আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে ১-২-এ হারার পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট পাকা করেছে মোহনবাগান। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ওড়িশা এফসিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে মোহনবাগান। এদিন দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। রবিবার যুবভারতীতে মোহনবাগানের জয়ের পরে সকলেই কুর্নিশ জানাচ্ছেন। তবে এদিনের ম্যাচের পরে এমন একটি ঘটনা ঘটেছে যা নিয়ে সকলেই বেশ বিরক্ত হয়েছেন।
ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের সঙ্গে অভব্য আচরণ করলেন ওড়িশা এফসির ফুটবলাররা। এমনই অভিযোগ করেছেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বোস। আসলে খেলার পরে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে যান শুভাশিস। সেখানেই ঘটেছে এমন অপ্রীতিকর ঘটনা।
আরও পড়ুন… ভিডিয়ো: গিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন কোহলি, বারবার শুভমনকে উত্যক্ত করলেন বিরাট! কী হল তারপর?
ঘটনাটি কী ঘটেছিল?
জানা গিয়েছে ম্যাচের পর ওড়িশা এফসির ফুটবলারদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস, সেই সময়ে তাঁকে উদ্দেশ্য করে জল ছুঁড়েছিল এমন কি তাঁকে মারতেও গিয়েছিল। ম্যাচের পরে শুভাশিস অভিযোগ করেন, ‘ওড়িশা এফসি বিরুদ্ধে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমি তাদের সঙ্গে হাত মেলাতে গিয়েছিলাম। ওরা রেগে গিয়েছিল, আমাকে জল ছুঁড়ে মেরেছিল। এমনকি তাঁরা আমাকে মারতে গিয়েছে। ওরা ম্যাচ হেরে নিজেদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এটা নিয়ে আর কিছু বলার নেই।’
আরও পড়ুন… IPL 2024: বেবি আসছে… খেলাটা দ্রুত শেষ করো- বউয়ের আবদার মেটাতেই কি এমনটা করলেন ধোনি
এই ঘটনা মোটেই ওড়িশা এফসির তরফ থেকে প্রত্যাশিত নয়। ওড়িশার এই কাজে ক্ষোভ প্রকাশ করেছেন মোহনবাগান সমর্থকরাও। গত ম্যাচে অর্থাৎ, সেমিফাইনালের প্রথম লেগে, ওড়িশা সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মোহনবাগান সমর্থকদের উপর আক্রমণ করেছিল। এবার দলের অধিনায়কের সঙ্গে এই কাজ করলেন দলের ফুটবলাররা। এদিকে মোহনবাগান যদি আইএসএল ফাইনাল জেতে তাহলে এই নিয়ে এক মরশুমে তিনটে ট্রফি জিতবে তারা। আর অধিনায়ক হিসেবে শুভাশিস বোসের মাথায় উঠবে ত্রিমুকুট।
আরও পড়ুন… IPL 2024 Points Table: SRH-কে হারাতেই ৬ থেকে তিনে লাফ দিল CSK, বদলে গেল টেবিলের ছবি
মোহনবাগান সুপার জায়ান্ট অধিনায়ক শুভাশিস বোস
ফাইনাল অনুষঠিত হবে যুবভারতীতে, আর ওড়িশাকে হারিয়ে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বোস জানান, ‘আমাদের ঘরের মাঠে ফাইনাল হোম ক্রাউড থাকবে। এটা আমাদের কাছে বাড়তি সুবিধা।’ তিনি আরও বলেন, ‘আমরা কামব্যাক করেছি। কঠিন সময়ে এই দল ঘুরে দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ, আমরা ঘরের মাঠে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেছি। ওড়িশাতেও বলেছিলাম আমরা কামব্যাক করব। অধিনায়ক হিসেবে আমি নিজের দলের উপর গর্বিত। তিনটে ট্রফি জিতব বলে মোটিভেশন নিইনি। সারা বছর যে কঠোর পরিশ্রম করেছি, সেটা সামনে আছে এবার। এবার ফাইনাল জিতে ট্রফি তুলতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।