শুভমন গিল টেস্টে ব্যাক-আপ ওপেনার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। যত বার সুযোগ পেয়েছেন, তিনি দুই হাত দিয়ে সেটা আঁকড়ে ধরার চেষ্টা করেছেন। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় ওপেনার কে হবেন, সেই নিয়ে জল্পনা রয়েছে। তবে শুভমনের সাম্প্রতিক পারফরম্যান্স দেখার পর, বিশেষজ্ঞরা কেএল রাহুলের পরিবর্তেে তাঁকেই ওপেনার হিসেবে দেখতে চাইছেন।
আরও পড়ুন: নাগপুর টেস্টের আগে ফর্মে ফেরার আর্জি নিয়ে সাই বাবার দ্বারস্থ রাহুল?
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশ কী হতে পারে, তা নিয়ে জোর চর্চা চলছে। তবে ভারতের চূড়ান্ত একাদশ সম্পর্কে কোনও তথ্য পাওয়া না গেলেও, শুভমন গিলের একাদশে নির্বাচিত হওয়ার বিষয়ে নিজের রায় দিয়েছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, শুভমনের জন্য দু'টি জায়গা আছে- একটা হল, অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করা, দ্বিতীয়টি হল, মিডল অর্ডারে আহত শ্রেয়স আইয়ারের অস্থায়ী বদলি হিসেবে শুভমনকে খেলানো যেতে পারে।
ভারতের হয়ে গত সাত ইনিংসে রেকর্ড ডাবল সেঞ্চুরিসহ চারটি শতরান করে সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। তবে এই নকগুলি সবই এসেছে সাদা বলের ক্রিকেটে। এমন একজন প্রতিভাকে উপেক্ষা করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।অনেকেই আবার বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে মনে করেন শুভমন গিলকে।
আরও পড়ুন: রবিচন্দ্রনকে দেখেই প্রণাম নকল অশ্বিনের, ফাঁস করলেন স্মিথের মুখ পোড়ার কাহিনি
রবি শাস্ত্রী, স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমি শুভমান গিলকে ভুলছি না। খেলা শুরুর আগের দিন কন্ডিশন দেখার পর শুভমন গিলের উপর আমার কড়া নজর থাকবে। তাই যদি আমাকে ১২ জনের দল ঘোষণা করতে হয়, গিল থাকবেনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দু'টি ইনিংসটি ভুলে যাবেন না – মেলবোর্নে তিনি সুন্দর ব্যাটিং করেছিলেন, যে ম্যাচে ভারত জিতেছিল। এবং গাব্বাতে দ্বিতীয় ইনিংসে সেই ৯১ রান বিশ্বমানের ছিল।’ শুভমন গিল তাঁর ২৫টি টেস্ট ইনিংসে ২৪ বারই ওপেন করেছেন। একটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতরানের সাহায্যে ৬৮৯ রান করেছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা নাগপুর টেস্ট রোহিতের সঙ্গে ওপেন করা ক্ষেত্রে তিনিই এই মুহূর্তে প্রধান দাবীদার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।