাপে। পাশাপাশি আগামী সপ্তাহেই শেষ হচ্ছে ট্রান্সফাই উইন্ডো। ফলে এখনও এমবাপে সই না করায় রিয়াল কোচ আর এই তারকা ফুটবলারকে নিতে চান না।
রিয়াল মাদ্রিদের কোচ আনসেলোত্তি এক সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেন এমবাপেকে তিনি আর এই মরশুমে নেবেন না। তাঁর এই বক্তব্যের ফলে সব জল্পনার অবসান ঘটল বলা চলে। আনসেলোত্তি সাংবাদিক সম্মেলনে জানান, 'আমি এমবাপেকে নেওয়ার বিষয়ে ১০০ শতাংশ না বলতে পারি। আমি মনে করি আমাদের দলের ট্রান্সফার উইন্ডো ও স্কোয়াডে প্রবেশ বন্ধ হয়ে গিয়েছে। দলের ফুটবলাররা আগামী মরশুম নিয়ে ভাবতে শুরু করেছে। কেউ হয়তো নিজের চিন্তার পরিবর্তন আনতে পারে কিন্তু তাতে আমি ভয় পাই না।'
অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে লুকা মদ্রিচ প্রথম দুটি লিগ ম্যাচ খেলতে পারবেন না। সেই বিষয়ে রিয়ালের কোচ বলেন, 'লুকা ইতিমধ্যেই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছে। ওর কোনও সমস্যা নেই। দলের হয়েও অনেক অবদান রাখতে পারবে। এটি প্রত্যেকের জন্য একটি বিশেষ পরিস্থিতি। তবে ওর জন্য প্রথম মিনিট থেকে না খেলা অদ্ভূত। কিন্তু লুকা সবসময়ের মতো এবারও অবদান রাখবে।'
রিয়াল মাদ্রিদের কোচ আরও জানান, চেলসি থেকে রিয়াল মাদ্রিদে এইবার যোগ দেওয়া কেপা আরিজাবালাগার প্রথম হোম লিগের ম্যাচে রিয়ালের হয়ে অভিষেক হবে। তবে এটা পরিস্কার হয়ে গেল, এমবাপের রিয়ালে আসা এই বছর আর হচ্ছে না। যে জল্পনা তৈরি হয়েছিল, তা অবশেষে সমাপ্তি ঘটল বলা চলে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।