ওডিশা এফসি-র মাঠে খেলা মানে একটা বড় চ্যালেঞ্জ। সেই কলিঙ্গ স্টেডিয়াম থেকেই এক পয়েন্ট নিয়ে ফিরল এটিকে মোহনবাগান।
খেলা শেষ…
খেলা শেষ, অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট তুলে আনল এটিকে মোহনবাগান। খেলার ৯০ মিনিটেও গোল করতে পারল না কোনও দল।
৯০ মিনিট শেষ
৯০ মিনিটের খেলা শেষ। আরও তিন মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। খেলার ফল এখনও গোলশূন্য।
দুরন্ত সেভ বিশাল কাইথের
ম্যাচের ৮৭ মিনিটে ওডিশার ওসামা এটিকে মোহনবাগানের রক্ষণ ভেঙে দিয়েছিলেন। কিন্তু অসাধারণ সেভ দিলেন বিশাল কাইথ।
৮০ মিনিট: ওডিশা এফসি-০, এটিকে মোহনবাগান-০
খেলার বাকি আর ১০ মিনিট। কিন্তু এখনও গোলের দেখা পাওয়া গেল না। ম্যাচের ৮০ মিনিট গড়িয়ে গিয়েছে, কিন্তু এখনও গোলের দেখা পাওয়া যায়নি।
৭০ মিনিট: ওডিশা এফসি-০, এটিকে মোহনবাগান-০
ম্যাচের ৭০ মিনিট গড়িয়ে গিয়েছে, কিন্তু এখনও গোলের দেখা পাওয়া যায়নি। ওডিশা গোলের মুখ খুললেও সেটি অফ সাইডের জন্য গোল বাতিল হয়ে যায়। ফলে খেলার ফল এখনও গোলশূন্য।
শুরু দ্বিতীয়ার্ধ
শেষ ৪৫ মিনিট খেলা কোন দিকে গড়ায় সেটাই দেখার। অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট তুলে আনতে মরিয়া এটিকে মোহনবাগান।
প্রথমার্ধে শেষ
প্রথমার্ধের খেলা শেষ, এখনও কোনও দল গোল করতে পারেনি। প্রথমার্ধে একটি অন টার্গেট রেখেছিল এটিকে মোহনবাগান। এখন দেখার শেষ ৪৫ মিনিটে ম্যাচ কোন পথে যায়।
৪০ মিনিট: ওডিশা এফসি-০, এটিকে মোহনবাগান-০
এখনও গোলের দেখা পাওয়া গেল না। সেই রকম দুর্দান্ত কোনও মুভ দেখা গেল না। দুই দলই চেষ্টা করছে কিন্তু ফল দেখা যায়নি।
২০ মিনিট: ওডিশা এফসি-০, এটিকে মোহনবাগান-০
২০ মিনিটের খেলা শেষ। এখনও দুই দলের পক্ষ থেকে সেভাবে কোনও মুভ দেখা যায়নি। এখনও এগিয়ে ওডিশা।
শুরু হয়ে গেল খেলা
ওডিশাকে তাদের ঘরের মাঠে কি হারাতে পারবে এটিকে মোহনবাগান? ৯০ মিনিটের লড়াই শুরু।
দেখে নিন দ্বৈরথের ইতিহাস
হিরো ইন্ডিয়ান সুপার লিগের পরিসংখ্যান কিন্তু এগিয়ে রেখেছে এটিকে মোহনবাগান-কেই। গত দুই মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট চারবার। তার মধ্যে দু’বার জিতেছে কলকাতার দল। বাকি দু’টিতে ড্র হয়। অর্থাৎ, ওডিশা এফসি এখন অবধি এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি। গত মরশুমে প্রথমবারের মুখোমুখি গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় লেগও ড্র হয় ১-১-এ। কলকাতার দলের হয়ে গোল করেছিলেন জনি কাউকো। ২০২০-২১ মরশুমে দু’বারই জেতে এটিকে মোহনবাগান। প্রথমবার ১-০-য় ও দ্বিতীয়বার ৪-১-এ। দুই ম্যাচেই গোল করেন রয় কৃষ্ণা। দ্বিতীয় ম্যাচে রয়ের মতো জোড়া গোল ছিল মনবীর সিংয়েরও।
স্বাগত জানাই HT বাংলার ফুটবল লাইভে
এ বারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে ওডিশা এফসি-কে এখন পর্যন্ত কোনও দলই হারাতে পারেনি। অর্থাৎ নিজেদের পাড়ায় তারা রীতিমতো বাঘ এবং বাঘের গুহায় গিয়ে তাদের হারিয়ে আসাটা যে কত কঠিন, তা তো সবাই জানেন। কলিঙ্গ যোদ্ধাদের সমর্থকেরা যদি এই নজির নিয়ে গর্ব করতে পারেন, তা হলে সবুজ মেরুন সমর্থকদের গর্ব করার মতো একটা তথ্যও দেওয়া যেতে পারে। হিরো আইএসএলে আজ পর্যন্ত তাঁদের প্রিয় দল এটিকে মোহনবাগানকে কোনও ম্যাচে হারাতে পারেনি ওডিশা এফসি। তাই বৃহস্পতিবার ভুবনেশ্বরে যে একটা জমজমাট ফুটবল যুদ্ধ হতে চলেছে, এই নিয়ে কোনও সন্দেহ নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।