মোহনবাগানকে লিগ-শিল্ড জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ২১২। এর কারণ তাঁর কোচিংয়ে গত এক মাসে অনেকটাই বদলে গিয়েছে সবুজ মেরুন শিবির। আইএসএলের দ্বিতীয় পর্বের কলকাতা ডার্বিতে নামার আগে তিনি জানিয়ে দিলেন তাঁর দরকার তিন পয়েন্ট। সুমিত রাঠি এবং দীপক টাংরি ছাড়া ডার্বিতে সবাইকেই পাচ্ছে মোহনবাগান। কিন্তু প্রথম একাদশে কারা থাকবেন তা খোলসা করেননি হাবাস।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগের দিন হাবাস বলেছেন, ‘আগেও বলেছি, এই ম্যাচ নিয়ে আমাদের কোনও আলাদা উত্তেজনা নেই। আমরা চাই তিন পয়েন্ট পেয়ে লিগে আরও উপরের দিকে উঠতে। জানি এই ম্যাচ ঘিরে কলকাতার সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি হয়। আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখান থেকে তিন পয়েন্ট আনাই আমার লক্ষ্য।’
আন্তোনিও লোপেজ হাবাসের সঙ্গেই সাংবাদিক বৈঠকে ছিলেন অতীতে ডার্বির নায়ক দিমিত্রি পেত্রাতোস। বাগানের নতুন গোল মেশিন বলেছেন, ‘কোচ যে রকম বলছেন সে ভাবে খেলার চেষ্টা করি। হাবাস আমার উপর আস্থা রেখেছেন এবং আমি সেই আস্থার দাম দেওয়ার চেষ্টা করব। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা সহজ নয়। তবে নিজেদের উপরেই ফোকাস করছি। চেষ্টা করছি যাতে সবকিছু ঠিকঠাক থাকে।’
কলকাতা ডার্বিতে নামার আগে টানা আট দিন কোনও ম্যাচ খেলেনি মোহনবাগান। বাড়তি বিশ্রাম কি দলের সুবিধা করেছে? এর উত্তরে হাবাস বলেন, ‘বিশ্রাম পেলেও দলের ফুটবলারদের ফোকাস নড়েনি। আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। স্বাভাবিক খেলা খেলতে চাই। আসলে দুটো দলের লক্ষ্যই আলাদা। আমরা চাই তিন পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছতে। ওরা চায় প্রথম ছয়ে শেষ করতে। আগের ম্যাচগুলোয় যা লক্ষ্য ছিল এ বারও তাই থাকবে। ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল।’
মোহনবাগানের কোচ নিজের দল নিয়ে বলেছেন, ‘আমার কোনও নির্দিষ্ট প্রথম একাদশ নেই। ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষের খেলার ধরন, হাতে থাকা ফুটবলার, এই সব মাথায় রেখেই প্রথম একাদশ তৈরি করব। কোনও ফুটবলার আমার সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারলে তাঁকে ছেঁটে ফেলতে দ্বিধা করি না। কারা খেলবে সেটা এখনই বলা সম্ভব নয়।’
প্রশাসনিক কারণে রবিবার যুবভারতীতে ম্যাচ শুরু হবে রাত সাড়ে আটটায়। তাই সমর্থকেরা অনেকেই স্টেডিয়ামে নাও আসতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু হাবাস চান পুরো গ্যালারি ভর্তি থাকুক। সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানিয়ে হাবাস বলেন, ‘সমর্থকদের সমর্থন আমাদের অবশ্যই দরকার। কারণ, সমর্থক ছাড়া আসল ফুটবল হয় না। দুই দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা অনেকটা ইউরোপের লিগের সময়ের মতো। ওখানেও এ রকম সময়েই খেলা শুরু হয়। তবে আমাদের ও সব ভাবলে চলবে না। আমাদের যে সময়ে মাঠে নামতে বলা হয়েছে, আমরা সেই সময়েই নামব। সমর্থকেরাও আসুন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।