উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-সি'র প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন ক্লাব স্পোর্টিং লিসবনকে বিধ্বস্ত করল আয়াক্স। লিসবনকে তাদের ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দেয় আয়াক্স।
সেবাস্তিয়েন হালার একাই করেন চারটি গোল। ডাচ দলের হয়ে অপর গোলটি করেন স্টিভেন বারঘুইস। স্পোর্টিংয়ের হয়ে ব্যবধান কমান পাউলিনহো।
উল্লেখযোগ্য বিষয় হল, হালারের চ্যাম্পিয়ন্স লিগে এটিই অভিষেক ম্যাচ। তিনি ছুঁয়ে ফেলেন মার্কো ভ্যান বাস্তেনের রেকর্ড। বাস্তেন ১৯৯২-৯৩ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেক ম্যাচেই ৪টি গোল করেছিলেন।
ম্যাচের ২ মিনিটের মাথায় আয়াক্সের হয়ে প্রথম গোল করেন হালার। ৯ মিনিটে অ্যান্থনির পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আয়াক্স শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায়। ৩৩ মিনিটে ম্যাথিউসের পাস থেকে গোল করে পাউলিনহো লিসবনের ব্যবধান কমিয়ে ২-১ করেন। ৩৯ মিনিটের মাথায় বারঘুইসের গোলে ফের ব্যবধান বাড়িয়ে নেয় আয়াক্স। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল আয়াক্সের অনুকূলে ৩-১।
দ্বিতীয়ার্ধে আরও দু'টি গোল করেন হালার। ৫১ মিনিটে অ্যান্থনির পাস থেকে গোল করেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬৩ মিনিয়ে মাজরাউইয়ের বাড়িয়ে দেওয়া বল লিসবনের জালে জড়িয়ে আয়াক্সের ৫ গোলের বৃত্ত পূর্ণ করেন হালার। সেই সঙ্গে নিজেও ম্যাচে চারটি গোল করার দুরন্ত কৃতিত্ব অর্জন করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।