মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ডের নিয়মভঙ্গের চাঞ্চল্যকর অভিযোগ আনল ইস্টবেঙ্গল। শনিবার ডুরান্ড ডার্বিতে সাড়ে চার বছরের খরা কাটিয়ে ১-০ জিতে নেওয়ার পরেই বড় অভিযোগ করল লাল-হলুদ। এমন কী তারা মোহনবাগানের বিরুদ্ধে সরাসরি ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়ে বসল।
কী নিয়ে লাল-হলুদের অভিযোগ?
ইস্টবেঙ্গলের দাবি, ডুরান্ড কাপের নিয়ম ভেঙে ৩ ম্যাচে ৩৩ জন ফুটবলারকে খেলিয়েছে মোহনবাগান। প্রথম দুটি ম্যাচে ২৭ জন ফুটবলারকে খেলিয়েছিল মোহনবাগান। শনিবারের ম্যাচে আরও ছ’জন ফুটবলার খেলানো হয়েছে। এই বিষয় নিয়েই তারা সরকারি ভাবে বাগানের বিরুদ্ধে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে। এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের কাছেই নালিশ জানিয়েছে ইস্টবেঙ্গল
ডুরান্ডের নিয়ম কী?
ডুরান্ড কাপের নিয়মে রয়েছে, গোটা টুর্নামেন্টে মোট ৩০ জন ফুটবলার খেলাতে পারবে প্রতিটি দল। সেই নিয়মই ভেঙে বসে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফুটবলার খেলানোর হিসেবটা ঠিক রাখতে পারেনি মোহনবাগান। হয়তো জুয়ান ফেরান্দো এএফসি কাপের আগে বাড়তি পরীক্ষানিরীক্ষা করতে গিয়েই ভুল করে বসেছেন।
কুয়াদ্রাতের দাবি
ম্যাচের পর ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘মোহনবাগান তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ডুরান্ডে। এর মধ্যেই ওরা ৩৩ জন ফুটবলারকে খেলিয়ে ফেলেছে। ডুরান্ডে নিয়মে, ৩০ জন ফুটবলার খেলানো যায়। আমরা কখনও ৩০ জনের বেশি ফুটবলারকে খেলাব না। ওরা নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি ভারতীয় ফুটবলকে ভালোবাসি। সেই কারণে আবার এখানে কাজ করতে এসেছি। কিন্তু নিয়ম সব জায়গায় সমান ভাবে কাজে লাগানো হয় না, এটা দেখে অবাক হয়েছি। মোহনবাগানের ব্যাপারটা বুঝতে পারছি। ওরা সবাইকে খেলিয়ে দেখে নিতে চাইছে। এর পরে এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেটাকে আমি সমীহ করি। কিন্তু নিয়ম তো সবার জন্যেই সমান হবে।’
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে ISL বড় ভূমিকা পালন করেছে- দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত
রেফারিং নিয়েও কুয়াদ্রাতের অভিযোগ
ডার্বির পর রেফারিং নিয়ে প্রশ্ন উঠবে না, সেটা হয় নাকি! ম্যাচ জেতার পরেও রেফারির বিরুদ্ধে মুখ খুলেছেন লাল-হলুদ কোচ। তিনি বলেছেন, ‘আমার কাছে একটা ব্যাপার অদ্ভুত লেগেছে। এখানে নিয়ম এবং রেফারিংয়ের কোনও ধারাবাহিকতা নেই। গোটা ম্যাচে আমরাই একমাত্র হলুদ কার্ড দেখেছি। ওদের কেউ হলুদ কার্ড দেখেনি। অথচ বেশ কিছু ট্যাকল ওরা করেছে যেগুলো কার্ড দেখার মতোই।’
ডার্বির ফল
শনিবার নন্দকুমারের একমাত্র গোলে মোহনবাগানকে প্রায় সাড়ে চার বছর পর ডার্বিতে হারাল ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে দৃষ্টিনন্দন একটি গোল করেছেন নন্দকুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।