ভারতীয় দলের তারকা অলরাউন্ডার এবং ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের তুরুপের তাস হার্দিক পান্ডিয়া তার ২৯ তম জন্মদিন উদযাপন করলেন। ভারতীয় দলের সঙ্গে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেন হার্দিক। জন্মদিনের সেই ছবি বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছে। নিজের ২৯তম জন্মদিনে, হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন,যেখানে তিনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি করছেন। এই মুহূর্তে তাঁর পরিবার ভারতে রয়েছে। এমন পরিস্থিতিতে হার্দিক পান্ডিয়া জন্মদিনের দিনে নিজের পরিবারকে মিস করছেন এবং এটি নিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হার্দিক পান্ডিয়া।
এদিন বিসিসিআই-এর তরফ থেকে বেশ কিছু ছবি পোস্ট করা হয়, যেখানে হার্দিককে কেক কাটতে দেখা গেছে। সেই সময়ে ভারতীয় দলের বহু সদস্যকে হার্দিকের পাশে থাকতে দেখা গিয়েছে। এই ছবিতে রোহিত শর্মাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এছাড়াও রবিচন্দ্রন অশ্বিনকে হার্দিকের পিছনে লক্ষ্য করা গিয়েছে। ছবিতে রাহুল দ্রাবিড়কেও দেখা গিয়েছে। কেক কাটার পরে সেই কেক ক্যামেরার দিকে দেখাচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। আর কিছুদিন পরেই বিশ্বকাপ অভিযানে নামবে ভারতীয় দল।
আরও পড়ুন… কে হচ্ছেন নতুন BCCI সভাপতি? কোন পদে থাকবেন জয় শাহ, রাজীব শুক্লা
এদিকে নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের সন্তানের ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন হার্দিক পান্ডিয়া। আসলে হার্দিক পান্ডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তাঁকে তাঁর ছেলে অগস্ত্য-এর সঙ্গে ক্রিকেট ব্যাট নিয়ে খেলতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োতে অগস্ত্যকে খুব সুন্দর দেখাচ্ছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে সে তার বাবার ব্যাট তুলছে। একই সময়ে, পান্ডিয়ার স্ত্রী নাতাশাকে এই ভিডিয়োটি রেকর্ড করতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে এই ভিডিয়োটি মুম্বইয়ে পান্ডিয়ার বাড়ির। এই ভিডিয়োটি শেয়ার করে পান্ডিয়া লিখেছেন যে,‘আমার ছেলেকে আমি আমার জন্মদিনে খুব বেশি মিস করছি,এটি আমার জীবনে পাওয়া সেরা উপহার।’
আরও পড়ুন… Women’s Asia Cup 2022: বৃষ্টিতে ধুয়ে গেল বাংলাদেশের আশা, শেষ চারে ভারতের মুখোমুখি থাইল্যান্ড
আমরা আপনাকে বলি যে হার্দিক পান্ডিয়া অস্ট্রেলিয়ায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রীর সাথে একটি ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন যে তিনি তাঁকে খুব মিস করছেন। এই ছবিতে দুজনের প্রেম স্পষ্ট দেখা যাচ্ছিল। হার্দিক পান্ডিয়া ২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন। নাতাশা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নাতাশা তাঁর হটনেস এবং গ্ল্যামারের জন্য পরিচিত। এমনকি সৌন্দর্যে বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়েছেন তিনি। নাতাশার সঙ্গে হার্দিকের একটি সন্তানও রয়েছে যার নাম অগস্ত্য এবং তারা তাদের সন্তানকে খুব ভালবাসেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।