বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MBSG vs EBFC, ISL 2023-24: বড় জয়ের পর মনসংযোগ নষ্ট হতে পারে- ডার্বির আগে তাই বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

MBSG vs EBFC, ISL 2023-24: বড় জয়ের পর মনসংযোগ নষ্ট হতে পারে- ডার্বির আগে তাই বাড়তি সতর্ক ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

জিততে মরিয়া ইস্টবেঙ্গল এফসি।

আইএসএলের পয়েন্ট তালিকায় ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে মোহনবাগান এসজি। ইস্টবেঙ্গল ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। সদ্য সুপার কাপের ডার্বিতে বাগানকে হারিয়েছে লাল-হলুদ। এবার আইএসএলেও সেই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া কুয়াদ্রাত ব্রিগেড।

সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার ঘোর এখনও কাটেনি। তার মধ্যেই খেলতে নামতে হচ্ছে আরও একটি ডার্বি। মাত্র ১৫ দিনের ব্যবধানে ফের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল-মোহনবাগান। আইএসএলের প্রথম লেগের ডার্বি ৩ ফেব্রুয়ারি (শনিবার)।

জাতীয় পর্যায়ে এই মরশুমে মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে মোট তিন বার। দু’বার জিতেছে লাল-হলুদ। এক বার সবুজ-মেরুন। শনিবার আইএসএলের প্রথম এবং মরশুমের চতুর্থ বড় ম্যাচে মুখোমুখি হবে দুই প্রধান। চলতি মরশুমে ডুরান্ড এবং সুপার কাপে মোহনবাগানের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সবুজ-মেরুনের বিরুদ্ধে এখনও আইএসএলে জিততে পারেনি তারা। সেই খরা কাটাতে মরিয়া হয়ে থাকবে কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা।

শুধু আইএসএলের পরিসংখ্যানেই যে ইস্টবেঙ্গল পিছিয়ে রয়েছে, তা নয়। এই বছর ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টের নিরিখে বিচার করলেও, মোহনবাগান কিন্তু অনে এগিয়েক রয়েছে ইস্টবেঙ্গলের চেয়ে। ১০ ম্যাচে ১১ পয়েন্ট লাল-হলুদের। তারা রয়েছে লিগ তালিকায় আট নম্বরে। সেখানে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে পাঁচে।

আরও পড়ুন: সিভেরিয়োকে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বদলির নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, যোগ দিচ্ছেন কোস্টারিকার নামী স্ট্রাইকার

তবে ডার্বির লড়াই সব সময়েই আলাদা হয়ে থাকে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুই দল যখনই মুখোমুখি হয়, তখন একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়ে না। পুরো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। গত এক মাসে ইস্টবেঙ্গল তাদের খেলায় অসাধারণ উন্নতি দেখা গিয়েছে। কলিঙ্গ সুপার কাপ তারা দাপটের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ ১২ বছরের ট্রফি খরা কেটেছে ইস্টবেঙ্গলের। স্বভাবতই তারা এখন চনমনে।

ডার্বির আগে লাল-হলুদের কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য সতর্ক। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর যাতে দলের মধ্যে আত্মতুষ্টি না আসে, সেই দিকে কড়া দৃষ্টি রয়েছে তাঁর। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ‘বড় জয়ের পরে মনোযোগ নষ্ট হতেই পারে। ছেলেদের মনোসংযোগ যাতে নষ্ট না হয়, সেই চেষ্টা করছি আমরা। বেঙ্গালুরুর সঙ্গেও ঘটেছে এমনটা। আমরা ফুটবল জগতের সঙ্গে রয়েছি দীর্ঘ দিন। অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে। আমি এটাও জানি যে, আমার ছেলেদের মোটিভেশনের দরকার পড়বে না। আরও একটা বড় ম্যাচ খেলার জন্য তৈরি ওরা। বড় ম্যাচ খেলার মোটিভেশন রয়েছে ওদের।’

আরও পড়ুন: সুপার কাপের ট্রফি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ইস্টবেঙ্গল কর্তারা, দু'দিনের ছুটি কাটিয়ে ডার্বির প্রস্তুতি শুরু লাল-হলুদের

এর সঙ্গে কুয়াদ্রাত যোগ করেছেন, ‘মোহনবাগান আমাদের থেকে এই মুহূর্তে আট পয়েন্টে এগিয়ে রয়েছে। আমাদের তিন পয়েন্ট দরকার এখন। আমরা জেতার চেষ্টা করব আর মোহনবাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর চেষ্টা করব। এটাই আমাদের উদ্দেশ্য।’

সুপার কাপের পর ইস্টবেঙ্গল বোরহা আর সিভেরিয়োকে ছেড়ে দিয়েছে। বড় ম্যাচে তাই চার বিদেশি নিয়েই ছক সাজাতে হবে কুয়াদ্রাতকে। যদিও তাঁদের পরিবর্তে দুই বিদেশির নাম লাল-হলুদ ঘোষণা করে দিয়েছে। তারা ভিক্টর ভাসকুয়েজ‌ এবং ফেলিসিয়ো ব্রাউন ফোবর্সকে দলে নিয়েছে। কিন্তু ডার্বিতে তাদের পাওয়া সম্ভব নয়। এদিকে কার্ড সমস্যায় নেই শৌভিক চক্রবর্তীও।

এই প্রসঙ্গে কুয়াদ্রাত বলছিলেন, ‘লড়াইটা এগারো বনাম এগারোই হবে। শৌভিকের কাজটা কে করতে পারে, সেটাই আগে দেখতে হবে। শৌভিককে নিয়ে আমরা খুশি। তবে শৌভিকের জায়গায় কাকে নামান যায়, সেটাই দেখতে হবে।’ তিনি আর বলেছেন, ‘চার জন বিদেশিকে নিয়ে খেলব আমরা। আমার ছেলেদের উপরে পূর্ণ সমর্থন রয়েছে। আমরা ভালো খেলছি। মানোলোর হয়ে খেলতে চেয়েছিল বোরহা। আমি আটকায়নি। ওকে যেতে দিয়েছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RCB vs DC: শুধু বেঙ্গালুরুর হয়েই IPL-এ ২৫০ ম্যাচ খেলে ফেললেন কোহলি,লিখলেন ইতিহাস চার দশকের পুরনো স্ট্র্যাটেজি মেট্রোর! এয়ারপোর্ট-হলদিরাম অংশে কবে পরিষেবা শুরু? 'আমার ভিত্তি তুমি...' মাদার্স ডে-তে আবেগঘন পোস্ট সৌরভ-সচিনের, কী বলছে ভক্তরা? অন্ডাল বিমানবন্দরে শাহের সঙ্গে কয়লা মাফিয়া!‌ শশীর মন্তব্যে কমিশনে বিজেপি গুরু আদিত্য যোগে সুখ আসবে ৫ রাশির প্রেম জীবনে, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল রাজভবনের আরও চারজন কর্মীকে তলব করল লালবাজার, শ্লীলতাহানি ইস্যুতে নোটিশ সিঙ্গুরনামা: 'টাটার মাঠে' দাঁড়িয়ে মানতের বট, লাল সুতোর ফাঁকে লুকিয়ে কোন কামনা? কাল ভোট-ভাগ্য পরীক্ষা অধীর, মহুয়া,অখিলেশদের! স্টার প্রার্থী, কেন্দ্র একনজরে ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি CSK-এর,RR-এর অশ্বিনও ৫০উইকেটের নজির গড়ে ফেললেন চিপকে ১২ বছর পর, গুরুর গোচরে তৈরি কুবের যোগ, ৩ রাশির জীবনে আসবে সুখ সমৃদ্ধি সম্পদ

Latest IPL News

প্রথম ম্যাচে থেকে নিজেই সিদ্ধান্ত নিয়েছি, ধোনির কাছে যাইনি…বললেন রুতুরাজ, ভিডিয়ো চিপকের দুর্গে চিড় ধরাতে পারলেন না স্যামসনরা, লড়াকু জয়ে প্লে-অফের পথে ধোনিরা যুক্তি সাজিয়ে নিয়ে গিয়েছিলেন সৌরভরা, তাও কেন আটকাতে পারলেন না পন্তের নির্বাসন? জেনে-বুঝে ফিল্ডিংয়ে বাধা, জাদেজাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দিলেন আম্পায়ার IPL 2024-কেরিয়ারে আপ অ্যান্ড ডাউন চলছে, কার দিকে আঙুল তুললেন রিঙ্কু? ভিডিয়ো IPL-ওরা ব্যবসাদার, লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝে না… গোয়েঙ্কাকে ধুয়ে দিলেন সেহওয়াগ তিলক বর্মা আউট হতেই গৌতির ‘গম্ভীর’ মুখে ফুটল হাসি, মজা করলেন ধারাভাষ্যকাররাও IPL 2024- রোহিতকে ট্র্যাপে ফেলারই চেষ্টা ছিল, উদ্দেশ্য সফল হওয়ার পর বললেন বরুণ ঘরের মাঠে এটাই কি শেষ IPL ম্যাচ ধোনির? মাহি আবেগে ভাসল চিপকের গ্যালারি দলের পরিবেশ বদলে গেছে, এতদিন তা ছিল না…ম্যাচ জয়ের পর কার দিয়ে আঙুল তুললেন নীতিশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.