বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সত্যি বলতে সেখানে ভালো ছিলাম না- PSG নিয়ে আবারও মুখ খুললেন লিওনেল মেসি

সত্যি বলতে সেখানে ভালো ছিলাম না- PSG নিয়ে আবারও মুখ খুললেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির জার্সি গায়ে লিওনেল মেসি (ছবি-এএফপি)

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে টানা ১১ ম্যাচ জয়শূন্য ছিল ডেভিড বেকহ্যামের দল। এরপর মেসির টাচেই যেন জয়ের স্বাদ পেতে শুরু করল তারা। মেসির মুখে যে হাসিটা আর্জেন্তিনা ও বার্সেলোনার জার্সিতে দেখা যেত সেটাই এবার ইন্টার মায়ামির জার্সিতেও দেখা যেতে শুরু করেছে।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে টানা ১১ ম্যাচ জয়শূন্য ছিল ডেভিড বেকহ্যামের দল। এরপর আর্জেন্তাইন যাদুকর দলে যোগ দিতেই যেন মায়ামি দলটি বদলে গেল। মেসির টাচেই যেন জয়ের স্বাদ পেতে শুরু করল তারা। মেসির মুখে যে হাসিটা আর্জেন্তিনা ও বার্সেলোনার জার্সিতে দেখা যেত সেটাই এবার ইন্টার মায়ামির জার্সিতেও দেখা যেতে শুরু করেছে। মায়ামির জার্সিতে মাত্র ৭ ম্যাচে প্রথম শিরোপা জিতেছেন লিওনেল মেসি। যেটা আবার দলটির ইতিহাসের প্রথম ট্রফি। এই ৭ ম্যাচেই গোল পেয়েছেন তিনি।

সবমিলিয়ে ইন্টার মায়ামির হয়ে ৮ ম্যাচে মেসির গোলসংখ্যা ১০টি। শুধু তিনি গোল করেননি ৩টি গোল করিয়েছেন মেসি। মেসির ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেছে মায়ামির গোলাপি শিবির। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে প্রথমবারের মতো ক্লাবকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন মেসি। এরমধ্যেই তুলেছেন আরেকটি ফাইনালে। নিজেও আছেন দারুণ ছন্দে। বিশ্বজয়ের পর মেসি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। তবে সেটা ঠিক কত দিন এখনও সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি মেসি।

এক সাক্ষাৎকারে অবসর নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। সেখানে তিনি জানান, যত দিন সম্ভব মাঠে থাকতে চান। সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, ‘সত্যি বলতে এখনও এটা নিয়ে ভাবিনি। আমি খেলতে ভালোবাসি। বল পায়ে মাঠে থাকতে ভালো লাগে, প্রতিদ্বন্দ্বিতা ও অনুশীলন করতেও ভালো লাগে। আর কত দিন খেলব জানি না, তবে চেষ্টা করব যতটা বেশি সময় থাকা যায়।’ পিএসজিতে মেসি ভালো ছিলেন না। তিনি চাইছিলেন বার্সেলোনার মতো জীবন কাটাতে। এ কারণে বেছে নিয়েছেন মায়ামিকে। এদিন লিওনেল মেসি বলেন, ‘আমি দুটি কঠিন বছর কাটিয়েছি (প্যারিসে)। সত্যি বলতে সেখানে ভালো ছিলাম না এবং তার খেসারতও দিতে হয়েছে। আর তাই আমি বার্সেলোনায় যেমন ছিলাম, তেমন থাকতে চেয়েছিলাম। সন্তানদের নিয়ে প্রতিটি দিন উপভোগ করেছি, আর তাই পরিবারকে ভালো রাখাটাই ছিল মূল কারণ।’

বিশ্বকাপ জয়ের পর মেসি এখন সবকিছু শুধু উপভোগ করতে চান। তিনি বলেন, ‘এটা (অবসর) নিয়ে ভাবনা-চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার সময় পরেও পাওয়া যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যা কিছু টিকে আছে, সে সব উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক, ছোট কিংবা বড়। আমি এখন সেটাই করছি, পরিপূর্ণভাবে সবকিছু উপভোগ করছি। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি, কোনও কিছু নিয়ে অনুশোচনা করতে চাই না।’ মেসি চান ফুটবল উপভোগ করতে, কিন্তু পিএসজিতে সেই সুযোগ ছিল না বলে জানান তিনি। আর মায়ামিতে যোগ দেওয়ার কয়েকদিন পর বুঝতে পারেন সিদ্ধান্ত একদম সঠিক ছিল।

বিশ্বকাপজয়ী তারকা অধিনায়ক বলেন, ‘আমি খেলাধুলায় প্রতিটি দিন উপভোগ করি, যেটা (প্যারিসে) আমার ক্ষেত্রে ঘটছিল না। এমন অনেক কারণ মিলিয়েই আমরা এই জায়গাটিকে (ইন্টার মায়ামি) বেছে নিয়েছি। আর আমার মনে হয়, কিছুদিন এখানে কাটানোর পর বুঝতে পেরেছি সিদ্ধান্তটা ভুল ছিল না। ফুটবল খেলাটা উপভোগ করাই আমার সুখ, যেটা আমি এখানে করতে পারছি এবং আমার মনে হয় এটাও (মায়ামিতে যোগ দেওয়ার) আরেকটি কারণ। উপভোগ করার যে ব্যাপারটা হারিয়ে ফেলেছিলাম, সেটা খুঁজে পেয়েছি। জাতীয় দলের সঙ্গে আমার সময়গুলো সবচেয়ে সুখের, কারণ, ওই জায়গাটা আমি উপভোগ করি এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সেটা এখানে খুঁজে পেয়েছি।’ মেসি জানিয়েছিলেন, যতদিন উপভোগ করবেন, খেলাটা চালিয়ে যেতে চান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কীভাবে ব্যাকিং ছাড়া এক দশক পার করলেন বলিউডে? সহজ সত্যিটা বললেন তাপসী দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! কসবার আনন্দপুরে রক্তাক্ত বিজেপি নেত্রী, গ্রেফতার আসরাফ সহ ২ 'সব ঠিক আছে তো?' ছেলেকে নিয়েই জন্মদিনের আনন্দে মাতোয়ারা কোয়েল, গরহাজির রানে DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত 'বাবা, আমি আর পারছি না!' দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যু ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আর্নে স্লট ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ

Latest IPL News

দুরন্ত তুষার দেশপান্ডের গতির সামনে থমকে গেল ট্র্যাভিসদের SRH, ৭৮ রানে জিতল CSK SRK-র ছেলের বলে মারতে পারল না রিঙ্কু, KKR ফ্যানরা বলল 'স্টার্ক কে? আব্রাম খেলুক! DC ম্যাচের আগে ইডেনের পিচ নিয়ে কি খুশি নন KKR-এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ইডেন গার্ডেন্সে নাইটদের বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব ক্রিকেটারদের ইডেনের পিচ পরীক্ষায় DC ডিরেক্টর সৌরভ, KKR-র জন্য নাইটদের অনুশীলনে শাহরুখ রিঙ্কুর পর আবার কোন ক্রিকেটার পেলেন বিরাট কোহলির ব্যাট? দেখুন… IPL 2024-বোলারদের বাঁঁচান, আইপিএলে ব্যাটারদের দাদাগিরি দেখে আবেদন অশ্বিনের ১৫ বছর ধরে জেতাচ্ছি, নিজেরা না খেলে এরা স্ট্রাইক রেট নিয়ে লাফাচ্ছে, তোপ বিরাটের অপরাজিত ৭০-এও নায়ক নন কোহলি, ৪১ বলের শতরানে RCB-কে জেতালেন ব্রিটিশ তারকা IPL 2024- দিল্লি ম্যাচের আগেই দুই ক্রিকেটারকে নিয়ে বড় আপডেট দিলেন নাইটদের কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.