লিগ কাপে দুর্দান্ত ফর্মে ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ম্যান সিটি। এই ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের একেবারেই শুরুতেই অর্থাৎ ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ম্যান সিটির এরলিং হ্যাল্যান্ড। দশ মিনিটের মাথায় গোল হজম করতেই আক্রমণের গতি বাড়ায় লিভারপুল। ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান লিভারপুলের ফাবিও কারভালো। প্রথমার্ধেই সমতা ফেরানোর পরে খেলার গতি কিছুটা হলেও কমে যায়।
এরপর দুই দলই একধিক গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-১ থাকে। দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরু হতেই ফের গোলের মুখ দেখে ম্যান সিটি। ৪৭ মিনিটের মাথায় গোল করেন রিয়াদ মারেজ। ব্য়বধান বাড়ালেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ঠিক সেই মুহূর্তেই ম্যান সিটির ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে সমতা ফেরান মহম্মদ সালাহ। ৪৮ মিনিটের মাথায় গোল করেন তিনি। এক মিনিটের ব্য়বধানে দুই দলের দুই গোলে জমে ওঠে খেলা।
লিভারপুলের ফুটবলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে ম্যান সিটি। যার ফল হাতে নাতে পেয়েছে লিভারপুল। ম্যাচের পরিস্থিতি অন্য হতেই পারত। কিন্তু তা হয়নি। ৫৮ মিনিটের মাথায় ফের গোল হজম করে লিভারপুল। নাথান একে গোল করেন এবং মহম্মদ সালাহদের কফিনে পেরেক গেঁথে দেয় ম্যান সিটি। এরপর আর দুই দলই গোল করতে পারেনি।
আরও পড়ুন:- Ranji Trophy: অলরাউন্ড পারফর্ম্যান্সে হায়দরাবাদকে ইনিংসে হারাল মুম্বই
তৃতীয় গোলের পরই ডিফেন্সিভ মুডে চলে যায় ম্যান সিটি। ৬১ মিনিটের মাথায় ম্যানুয়েল আকাঞ্জিকে তুলে জন স্টোনসকে নামান পেপ গুয়ার্দিওয়ালা। ম্যাচের একেবারে শেষের দিকে ঝামেলায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন ম্যান সিটির রড্রি এবং লিভারপুলের ফ্য়াবিনো। পরে অবশ্য লিভারপুলের নাবি কেইটা হলুদ কার্ড দেখেন। কিন্তু ততক্ষণে ম্যাচ হাতছাড়া হওয়া কার্যত নিশ্চত হয়ে গিয়েছিল। অতিরিক্ত সময়েও গোল করতে পারেনি লিভারপুল। ম্যানসিটির কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় সালাহদের।
আরও পড়ুন:- Ind vs Ban- এই উইকেট নেওয়ার কথা হাজার বার ভেবেছি, বারো বছরের অপেক্ষার শেষে বললেন উনাদকাট
ম্যাচ জয়ের পর ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা বলেন, 'লিভারপুলের বিরুদ্ধে এই জয় আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দেবে। সামনে আরও কঠিন লড়াই। সেখানে আমাদের জিততে হবে। তবে দুই দলই খুব ভালো খেলেছে। আমরা অনেক গোলের সুযোগ নষ্ট করেছি। সুতরাং পরের ম্যাচে জন্য় আরও ভালো প্রস্তুতি নিতে হবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।