গোকুলামের কাছে আটকে গেল মহমেডান স্পোটিং। বিপক্ষের করা আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছাড়তে হয় সাদা কালো ব্রিগেডকে। এই ম্যাচ ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে কলকাতার এই ক্লাব। তবে অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে কোনও রকমে হার এড়ালো গোকুলাম কেরালা এফসি। লাগাতার দুটি ড্রয়ের পর, এবারও একটি রুদ্ধশ্বাস ড্রয়ের মুখোমুখি হলো ডোমিনগো ওরামাসের ছেলেরা। মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি 'লো স্কোরিং থ্রিলার' তারা শেষ করলো ১-১ ব্যবধানে। পাশাপাশি, জয়ের সুযোগ হাতছাড়া হলো আন্দ্রের ছেলেদের। প্রথমার্ধে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত গোকুলাম কেরালা এফসির দাপুটে ফুটবল কোমর ভেঙে দেয় মহমেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের।
শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। একটি টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হয় দর্শকরা। যদিও গোল বেশি হয়নি ম্যাচ জুড়ে। প্রথমার্ধে আব্দুল হাক্কুর আত্মঘাতী গোল কাজে লাগে মহমেডানের। ৪০ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল। যদিও প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করে মহমেডানও। দ্বিতীয়ার্ধের শুরুতেও লাগাতার আক্রমণ আসতে থাকে মহমেডান স্পোর্টিং ক্লাবের থেকে। তবে গোকুলামের দুর্দান্ত ডিফেন্স টেবিল টপারদের গোল করতে দেয়নি।
তবে দ্বিতীয়ার্ধের অর্ধেক সময় শেষের পর থেকেই ঘুরতে থাকে ম্যাচের মোড়। পালটা আক্রমণ আসে কেরলের থেকে। শেষ পর্যন্ত ৬৪ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় গোকুলাম। ভিএসের গোলে ম্যাচে ফিরে আসে তারা। এরপর লাগাতার আক্রমণ ও পালটা আক্রমণ চলতেই থাকে দুই দলের তরফ থেকে। কিন্তু শেষ পর্যন্ত কেউ গোল করতে সক্ষম হয়নি এবং দুই দলই মাঠ ছাড়ে ১-১ য়ে। প্রসঙ্গত, এরপর গোকুলাম মুখোমুখি হবে রিয়্যাল কাশ্মীরের ১১ ডিসেম্বরে। পাশাপাশি মহমেডান স্পোর্টিং ক্লাব মাঠে নামবে ১৩ ডিসেম্বর।
উল্লেখ্য, আই লিগের এই মরসুম শুরু হয়েছে ২৮ অক্টোবর এবং শেষ হবে আগামী বছর এপ্রিল মাসে। এখনও পর্যন্ত খেলা হয়েছে মোট ৫৩টি ম্যাচ এবং গোল হয়েছে ১৭৫টি। এই পর্যন্ত ৮টি ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। তবে অপরাজিত থাকার তালিকায় রয়েছে শিলং লাজংও। তারা এই মুহূর্তে রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।