বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Premier League: লেস্টার সিটির জোড়া আত্মঘাতী গোলে জয় লিভারপুলের

Premier League: লেস্টার সিটির জোড়া আত্মঘাতী গোলে জয় লিভারপুলের

জোড়া আত্মঘাতী গোল করে ভিলেন ভাউট ফায়েস। ছবি- রয়টার্স

লেস্টার সিটির জোড়া গোলের উপহরে জিতল লিভারপুল। প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মহম্মদ সালাহরা। প্রথমেই পিছিয়ে যায় লিভারপুল। এরপর ভাউট ফায়েসের জোড়া আত্মঘাতী গোল লিভারপুলকে জিতিয়ে দেয়। 

একটা নয়, দু দুটি আত্মঘাতী গোল করলেন লেস্টার সিটির ডিফেন্ডার ভাউট ফায়েস। প্রিমিয়ার লিগের এই ম্যাচে কিছুই করতে হল না লিভারপুলকে। সহজ ভাবে বলতে গেলে লেস্টার সিটি জয় উপহার দিল মহম্মদ সালাহদের। এদিন অবশ্য লিভারপুলের কোনও ফুটবলার গোল করেননি। ভাউট ফায়েসের জোড়া আত্মঘাতী গোলে জিতল লিভারপুর। অবশ্য় লেস্টার সিটির হয়ে একটি গোল করেন হাল।

তবে এদিন লেস্টার সিটির কাছে হারতেই পারত লিভারপুল। কারণ ম্যাচের একেবারে শুরুতে গোল হজম করে মহম্মদ সালাহর দল। ম্যাচের বয়স তখন মাত্র ৪ মিনিট। ঠিক তখনই লেস্টারকে লিড এনে দেন কির্নান ডিউজবুরি-হাল। লিভারপুলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করে লেস্টারকে এগিয়ে দেন হাল। এরপর অবশ্য লেস্টার কোনও গোল করতে পারেনি। তবে গোল উপহার দেয়।

আরও পড়ুন: দলবদলে চমক, রেকর্ড অর্থে পিএসভি থেকে লিভারপুলে গাকপো

ম্যাচের শুরুতেই গোল হজম করায় স্বাভাবিক ভাবেই ম্যাচের মধ্যে ফেরার চেষ্টা করে লিভারপুল।তবে সালাহরা একের পর এক চেষ্ঠা করেও গোলের দেখা পাচ্ছিলেন না। তখনই আশীর্বাদ হয়ে আসেন লেস্টারের ডিফেন্ডার ফায়েস। প্রথমার্ধেই দুটি আত্মঘাতী গোল করেন লেস্টারের ডিফেন্ডার। ৩৮ ও ৪৫ মিনিটে তার উপহার দেওয়া জোড়া আত্মঘাতী গোলে পিছিয়ে থাকা লিভারপুল ২-১ ব্যবধানে লিড নেয়।

আরও পড়ুন: জিতে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল, বড় জয় লিভারপুলের, ড্র করল টটেনহ্যাম

এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। তবে এই ম্যাচে নিজেদের ভুলে হারতে হল লেস্টার সিটিকে। নতুন বছরের আগে লিভারপুলকে জয় উপহার দিলেন লেস্টারের ডিফেন্ডার।আর এই জয়ের পর ১৬ ম্যাচে ৮ টিতে জিতে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এবং ব্রেন্টফোর্ড। সেই ম্যাচে যশ ডাসিলভা এবং ইভান টনির গোলে ম্যাচ জিতে নেয় ব্রেনফোর্ড। ১৮ মিনিটের মাথায় গোল করে ব্রেনফোর্ডকে এগিয়ে দেন টনি। ব্রেন্টফোর্ড শুরুতেই এগিয়ে যাওয়ায় আক্রমনের গতি বাড়ানোর চেষ্টা করে ওয়েট হ্যাম। কিন্তু তারা পারেনি। কারণ ব্রেনফোর্ডের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল যে কারণে জালে কেউ বল জড়াতেই পারেনি। আর সেই সুযোগে প্রথমার্ধের একেবারে শেষে ৪৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন যশ। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ফলে সহজেই ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় ব্রেন্টফোর্ড।

বন্ধ করুন