HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > QAT vs ECU: ভ্যালেন্সিয়ার জোড়া গোলে কাতারকে হারিয়ে ইকুয়েডরের WC 2022 অভিযান শুরু

QAT vs ECU: ভ্যালেন্সিয়ার জোড়া গোলে কাতারকে হারিয়ে ইকুয়েডরের WC 2022 অভিযান শুরু

গ্রুপ এ-র এই ম্যাচ হবে আল-বাইত স্টেডিয়ামে। এই প্রথম বিশ্বকাপ ফুটবল খেলছে কাতার। বিশ্বকাপের আয়োজক বলে সুযোগ পেয়েছে কাতার। এর আগে এই দেশটি কোনওদিন বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।

গোল করার পরে ভ্যালেন্সিয়ার সেলিব্রেশন (ছবি-এএফপি)

চার বছরের প্রতীক্ষার অবসান। যাবতীয় বিতর্ক পেরিয়ে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারের সামনে ইকুয়েডর।

20 Nov 2022, 11:33 PM IST

কাতারকে ২-০ গোলে হারাল ইকুয়েডর

শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। দুই দল চেষ্টা করলেও শেষ পর্যন্ত ইকুয়েডর তাদের ব্যবধান বাড়াতে পারেনি, অন্যদিকে কাতারও ব্যবধান কমাতে পারেনি। ফলে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশকে হারিয়ে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের অভিযান শুরু করল ইকুয়েডর।

20 Nov 2022, 11:26 PM IST

৯০ মিনিটের খেলা শেষ

পাঁচ মিনিট অতিরিক্ত সময় দিল রেফারি। প্রথমার্ধের দুই গোলের পরে দ্বিতীয়ার্ধে এখনও আর কোনও গোল করতে পারেনি দুই দল। দেখা যাকে শেষ পাঁচ মিনিটে কী হয়?

20 Nov 2022, 11:17 PM IST

বাকি ১০ মিনিট

৮০ মিনিটের খেলা শেষ। এখনও ২-০ গোলে এগিয়ে রয়েছে ইকুয়েডর। বারবার আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর কোনও গোল করতে পারেনি তারা। কাতার অবশ্য ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি।

20 Nov 2022, 11:15 PM IST

দ্বিতীয়ার্ধে সেই গতি দেখা যাচ্ছে না

হাফটাইমের পর দুই ধরনের খেলা দেখা গেল। হাফটাইমের পর দুই ধরনের খেলা দেখা গেল। প্রথম- ইকুয়েডরকে গোল করতে বাধা দিয়েছে কাতার। দ্বিতীয়- ইকুয়েডর দল নিজে থেকে গোল করতে চায়নি। দুই গোলে সন্তুষ্ট হয়ে এখন রক্ষণে নেমেছে তারা। প্রথমার্ধে দ্রুত খেলেছে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধ ফুটবলের নিরিখে প্রথমের চেয়ে অনেক বেশি হতাশাজনক খেলা খেলছে তারা।

20 Nov 2022, 11:12 PM IST

হ্যাটট্রিক করা হল না ভ্যালেন্সিয়ার

ম্যাচের ৭৬ মিনিটে মাঠ থেকে উঠে পড়লেন ভ্যালেন্সিয়া। প্রথমেই চোট পেয়েছিলেন তিনি। তবে ইকুয়েডরের কোচ বেশি ঝুঁকি না নিয়ে ভ্যালেন্সিয়াকে তুলে নিলেন। ফলে হ্যাটট্রিক করা হল না ভ্যালেন্সিয়ার।

20 Nov 2022, 11:04 PM IST

এক ঘন্টার বেশি সময়ের খেলা শেষ

উদ্বোধনী ম্যাচে এক ঘণ্টার খেলা শেষ হয়েছে। দ্বিতীয়ার্ধে ভালো করেছে কাতার। গোলের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু শেষটা ঠিক করতে পারেননি। ম্যাচে ফিরতে কাতারের হাতে আছে ৩০ মিনিটেরও কম সময়।

20 Nov 2022, 10:54 PM IST

৬০ মিনিট: ইকুয়েডর-২, কাতার-০

ভ্যালেন্সিয়ার জোড়া গোলে এখনও ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইকুয়েডরয ম্যাচে ব্যবধান বাড়াতে চাইছে ইকুয়েডর। অন্যদিকে ম্যাচে ফিরতে মরিয়া কাতার। 

20 Nov 2022, 10:42 PM IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

বাকি ৪৫ মিনিটে দুই দল কী করে সেটাই এখন দেখার। ভ্যালেন্সিয়া হ্যাটট্রিক করতে পারে কিনা সেই তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব। বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করতে চাইবেন ইকুয়েডরেরর অধিনায়ক।

20 Nov 2022, 10:31 PM IST

হাফ টাইম পর্যন্ত এগিয়ে ইকুয়েডর

প্রথমার্ধ শেষ। হাফ টাইমে কাতারের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে আছে ইকুয়েডর। তার হয়ে দুটি গোলই করেছেন অধিনায়ক ভ্যালেন্সিয়া। এই ম্যাচে এখন পর্যন্ত ইকুয়েডরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি কাতারের দল। দ্বিতীয়ার্ধে বাউন্স ব্যাক করার জন্য তার উপর চাপ থাকবে। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনও স্বাগতিক দেশ প্রথম ম্যাচে হারেনি।

20 Nov 2022, 10:24 PM IST

প্রথমার্ধের খেলা শেষ

প্রথমার্ধের খেলা শেষ, ভ্যালেন্সিয়ার জোড়া গোল এগিয়ে ইকুয়েডর। ৪৫ মিনিটের খেলা শেয হতে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। প্রথমার্ধে চোট পেয়েছিল ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার। ফের হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। 

20 Nov 2022, 10:15 PM IST

ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকের দিকে তাকিয়ে ইকুয়েডর

ভ্যালেন্সিয়ার হ্যাটট্রিকের দিকে তাকিয়ে ইকুয়েডর।  এখনও পর্যন্ত দুটি গোল করে ম্যাচের নায়ক হয়ে উঠেছেন ইকুয়েডরের অধিনায়ক।

20 Nov 2022, 10:09 PM IST

কেমন ভাবে হল ইকুয়েডরের দ্বিতীয় গোল

দ্বিতীয় গোলটি করেন ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। তিনি পেরেসিয়াদোর শটে বল হেড করে পোস্টে ঢুকিয়ে দেন। ৩১তম মিনিটে তার দুর্দান্ত হেডার ইকুয়েডরকে ২-০ গোলে এগিয়ে দেয়।

20 Nov 2022, 10:04 PM IST

গোললল…..

আবার ভ্যালেন্সিয়ার গোলে ব্যবধান বাড়িয়ে নিল ইকুয়েডর। ম্যাচের ৩১ মিনিটে ভ্যালেন্সিয়ার গোলে আরও একটু এগিয়ে গেল লাটিন আমেরিকার দেশ।

20 Nov 2022, 09:59 PM IST

ইকুয়েডরের সেলিব্রেশন

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম গোল করে সেলিব্রেশন করল টিম ইকুয়েডর। প্রথম গোলটি অফসাইডে বাতিল করা হয়েছিল। পরে অবশ্য কোনও বিতর্ক হয়নি। বক্সের মধ্যে কাতারের গোলরক্ষক অবৈধ ফাউল করেন। দলের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দিলেন ইকুয়েডরকে। 

20 Nov 2022, 09:49 PM IST

গোলললললল….

পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোলরক্ষককে উল্টোদিকে ফেলে বলকে জালে জড়িয়ে দিলেন ভ্যালেন্সিয়া।

20 Nov 2022, 09:48 PM IST

পেনাল্টি পেল ইকুয়েডর

ম্যাচের ১৫ মিনিটে পেনাল্ট পেল ইকুয়ের। ভ্যালেন্সিয়া কাতারের বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু সেই সময়ে গোলরক্ষক তাঁকে অবৈধ ভাবে আটকান। পেনাল্টি পায় ইকুয়েডর।

20 Nov 2022, 09:47 PM IST

ইকুয়েডরের অফ সাইডের ফাঁদে পড়ে

ইকুয়েডর ম্যাচটি শুরু করে ঝড়ো হাওয়ায়। তৃতীয় মিনিটেই গোলপোস্টে বল ঢুকিয়ে দেন তার খেলোয়াড় ভ্যালেন্সিয়া। তবে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) তা নাকচ করে দেন। এভাবে তৃতীয় মিনিটে লিড নেওয়া থেকে বঞ্চিত হয় ইকুয়েডর।

20 Nov 2022, 09:37 PM IST

বাতিল হয়ে গেল গোল……

তিন মিনিটের মধ্যেই ম্যাচের এ বারের বিশ্বকাপের প্রথম গোল করেছিলেন ভ্যালেন্সিয়া। মাঝ মাঠ থেকে ফ্রি কিক। গোলরক্ষক বেরিয়ে আসেন। এনার ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে গেলেও পরে ইকুয়েডরের এই গোলটি বাতিল করা হয়। রেফারি পরে অফ সাইড পরীক্ষা করেন এবং গোল বাতিল করার সিদ্ধান্ত নেন। ভিএআর  গোল বাতিল

20 Nov 2022, 09:36 PM IST

গোললললল

২০২২ ফিফা বিশ্বকাপের প্রথম গোল করে ইকুয়েডরকে এগিয়ে দিলেন এনার ভ্যালেন্সিয়া। কাতার বিশ্বকাপের প্রথম গোল করলেন তিনি। নিজের দেশের হয়ে বিশ্বকাপে পঞ্চম গোল করলেন এনার ভ্যালেন্সিয়া।

20 Nov 2022, 09:35 PM IST

শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ

গত কয়েকটি প্রীতি ম্যাচে ৪-৪-২ ফর্মেশনেই খেলাতে দেখা গিয়েছিল কাতার কোচ ফেলিক্স স্যাঞ্চেজকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘর সামলানোতেই বেশি জোর। ৫-৩-২ ফর্মেশনে শুরু করতে চলেছে তারা। অন্যদিকে, ইকুয়েডর নামছে ৪-৪-২ ফর্মেশনে।

20 Nov 2022, 09:32 PM IST

একনজরে ইকুয়েডরের দলটিকে দেখে নিন

আলেকাজান্ডার ডমিনগেজ, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, ফেলিক্স তোরেস, পিয়েরো হিনক্য়াপি, পার্ভিস এস্তাপিনান, গঞ্জালো প্লাতা, হেগসন মেন্ডেজ, মোজেস কাইসাদো, রোমারিও ইবারা, এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা

20 Nov 2022, 09:31 PM IST

একনজরে কাতার দলকে দেখে নিন

সাদ আল সিব, পেদ্রো মিগুয়েল (রো-রো), আব্দুল করিম হাসান, হামাম আল-আমিন, বোয়ালেম খোকি, বসম আল-রাবি, করিম বদিয়াফ, আব্দুলআজিজ হাতিম, হাসান আল হেদোস, আলমোজ আলি, আক্রম আফিফ।

20 Nov 2022, 09:23 PM IST

বিতর্ককে পিছনে ফেলে দিতে প্রস্তুত কাতার

মানবাধিকার লঙ্ঘন ও অ্যালকোহল নিষেধাজ্ঞার মতো ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর সমালোচনার মুখে পড়েছে কাতার। এর পাশাপাশি স্বাগতিক দেশের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়েরও অভিযোগ উঠছে। এসব বিতর্কের মধ্যেই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ফুটবল বিশ্বে নিজের ছাপ রেখে যেতে চাইবে স্বাগতিক দল।

20 Nov 2022, 08:57 PM IST

মঞ্চে হাজির কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে প্রদর্শনী চলল। সেখানেই হাজির হল এবারের বিশ্বকাপের ম্যাসকট লাইব।

20 Nov 2022, 08:51 PM IST

শেষ হল কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান 

দোহার আল খোর স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হল। ম্যাচের আগে দারুণ এক জমকালো অনুষ্ঠান দেখল ফুটবল বিশ্ব। এবার প্রথম ম্যাচের অপেক্ষা শুরু হয়ে গেল। 

20 Nov 2022, 08:47 PM IST

বিটিএস তারকা জংকুকের পারফরমেন্স

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিটিএস তারকা জংকুক। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করলে আমেরিকান সুপারস্টার মর্গ্যান ফ্রিম্যান।

20 Nov 2022, 08:39 PM IST

মঞ্চে হাজির কাতার বিশ্বকাপের ম্যাসকট লাইব

কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ বারের বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের পতাকা নিয়ে চলছে বিশেষ প্রদর্শনী। স্টেজের মধ্যে একে একে এসে উপস্থিত হল প্রতিটি দেশের জার্সিও। তারপরেই মঞ্চে হাজির লাইব। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করলেন বিটিএস তারকা জংকুক।

20 Nov 2022, 08:31 PM IST

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান চলছে

দোহার আল খোরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান মেতে উঠেছে কাতারি সংস্কৃতির নাচ-গানে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে হাজির ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের সংস্কৃতি ফুটে উঠছে।

20 Nov 2022, 08:29 PM IST

খুলে দেওয়া হল আল বিদ্দা পার্কের ফ্যান জোন

দোহার আল বিদ্দা পার্ক খুলে দেওয়া হয়েছে। ফ্যান জোনে থাকছে ডিজে সেট, একটি আতশবাজি প্রদর্শনী এবং মালুমার ফিফা ফ্যান ফেস্টিভ্যাল অ্যান্থম তুকোহ টাকার একটি রোমাঞ্চকর পরিবেশনা। ৪০ হাজারেরও বেশি ভক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার জন্য ফ্যান জোনে উপস্থিত থাকবেন। 

20 Nov 2022, 08:16 PM IST

গ্রুপ এ-র প্রথম ম্যাচের দিকে তাকিয়ে সকলে

ফিফা ক্রমতালিকায় ৪৪ নম্বরে থাকা ইকুয়েডর দলটি আয়োজক দেশের বিরুদ্ধে জয় পেতে মরিয়া। ২০০৬ বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছিল ইকুয়েডর। এবারও নকআউটে ওঠার লক্ষ্যে কোচ গুস্তাভো আলফারো। এই গ্রুপের বাকি দুই দল হল নেদারল্যান্ডস ও সেনেগাল। ফলে এই গ্রুপের লড়াই খুব আকর্ষণীয় হতে চলেছে।

20 Nov 2022, 08:16 PM IST

ইকুয়েডর দলের কেমন অবস্থা?

বিশ্বকাপের আগে বিতর্কে জড়িয়ে ছিল ইকুয়েডর। দলের এক খেলোয়াড় ভুয়ো পাসপোর্ট দিয়ে বয়স ভাঁড়িয়ে খেলেছে বলে অভিযোগ উঠেছিল। তবে শেষ পর্যন্ত বিষয়টি প্রমাণ না হওয়ায় কোনও শাস্তির মুখে পড়তে হয়নি লাতিন আমেরিকার এই দলকে।

20 Nov 2022, 08:16 PM IST

কেমন অবস্থায় রয়েছে কাতার?

সম্প্রতি কাতার বেশ ভালো ফর্মে রয়েছে। ফেলিক্স স্যাঞ্চেজের দল গুয়াতেমালা, হন্ডুরাস, পানামা, আলবানিয়াকে হারিয়ে দিয়েছে। স্ট্রাইকার আলমোয়েজ আলি বেশ ভালো ফর্মে আছেন। কাতার গোলের জন্য তাকিয়ে আছে আলমোয়েজ আলি ও আহমেদ আলায়েলদিনের দিকে। তবে আলায়েলদিনের চোট নিয়ে দুশ্চিন্তা রয়েছে।

Latest News

‘‌এভাবে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই থামানো যাবে না’‌, ফোঁস করলেন বোস ডাকনাম 'লেনিন', বাবা CPIM-র হোলটাইমার, মাধ্যমিকে তৃতীয় উদয়ন হতে চায় ডাক্তার! রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? হীরামান্ডি, শয়তান: এই সপ্তাহান্তে OTT-তে এসেছে কোন ছবি-সিরিজ? আমরাই চ্যাম্পিয়ন হব- সমর্থকদের ফাইনাল জেতার আশ্বাসবাণী দিলেন দিমিত্রি পেত্রাতোস 'সমবয়সী একজন অভিনেতা সব ছবিতে আছেন, আর আমি...', দীপঙ্করের নিশানায় কি পরাণ? ‘গালে বা কপালে চুমু..', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কর 'শাহজাদা ভয়ে আমেঠি ছেড়ে পালিয়েছে…', বাংলার মাটি থেকে রাহুলকে কড়া কটাক্ষ মোদীর অসুস্থ চিত্র সেন হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন? মাকে নিয়ে মুখ খুললেন কৌশিক সেন বিতর্কের মধ্যে রাজভবন ছাড়লেন রাজ্যপাল, সফর পূর্বনির্ধারিত বলছে তাঁর অফিস

Latest IPL News

রিঙ্কুর বিশ্বকাপ থেকে বাদ পড়ার পিছনে জয়ের নেশায় মত্ত KKR-এর কি কোনও দায় নেই? কে বলেছে রিঙ্কু IPL-এ খারাপ খেলছে! T20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় গর্জে উঠলেন নায়ার সবকিছু নিজের পক্ষে আসবে না, ‘বড় কুর্সি’-তে বসে MI-র অধিনায়কত্ব নিয়ে বললেন রোহিত ৪ বছর আগের বিভীষিকা ফিরল রায়নার জীবনে,দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন প্রাক্তন তারকা ICC-র নিয়মে যে কত বড় ফাঁক আছে, চোখে আঙুল দিয়ে দেখাল IPL-র DRS! হতে পারত বিতর্ক ইনিংসে সর্বাধিক ছক্কা, সব থেকে কম রানে জয়, SRH vs RR ম্যাচের ৩টি বড় রেকর্ড IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল T20 WC 2024: কে হবে বুমরাহর পেস পার্টনার? হার্দিকের ভূমিকা নিয়ে মুখ খুললেন রোহিত দলে হার্দিকের কোনও বিকল্প হতে পারে না- পান্ডিয়াকে নিয়ে নিজের যুক্তি দিলেন আগরকর আমাদের কয়েকটা জিনিস এখনও ঠিক করতে হবে- জিতেও নিজেদের ভুল খুঁজছেন কেএল রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.