বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > মাত্র তিনদিনেই সেরে গেল করোনা! PSG অনুশীলনে ফিরতে চলেছেন লিওনেল মেসি

মাত্র তিনদিনেই সেরে গেল করোনা! PSG অনুশীলনে ফিরতে চলেছেন লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি- রয়টার্স। (REUTERS)

রবিবারই মেসির করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয় ক্লাবের তরফে।

রবিবার (২ জানুয়ারি) আপামর সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে লিওনেল মেসিসহ দলের মোট চার ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার কথা এক বিবৃতিতে জানিয়েছিল প্যারিস সাঁ-জাঁ। তবে মাত্র তিনদিন পরেই মেসি করোনা নেগেটিভ বলে জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে।

মেসির পাশপাশি জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালার করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়। তবে মেসির রিপোর্ট যেসময় পজিটিভ আসে, তখন তিনি আর্জেন্তিনাতে ছিলেন। ইতিমধ্যেই প্যারিসে ফিরেছেন তিনি। বুধবারই (৫ জানুয়ারি) নতুন রিপোর্টে মেসির করোনা নেগেটিভ হওয়ার কথা এক বিবৃতিতে জানানো হয় পিএসজির তরফে। সেই বিবৃতিতে ক্লাব বলে, ‘লিওনেল মেসির করোনা ভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। উনি ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গিয়েছেন এবং পরবর্তী কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন।’

মেসি করোনার কারণে সোমবার ফরাসি লিগ কাপে ভানেসের বিরুদ্ধে ৪-০ জয়ে খেলতে পারেননি। কোচ মারিসিও পচেতিনো সপ্তাহান্তে আসন্ন ম্যাচে লিয়ঁর বিরুদ্ধেও মেসি মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। যদিও মেসির করোনা নেই। তবে ম্যাচের আগে কতটা অনুশীলন করতে পারবেন, আদৌ পারবেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েইছে। ফলে লিয়ঁর বিরুদ্ধে মেসির মাঠে নামা এখনও নিশ্চিত নয়। মেসির রিপোর্ট নেগেটিভ আসলেও একই বিবৃতিতে জানানো হয় পিএসজির আরেক ফুটবলার লেইভিন কুরজয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন