অনেক দিনের স্বপ্ন পূরণ হল মোহনবাগানের। আইএসএল জয়ের পর এবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন ব্রিগেড। গত বার তারা জামশেদপুর এফ সির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এবার আর কোনও ভুল করল না বাগান বাহিনী। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে ঘরের মাঠে ২-১ হারিয়ে প্রথম বার লিগ শিল্ড জয়ের স্বাদ পেল মোহনবাগান।
ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র মাঠে ঘটে আবেগের বিস্ফোরণ। নিজেদের মধ্যে সেলিব্রেশনের পর গ্যালারির দিকে ছুটে যান দিমিত্রি, কামিন্সরা। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন সবুজ মেরুন ফুটবলাররা। সঙ্গে ৬১ হাজারের গ্যালারিও উত্তাল। আর সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে উচ্ছ্বসিত বাগান ব্রিগেড।
সোমবারের ম্যাচের গোলদাতা লিস্টন কোলাসো বলেন, ‘এই জয় সতীর্থ এবং সমর্থকদের জন্য। এই দিনটার জন্য আমরা সাত মাস ধরে প্রস্তুতি নিয়েছি। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল লিগ শিল্ড জেতা। সেটা করতে পেরে সবাই খুশি। এই মুহূর্তটা উপভোগ করতে চাই। তার পর প্লে অফে ফোকাস করব। এটাই আমার সেরা গোল। গত কয়েক বছরে আমি অনেক গোল করেছি। কিন্তু চ্যাম্পিয়নশিপ ম্যাচে গোল সব সময়ে স্পেশ্যাল।’
আরও পড়ুন: ISL 2023-24-এর ফাইনাল ৪ মে, প্লে-অফ শুরু ১৯ এপ্রিল থেকে, জেনে নিন পুরো সূচি
কয়েক দিন আগেও তাঁর পারফরম্যান্স তীব্র সমালোচনা চলছিল। কিন্তু সেই জেসন কামিন্স এবার আইএসএলে দশ গোল করে ফেলেছেন। মুম্বই সিটির বিরুদ্ধে ম্যাচের জয়সূচক গোলটিও ছিল কামিন্সেরই। তিনি ম্যাচের পর বলেন, ‘ভারতসেরা হতে পেরে আমি খুবই খুশি। আজ স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিল সমর্থকেরা। অসাধারণ পরিবেশ। আমার গোল দলের সতীর্থদের উৎসর্গ করলাম। ৬০ হাজার সমর্থকদের উপস্থিতি আমাদের সাহায্য করেছে সেরাটা দিতে। এত সাপোর্টার আমাদের জয়ের তাগিদ বাড়িয়ে দিয়েছে। আমাদের ফ্যানরা সেরা। ওদের জন্য চ্যাম্পিয়ন হওয়া স্পেশাল। এই মুহূর্তটা সারা জীবন মনে রাখব।’
অনিরুদ্ধ থাপা আবার সাফল্যের কৃতিত্ব দিলেন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসকে। তিনি বলেন, ‘এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে যায়। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা ওঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।’ একই কথা শোনা গেল দিমিত্রি পেত্রাতোসের গলাতেও। মোহনবাগান মাঝমাঠের ভরসা বললেন, ‘এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু'জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে এই দু'জনের জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছি।’
ডুরান্ড কাপ, লিগ শিল্ডের পর এবার আইএসএল জয়ের হাতছানি। সামনেই ট্রিপল করার সুযোগ। যা কোনও ভাবেই হাতছাড়া করতে চান না কামিন্সরা। তাই যাবতীয় উদযাপন ভবিষ্যতের জন্য তুলে রাখতে চান অজি স্ট্রাইকার। কামিন্স বলেন, ‘এই জয় আমাদের প্রাপ্য। আমরা গোটা মরশুম ভাল খেলেছি। টিম হিসেবে এগোনোর চেষ্টা করেছি। তারই রেজাল্ট পেয়েছি আমরা। ডবল নয়, টার্গেট ট্রিপল। আমরা ডুরান্ড জিতেছি, লিগ শিল্ড পেলাম, এবার লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়া। আমরা ফোকাস ধরে রাখতে পারল ট্রিপল জেতার সম্ভাবনা আছে। আপাতত আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই। তবে আমাদের ফোকাস ধরে রাখতে হবে। ট্রিপল জেতার সুযোগ আছে। সামনেই প্লে অফ। সেটা জিততে পারলে আমরা মরশুমে তিনটে ট্রফি জিতব। তার পর জয় উদযাপনের অনেক সময় থাকবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।