
প্রথমে ধোনি তেমন গাইড করত না, পরে কারণটা বুঝলাম- স্মৃতিচারণা শিষ্য হার্দিকের
১ মিনিটে পড়ুন . Updated: 25 Jan 2022, 06:37 PM IST- ২০১৬ সালে ধোনির অধীনেই ভারতীয় দলে অভিষেক ঘটান হার্দিক।
ক্রিকেট ময়দান হোক বা ম্যাচ শেষে সাজঘর, সময় সময়ে দেশ-বিদেশের একগুচ্ছ তারকা বারংবার মহেন্দ্র সিং ধোনির কাছে পরামর্শ নিতে ছুটে গিয়েছেন। বহু ক্রিকেটারকে নিজের সময়কালে তৈরিও করছেন ধোনি। হার্দিক পান্ডিয়াও তাদের মধ্যেই পড়েন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কেরিয়ারে ধোনির প্রভাব নিয়ে মুখ খুললেন হার্দিক।
Backstage with Boria নামক শোতে শুরুতেই নিজের কেরিয়ারে ধোনির প্রভাবের কথা জানিয়ে হার্দিক বলেন, ‘আমি (ভারতীয় দলে) একজন তরুণ হিসেবে সুযোগ পেয়েছিলাম। তারপর সবার থেকে কিছু না কিছু শিখলেও ধোনি ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। ও সবসময় চাইত আমি যাতে নিজের ভুল থেকে শিক্ষা নিই। প্রথমে দলে ঢুকে তো ভেবেছিলাম মাহি ভাই সবটা সামলে নেবে। আমি তো ভেবেছিলাম কোথায় বল করব না করব ও সবটা বলে দেবে। তবে প্রথমে ও আমায় গাইড করত না। পরবর্তীতে বুঝতে পারি যে আমি যাতে নিজের ভুল থেকে শিক্ষা নিই, তাই এমনটা করছে।’
তবে ধোনি যে সবসময় সামনাসামনি না দেখালেও, সবসময় পাশে ছিলেন, সে কথাও স্বীকার করতে দ্বিধা করেননি ভারতীয় অলরাউন্ডার। নিজের অভিষেক ম্যাচের এক ঘটনার বিবরণ দিয়েই এই বিষয়ে জানান হার্দিক। ‘আমার স্পষ্ট মনে আছে, আমি নিজের অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ২২ না ২৪ রান (আদপে ১৯ রান) দিয়েছিলাম। তারপর সত্যি মনে হয়েছিল, এটাই আমার প্রথম এবং শেষ ম্যাচ। তাই ও আমায় দ্বিতীয় ওভার বল করতে ডাকলে প্রথমে তো আমি বুঝতেই পারিনি। আমার মনে হয়েছিল অন্য় কারুর দিকে ইশারা করছে। তারপর তো সবটা বদলে যায়। ও কোনোসময় দেখাতো না যে ও পাশে রয়েছে, তবে ওরা বরাবর আমার পাশেই ছিল।’ বলেন হা