বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup 2023-24 Points Table: বাকি ২ ম্যাচে জিতেও AFC কাপ থেকে ছিটকে যেতে পারে মোহনবাগান, কীভাবে সেমিতে উঠবে?

AFC Cup 2023-24 Points Table: বাকি ২ ম্যাচে জিতেও AFC কাপ থেকে ছিটকে যেতে পারে মোহনবাগান, কীভাবে সেমিতে উঠবে?

এএফসি কাপে প্রবল চাপে পড়ে গিয়েছে মোহনবাগান। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

এএফসি কাপের গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান হাতছাড়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত যা পরিস্থিতি, তাতে বাকি দুটি ম্যাচে জিতলেও ইন্টারজোনাল সেমিফাইনালে নাও উঠতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। কোন অঙ্কে পারবে, তা দেখে নিন।

‘হাফ-টাইম’ পর্যন্ত এগিয়ে ছিল। কিন্তু ‘হাফ-টাইম’-র পরে ছোট্ট একটা ভুল। তাতেই এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে ওঠার কাজটা মারাত্মক কঠিন হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে। কারণ বসুন্ধরা কিংসের কাছে হেরে গিয়ে হেড-টু-হেড রেকর্ডের নিরিখে গ্রুপ ‘ডি’-র দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। জুয়ান ফেরান্দোদের হাতে আর দুটি ম্যাচ আছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার-জোনাল সেমিফাইনালে ওঠার জন্য ওই দুটি ম্যাচে জিততেই হবে। সঙ্গে আশা করতে হবে যাতে বসুন্ধরা পয়েন্ট হারায়। নাহলে বাকি দুটি রাউন্ডের ম্যাচ থেকে মোহনবাগান এবং বসুন্ধরা যদি ছয় পয়েন্টই পায় (অর্থাৎ ছ'টি ম্যাচের শেষে দুই দলের পয়েন্ট যদি ১৩ হয়), তাহলে হেড-টু-হেড রেকর্ডের নিরিখে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের দল। আর চলে যাবে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালে।

অথচ তৃতীয় রাউন্ড পর্যন্ত সেই লড়াইয়ে অনেকটা এগিয়ে ছিল মোহনবাগান। ভুবনেশ্বরে বসুন্ধরার সঙ্গে ড্র করার পরও গ্রুপ ‘ডি’-তে শীর্ষস্থান ধরে রেখেছিল সবুজ-মেরুন ব্রিগেড। দ্বিতীয় স্থানাধিকারী বসুন্ধরার থেকে তিন পয়েন্টে এগিয়ে ছিল। কিন্তু ঢাকায় গিয়ে হেরে যাওয়ায় মোহনবাগান এবং বসুন্ধরার পয়েন্ট সমান হয়ে গিয়েছে। আর মুখোমুখি সাক্ষাতে এগিয়ে থাকায় গ্রুপের শীর্ষে উঠে এসেছে বসুন্ধরা। দুইয়ে নেমে গিয়েছে মোহনবাগান। 

আরও পড়ুন: AFC Cup: দ্বিতীয়ার্ধে হতাশাজনক ফুটবল, এগিয়ে গিয়েও কিংসের কাছে হার, পয়েন্ট টেবলের দুইয়ে নেমে গেল বাগান

সেই পরিস্থিতিতে ছয় ম্যাচ শেষে দু'দলই ১৩ পয়েন্টে শেষ করলে নিয়মের কারণে কপাল পুড়বে সবুজ-মেরুন ব্রিগেডের। হেড-টু-হেড রেকর্ডে গ্রুপ শীর্ষে থেকে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনাল খেলতে যাবে বসুন্ধরা। তাই মোহনবাগানকে আশা করতে হবে যে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং ওড়িশার বিরুদ্ধে যেন পয়েন্ট হারায় বাংলাদেশে দল। তাহলেই নিজেদের বাকি দুটি ম্যাচ জিতে ইন্টার-জোনাল সেমিতে যেতে পারবে মোহনবাগান। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একটা ভুলের জন্য এখন অন্য দলের উপর নির্ভর করছে মোহনবাগানের ভাগ্য।

এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র পয়েন্ট তালিকা

দলম্যাচজয়ড্রহারগোলপার্থক্যপয়েন্ট
বসুন্ধরা
মোহনবাগান
ওড়িশা
মাজিয়া-৫

এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র কোন কোন ম্যাচ বাকি আছে?

১) বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব: ২৭ নভেম্বর, বিকেল ৫ টা ৩০ মিনিট, ঢাকা।

২) মোহনবাগান সুপার জায়ান্টস বনাম ওড়িশা এফসি: ২৭ নভেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলকাতা।

৩) মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়ান্টস: ১১ ডিসেম্বর, বিকেল ৩ টে ৩০ মিনিট, মালে।

৪) ওড়িশা এফসি বনাম বসুন্ধরা কিংস: ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, ভুবনেশ্বর।

আরও পড়ুন: AFC CUP MB vs BK: মাঠে ঘাস নেই, নিজেদের ব্যর্থতা ঢাকতে সবুজ রং, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে AFC-র কাছে অভিযোগ মোহনবাগানের

ময়দান খবর
বন্ধ করুন

Latest News

আমাদের বাঁচান! গাড়ি দাঁড় করিয়ে উপজাতি কমিশনের পায়ে লুটিয়ে পড়লেন গ্রামবাসীরা 'লাভ সেক্স অউর ধোকা ২'-এ ক্যামিও রোলে দেখা যাবে মৌনিকে, কবে বড় পর্দায় আসছে ছবি তিন বিয়ে টেকেনি! লাল বেনারসিতে বাঙালি কনের সাজে অন্যতম বিতর্কিত বাঙালি, চিনলেন? হিরানন্দানি গোষ্ঠীর বাড়িতে তল্লাশি ইডির, ব্যাপারটা কী? শুরুতেই গম্ভীর বনাম বিরাট! IPL-এ কবে, কোথায় ও কখন খেলবে KKR? রইল সূচি সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যায় স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ পরিবারের কালো নাকি সবুজ, কোন আঙুর বেশি উপকারী জানেন আসছে মহাশিবরাত্রির ব্রত, তিথি ও পুজোর শুভ সময় জেনে নিন বার বার কেন ঐশ্বর্য রাইকে অপমান করেন? রাহুল গান্ধীকে ‘জোকার’ বলে কটাক্ষ বিজেপির IPL 2024: প্রথম ১৫ দিনে ২১টি ম্যাচের সূচি ঘোষণা করল BCCI, শুরুতেই CSK বনাম RCB

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.